বাংলাদেশের জয়ে ‘দরুণ আনন্দিত’ সিমন্স
০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়ের নাটকীয় সমাপ্তির পর অনেক আলোচনার জন্ম দিয়ে প্রধান কোচ হয়ে আসেন ফিল সিমন্স। বাংলাদেশে তার অধ্যায়ের শুরুটা একদম ভালো হয়নি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই ২০১ রানের বিশাল হার সঙ্গী হয় টাইগারদের। অবশেষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশে। যে জয় দারুণ আনন্দ দিচ্ছে সিমন্সকে।
জ্যামাইকায় মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ১০১ রানে হারায় বাংলাদেশ। প্রায় ১৫ বছর পর ক্যারিবীয় সফরে জয় পেল দল। তাতে এড়ানো গেছে সিরিজ হারও।
কিংস্টনে প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। আরও কঠিন হয়ে যাওয়া উইকেটে দ্বিতীয় ইনিংসে পাল্টা আক্রমণে ২৬৮ রান করে সফরকারী দলটি। পাল্টা আক্রমণের এই ব্যাপারটিই ভালো লেগেছে সিমন্সের। ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই বলেন তিনি।
‘ব্যাটসম্যানদের ইতিবাচক মানসিকতা আমার ভালো লেগেছে। প্রথম কয়েক ম্যাচে ওদের শুধু টিকে থাকার মানসিকতা ছিল। এই টেস্টে তৃতীয় দিনে দেখেছেন ওরা বলছে—“আমিও খেলতে এসেছি”। আমার এটা খুব ভালো লেগেছে ও উপভোগ করেছি। ওরা যেন বুঝতে পারে, এখন থেকে এটাই খেলার একমাত্র ধরন, সেটা আমি নিশ্চিত করেছি। এই জয়ের জন্য অনেক তরুণ ক্রিকেটার অপেক্ষা করছিল। প্রথম ম্যাচে হারার পর এভাবে ফিরে আসা দেখতে ভালো লাগছে। আমার জন্য দারুণ আনন্দের।’
দলের এই জয়ে অবদান রেখেছেন প্রত্যেকেই। প্রথমবার সিরিজে দলকে নেতৃত্বে দিতে নামা মেহেদি হাসান মিরাজ নিজের কাজ করেছেন ভালোমতই। প্রথম ইনিংসে আগুনঝরা বোলিং উপহার দিয়ে ৫ উইকেট তুলে নেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জাকের আলী। উইকেট থেকে ফয়দা তুলে নিয়ে ক্যারিয়ারের ১৫তম ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ।
কোচ সিমন্সের মুখেও তাই সবার প্রশংসা, ‘জাকের টানা ৩ টেস্টে ফিফটি করেছে। সুতরাং ও নিজের খেলাটা বোঝে। ও সব বোলারদের বিপক্ষেই দাপট দেখাতে পারে, এটাও আমরা দেখেছি। ও এখান থেকে যা পেয়েছে, সব নেওয়া উচিত। এবার যেমন হয়েছে প্রতিবার এটা হবে না।’
‘মেহেদীকে (মিরাজ) নিয়েও আমি মুগ্ধ। তড়িঘড়ি করে ওকে নেতৃত্ব নিতে হয়েছে। ও দায়িত্ব বুঝে নিয়েছে, চালিয়ে যাচ্ছে। মেহেদী ও তাইজুল একে–অপরকে পরিপূর্ণ করেছে। মেহেদী সোজা ও কিছুটা জোরের ওপর বোলিং করে, যেখানে তাইজুল নিজের ভ্যারিয়েশন ব্যবহার করে। তাইজুল স্টাম্প বরাবর বোলিং করতে পছন্দ করে, প্রথাগত বলের চেয়ে আর্ম বল বেশি করে। মনে হচ্ছে, প্রতি ম্যাচেই ওর উন্নতি হচ্ছে। প্রতিটি সেশনে আপনি ওর বোলিংয়ে নতুন ভাবনা দেখতে পাবেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত