দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম

ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম/ফেসবুক

প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী ভারত। শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ডাবল লিড নিতে চায় টিম ইন্ডিয়া। পক্ষান্তরে প্রথম ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে সিরিজে সমতা আনতে মরিয়া স্বাগতিক অস্ট্রেলিয়া।

এডিলেডে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলকে ছাড়াই পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পায় ভারত। বোলারদের দুর্দান্ত নৈপুন্যের সাথে ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে অসিদের ২৯৫ রানের বড় ব্যবধানে ধরাশায়ী করে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় সন্তান জন্মের আগে স্ত্রীর পাশে থাকতেই প্রথম টেস্টে খেলেননি রোহিত। তার অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। ইনজুরিতে পড়ে দলের বাইরে ছিলেন গিল। দ্বিতীয় টেস্ট দিয়ে দলে ফিরছেন রোহিত ও গিল।

রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ওপেনার হিসেবে নেমেছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় টেস্টেও রাহুল ওপেনার হিসেবে নামবেন বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে রাহুলের ব্যাটিং দেখেছি। অসাধারণ খেলেছে সে। এই মুহূর্তে ব্যাটিং পজিশন বদলানোর কোন দরকার নেই। জয়সওয়াল এবং রাহুল জুটিই প্রথম টেস্টে আমাদের জিততে সাহায্য করেছে। আমি মিডল অর্ডারে ব্যাট হাতে নামবো।’

দেশের মাটিতে গোলাপি বলে ১২টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে ১১টিতে জিতেছে তারা। এ বছর ব্রিজবেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে  দিবা-রাত্রির টেস্টে প্রথমবারের মত হারের স্বাদ পায় অসিরা। 

অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ডকে ভয় পাচ্ছে না ভারত। রোহিত বলেন, ‘আমরা জানি গোলাপি বলে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাল। সিরিজের শুরুটা দারুণ করেছি আমরা। পার্থের মতো এডিলেডেও খেলতে পারলে  জয় পেতে  আমাদের সমস্যা হবেনা। আমরা নির্ভিক ক্রিকেট খেলবো। গোলাপি বলের সাথে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। গোলাপি বলে চ্যালেঞ্জ থাকবে। যেকোন পরিস্থিতির জন্যও আমরা প্রস্তুত আছি। আমাদের প্রধান লক্ষ্য সিরিজে ডাবল লিড নেওয়া।’

প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেই ঘুড়ে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ অসিরা। দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘প্রথম টেস্ট এখন অতীত।

আমরা অতীত নিয়ে ভাবতে চাই না। আমরা দ্বিতীয় ম্যাচ নিয়ে সব পরিকল্পনা সাজিয়েছি। প্রথম টেস্ট হারের কারণে কোন চাপ নেই আমাদের। ঘরের মাঠে খেলছি আমরা। ভাল তো খেলতেই হবে। আমরা জানি ভারত শক্তিশালী দল। আমরাও ভালো দল। ম্যাচ জয়ের সামর্থ্য এই দলের আছে। সিরিজে সমতা ফেরাতেই আমরা মাঠে নামবো।’

প্রথম টেস্টের মতো ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ম্যাচও বৃষ্টির কবলে পড়তে পারে। স্থানীয় সময় দুপুর ২টায় টস। তবে স্থানীয় সময় বেলা ১২টায় ৪৭ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে টস-এর সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে ১৫ শতাংশ।

টেস্টের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির আশঙ্কা না থাকলেও পঞ্চম দিন বৃষ্টির সম্ভবনা বেশি।

এখন পর্যন্ত ১০৮ টেস্টে মুখোমুখি হয়েছে  ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে ভারত ৩৩ টেস্টে ও অস্ট্রেলিয়া ৪৫ ম্যাচে জিতেছে। ১টি টাই ও ২৯টি ম্যাচ ড্র হয়।

সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১৫ ম্যাচে ৬১ দশমিক ১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। ১৩ ম্যাচে ৫৭ দশমিক ২৬ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, নাথান ম্যাকসুয়েনে, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, অভিমান্য ইশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জসপ্রিত বুমরাহ, ঋসভ পান্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, প্রষিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, হর্ষিত রানা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াসিংটন সুন্দর।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়
১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
আরও

আরও পড়ুন

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজাকে বাসোপযোগী করতে হবে

গাজাকে বাসোপযোগী করতে হবে

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।

আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।