দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম
প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী ভারত। শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ডাবল লিড নিতে চায় টিম ইন্ডিয়া। পক্ষান্তরে প্রথম ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে সিরিজে সমতা আনতে মরিয়া স্বাগতিক অস্ট্রেলিয়া।
এডিলেডে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলকে ছাড়াই পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পায় ভারত। বোলারদের দুর্দান্ত নৈপুন্যের সাথে ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে অসিদের ২৯৫ রানের বড় ব্যবধানে ধরাশায়ী করে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় সন্তান জন্মের আগে স্ত্রীর পাশে থাকতেই প্রথম টেস্টে খেলেননি রোহিত। তার অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। ইনজুরিতে পড়ে দলের বাইরে ছিলেন গিল। দ্বিতীয় টেস্ট দিয়ে দলে ফিরছেন রোহিত ও গিল।
রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ওপেনার হিসেবে নেমেছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় টেস্টেও রাহুল ওপেনার হিসেবে নামবেন বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে রাহুলের ব্যাটিং দেখেছি। অসাধারণ খেলেছে সে। এই মুহূর্তে ব্যাটিং পজিশন বদলানোর কোন দরকার নেই। জয়সওয়াল এবং রাহুল জুটিই প্রথম টেস্টে আমাদের জিততে সাহায্য করেছে। আমি মিডল অর্ডারে ব্যাট হাতে নামবো।’
দেশের মাটিতে গোলাপি বলে ১২টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে ১১টিতে জিতেছে তারা। এ বছর ব্রিজবেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে দিবা-রাত্রির টেস্টে প্রথমবারের মত হারের স্বাদ পায় অসিরা।
অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ডকে ভয় পাচ্ছে না ভারত। রোহিত বলেন, ‘আমরা জানি গোলাপি বলে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাল। সিরিজের শুরুটা দারুণ করেছি আমরা। পার্থের মতো এডিলেডেও খেলতে পারলে জয় পেতে আমাদের সমস্যা হবেনা। আমরা নির্ভিক ক্রিকেট খেলবো। গোলাপি বলের সাথে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। গোলাপি বলে চ্যালেঞ্জ থাকবে। যেকোন পরিস্থিতির জন্যও আমরা প্রস্তুত আছি। আমাদের প্রধান লক্ষ্য সিরিজে ডাবল লিড নেওয়া।’
প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেই ঘুড়ে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ অসিরা। দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘প্রথম টেস্ট এখন অতীত।
আমরা অতীত নিয়ে ভাবতে চাই না। আমরা দ্বিতীয় ম্যাচ নিয়ে সব পরিকল্পনা সাজিয়েছি। প্রথম টেস্ট হারের কারণে কোন চাপ নেই আমাদের। ঘরের মাঠে খেলছি আমরা। ভাল তো খেলতেই হবে। আমরা জানি ভারত শক্তিশালী দল। আমরাও ভালো দল। ম্যাচ জয়ের সামর্থ্য এই দলের আছে। সিরিজে সমতা ফেরাতেই আমরা মাঠে নামবো।’
প্রথম টেস্টের মতো ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ম্যাচও বৃষ্টির কবলে পড়তে পারে। স্থানীয় সময় দুপুর ২টায় টস। তবে স্থানীয় সময় বেলা ১২টায় ৪৭ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে টস-এর সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে ১৫ শতাংশ।
টেস্টের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির আশঙ্কা না থাকলেও পঞ্চম দিন বৃষ্টির সম্ভবনা বেশি।
এখন পর্যন্ত ১০৮ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে ভারত ৩৩ টেস্টে ও অস্ট্রেলিয়া ৪৫ ম্যাচে জিতেছে। ১টি টাই ও ২৯টি ম্যাচ ড্র হয়।
সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১৫ ম্যাচে ৬১ দশমিক ১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। ১৩ ম্যাচে ৫৭ দশমিক ২৬ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, নাথান ম্যাকসুয়েনে, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, অভিমান্য ইশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জসপ্রিত বুমরাহ, ঋসভ পান্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, প্রষিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, হর্ষিত রানা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াসিংটন সুন্দর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ