বাংলাদেশের জয়ে ‘দরুণ আনন্দিত’ সিমন্স
০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়ের নাটকীয় সমাপ্তির পর অনেক আলোচনার জন্ম দিয়ে প্রধান কোচ হয়ে আসেন ফিল সিমন্স। বাংলাদেশে তার অধ্যায়ের শুরুটা একদম ভালো হয়নি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই ২০১ রানের বিশাল হার সঙ্গী হয় টাইগারদের। অবশেষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশে। যে জয় দারুণ আনন্দ দিচ্ছে সিমন্সকে।
জ্যামাইকায় মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ১০১ রানে হারায় বাংলাদেশ। প্রায় ১৫ বছর পর ক্যারিবীয় সফরে জয় পেল দল। তাতে এড়ানো গেছে সিরিজ হারও।
কিংস্টনে প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। আরও কঠিন হয়ে যাওয়া উইকেটে দ্বিতীয় ইনিংসে পাল্টা আক্রমণে ২৬৮ রান করে সফরকারী দলটি। পাল্টা আক্রমণের এই ব্যাপারটিই ভালো লেগেছে সিমন্সের। ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই বলেন তিনি।
‘ব্যাটসম্যানদের ইতিবাচক মানসিকতা আমার ভালো লেগেছে। প্রথম কয়েক ম্যাচে ওদের শুধু টিকে থাকার মানসিকতা ছিল। এই টেস্টে তৃতীয় দিনে দেখেছেন ওরা বলছে—“আমিও খেলতে এসেছি”। আমার এটা খুব ভালো লেগেছে ও উপভোগ করেছি। ওরা যেন বুঝতে পারে, এখন থেকে এটাই খেলার একমাত্র ধরন, সেটা আমি নিশ্চিত করেছি। এই জয়ের জন্য অনেক তরুণ ক্রিকেটার অপেক্ষা করছিল। প্রথম ম্যাচে হারার পর এভাবে ফিরে আসা দেখতে ভালো লাগছে। আমার জন্য দারুণ আনন্দের।’
দলের এই জয়ে অবদান রেখেছেন প্রত্যেকেই। প্রথমবার সিরিজে দলকে নেতৃত্বে দিতে নামা মেহেদি হাসান মিরাজ নিজের কাজ করেছেন ভালোমতই। প্রথম ইনিংসে আগুনঝরা বোলিং উপহার দিয়ে ৫ উইকেট তুলে নেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জাকের আলী। উইকেট থেকে ফয়দা তুলে নিয়ে ক্যারিয়ারের ১৫তম ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ।
কোচ সিমন্সের মুখেও তাই সবার প্রশংসা, ‘জাকের টানা ৩ টেস্টে ফিফটি করেছে। সুতরাং ও নিজের খেলাটা বোঝে। ও সব বোলারদের বিপক্ষেই দাপট দেখাতে পারে, এটাও আমরা দেখেছি। ও এখান থেকে যা পেয়েছে, সব নেওয়া উচিত। এবার যেমন হয়েছে প্রতিবার এটা হবে না।’
‘মেহেদীকে (মিরাজ) নিয়েও আমি মুগ্ধ। তড়িঘড়ি করে ওকে নেতৃত্ব নিতে হয়েছে। ও দায়িত্ব বুঝে নিয়েছে, চালিয়ে যাচ্ছে। মেহেদী ও তাইজুল একে–অপরকে পরিপূর্ণ করেছে। মেহেদী সোজা ও কিছুটা জোরের ওপর বোলিং করে, যেখানে তাইজুল নিজের ভ্যারিয়েশন ব্যবহার করে। তাইজুল স্টাম্প বরাবর বোলিং করতে পছন্দ করে, প্রথাগত বলের চেয়ে আর্ম বল বেশি করে। মনে হচ্ছে, প্রতি ম্যাচেই ওর উন্নতি হচ্ছে। প্রতিটি সেশনে আপনি ওর বোলিংয়ে নতুন ভাবনা দেখতে পাবেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন