উইন্ডিজ জয়ের পরিকল্পনা ফাঁস করলেন মিরাজ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের পিছনে আগ্রাসী ব্যাটিং মূল ভূমিকা পালন করেছে বলে স্বীকার করেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে যাবার পরও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটাররা। এরপর বাকি কাজটুকু সেরেছেন টাইগার বোলাররা।

টেস্ট ফর্মেটে ব্যাটারদের ব্যর্থতায় বারবার হতাশায় ম্যাচ শেষ করতে হয়েছে বাংলাদেশকে। ভাল খেলতে খেলতে হঠাৎ করেই ব্যাটিং লাইন-আপে ধ্বস নামে। এর থেকে বেরিয়ে আসার শত চেষ্টা করেও সফল হতে পারছে না টাইগাররা। ক্যারিবীয় সফরে প্রথম টেস্টেও সেই একই চিত্রই ফুটে উঠেছিল। দ্বিতীয় টেস্টে ব্যাটারদের প্রতিরোধের পর বোলাররা জয় সহজ করে দেয়।

মিরাজ বলেছেন কৌশলগত পরিকল্পনার মূল অংশ ছিল আগ্রাসী ব্যাটিং। যা ব্যাটাররা ভালমতই করতে পেরেছে। আর সে কারনেই ১০১ রানের জয় নিশ্চিত হয়েছে।

এক ক্যালেন্ডার বছরে বিদেশের মাটিতে এই জয় বাংলাদেশের তৃতীয় ও সর্বোচ্চ জয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের ১৫ বছর পর ক্যারিবীয় সফরে এটাই প্রথম টেস্ট ম্যাচ জয়।

জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট জয়ের পর মিরাজ বলেছেন, ‘এখানকার উইকেট বেশ কঠিন। আমি মনে করেছি আমরা যদি যথেষ্ট ইতিবাচক মনোভাব দেখাতে না পারি তবে সেটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সে কারনেই আমি ব্যাটারদের বলেছি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে। দ্বিতীয় ইনিংসে আমরা সেই পরিকল্পনায় সফল হয়েছি। ১৮ রানের লিড নিয়ে আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলাম। আমাদের সামনে সুযোগ ছিল সেই লিডকে বাড়িয়ে নেবার। ২৫০’র বেশী রান করতে আমরা সক্ষম হয়েছি। এ কারনেই ম্যাচ জয় সহজ হয়েছে।’

মিরাজ আরো বলেন কিছু খেলোয়াড়ের ব্যাটিং অর্ডারও পরিবর্তণ করা হয়েছে যা সতীর্থ অনেককেই বিস্মিত করেছে, ‘মমিনুল ভাই অসুস্থ ছিল। সে কারণে আমি দিপুকে (শাহাদাত হোসেন) বলেছিলাম ৩ নম্বরে ব্যাটিং করতে। এমনকি আমিও নিজের ব্যাটিং অর্ডারও পরিবর্তণ করে ৪ নম্বরে নেমেছিলাম। এসব কারণেই দ্রুত রান এসেছে।‘

‘আমি দিপুকে বলেছি ইতিবাচক থাকতে। তুমি যদি মনে করো প্রথম বলটি স্বস্তিতে খেলতে পারছো তবে হিট করো, কেউ তোমাকে কিছু বলবে না। আমি তোমাকে সেই স্বাধীনতা দিচ্ছি। সবাই ঐ সময় কিছুটা অস্বস্তিতে ছিল। দিপুর ২৮ রান আমাদের জন্য ঐ মুহূর্তে গুরুত্বপূর্ণ ছিল। আমি যখন চার নম্বরে নামি আমিও সেই একই মানসিকতা নিয়ে ক্রিজে ছিলাম।’

দ্বিতীয় ইনিংসে সবচেয়ে আগ্রাসী ছিলেন জাকের আলী অনিক। ১০৬ বলে তার করা ৯১ রানের ইনিংসই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৮৭ রানের টার্গেট দাঁড়ায়।

প্রথম ইনিংসে ফাস্ট বোলার নাহিদ রানা ৬১ রানে ৫ উইকেট প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ১৪৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। এরপর বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ৫০ রানে ৫ উইকেট তুলে নিলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসের শান্তর ইনজুরিতে মিরাজ দলকে নেতৃত্ব দেবার সুযোগ পেয়েছেন। সবাই তার সাজেশন অনুসরণ করেছেন বলে মিরাজ দারুন খুশী, ‘আমি বিশ্বাস করি আমাদের মধ্যে ম্যাচে ফিরে আসার সক্ষমতা আছে। প্রথম টেস্টে পরাজয়ের পরও আমি এই একই কথা বলেছিলাম। অবশ্যই টেস্ট সিরিজ ড্র করায় আমি দারুন খুশী।

এটা আমার জন্য অনেক বড় একটি অর্জন। কারন প্রথমবারের মত আমি দলকে নেতৃত্ব দিচ্ছি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমার নেতৃত্বে বাংলাদেশ টেস্ট ম্যাচে জয়ী হয়েছে। খেরোয়াড়রা সবাই আমাকে সহযোগিতা করেছে। সে কারনেই আমি এই জয়ে প্রত্যেককে কৃতিত্ব দিতে চাই। আমি যেভাবে বলেছি সেটা তারা অনুসরণ করার চেষ্টা করেছে।’

মিরাজ আরো বলেছেন প্রতিটি খেলোয়াড়ই মন থেকে দ্বিতীয় টেস্ট জয়ের জন্যই খেলেছে, ‘এটা সত্যিই অসাধারণ এক অনুভূতি। সবাই এক ছিল এবং ম্যাচ জয়ের জন্য প্রস্তুত ছিল। এই ধরনের কন্ডিশন প্রতিটি খেলোয়াড়ের জন্যই কঠিন। কিন্তু সবাই মন থেকে চেয়েছে ম্যাচটি জিততে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হল্যান্ড-ফোডেন নৈপুণ্যে চেলসিকে ছয়ে নামিয়ে চারে সিটি
গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়
১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
আরও

আরও পড়ুন

হল্যান্ড-ফোডেন নৈপুণ্যে চেলসিকে ছয়ে নামিয়ে চারে সিটি

হল্যান্ড-ফোডেন নৈপুণ্যে চেলসিকে ছয়ে নামিয়ে চারে সিটি

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজাকে বাসোপযোগী করতে হবে

গাজাকে বাসোপযোগী করতে হবে

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ