হ্যাটট্রিক হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ
০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার টাটকা স্মৃতি সঙ্গী করেই সিলেটে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে গিয়ে উল্টো অভিজ্ঞতাই হচ্ছে নিগার সুলতানার দলের। প্রথম টি-টোয়েন্টির পর গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আইরিশদের কাছে হেরে গেছে বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডের জয়। টানা দুই ম্যাচ হারা বাংলাদেশের মেয়েদের এখন চোখ রাঙাছে ধবলধোলাই।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিনটসে জিতে ব্যাটিং নিয়ে ৫ উইকেটে করে ১৩৪ রান। রান তাড়ায় বাংলাদেশ ১৭.১ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে হেরেছে ৪৭ রানে। এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ খোয়ানো বাংলাদেশে এ বছর খেলা তিনটি টি-টোয়েন্টি সিরিজেই হারল। এর আগে মার্চ-এপ্রিল-মেতে ঘরের মাঠেই অস্ট্রেলিয়া ও ভারতের কাছে ধবলধোলাই হয়। সব মিলিয়ে ঘরের মাঠে টানা ১০ ম্যাচ হারলেন নিগার সুলতানারা।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারীরা। টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে আইরিশরা। টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৪ রান তোলে তারা। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৭ বল বাকি থাকতে ¯্রফে ৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। শেষ ৬ উইকেট তারা খোয়ায় মাত্র ১৭ রানের মধ্যে। বাংলাদেশের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কে পৌঁছান। ৪৩ বলে একটি চারে সর্বোচ্চ ৩৮ রান আসে চারে নামা শারমিনের ব্যাট থেকে। স্বর্ণা ছয়ে নেমে ২১ বলে একটি চারের সাহায্যে করেন ২০ রান। তাদের পঞ্চম উইকেট জুটিতে আসে ৪২ বলে ৪৮ রান। তবে বাড়তে থাকা রান রেটের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেননি তারা। এছাড়া, ওপেনার দিলারা আক্তার ১০ বলে একটি চারসহ করেন ১০ রান।
ষষ্ঠ ওভারে বাংলাদেশের যখন স্কোরবোর্ডে যখন ২২ রান, তখন নেই ৪ উইকেট। ধাক্কাটা দেন মূলত আইরিশ অলরাউন্ডার ওর্লা প্রেন্ডারগাস্ট। সোবহানা মোস্তারিকে বোল্ড করার পর দিলারাকে ক্যাচ বানান তিনি। প্রথম টি-টোয়েন্টিতে শতরানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়া ওপেনাররা তাই সাজঘরে ফেরেন দ্রুত। নিগার সুলতানা জ্যোতি আর্লিন কেলির বলে হন স্টাম্পড। অ্যালানা ডালজেলকে ফিরতি ক্যাচ দিয়ে অধিনায়কের মতোই টিকতে পারেননি তাজ নেহার। এরপর কিছু সময়ের জন্য আশা জেগে উঠলেও শেষমেশ হয় দ্রুত ছন্দপতন। স্বর্ণাকে বিদায় করে জুটি ভাঙেন লরা ডেলানি। ফাহিমা খাতুনকেও বিদায় করেন তিনি। রানআউটের কবল পড়েন জাহানারা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। শারমিনের লড়াই থামান কেলি। নাহিদা আক্তারকে বোল্ড করে ম্যাচ শেষ করেন প্রেন্ডারগাস্ট।
এর আগে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ছিল মন্থর। উদ্বোধনী জুটিতে ৩৪ রান উঠতে লেগে যায় ৩৫ বল। গ্যাবি লুইস ১৮ বলে তিনটি চারে ১৪ রান করে নাহিদার শিকার হন। ২৩ বলে চারটি চারে ২৩ রান করা অ্যামি হান্টারকে ফেরান জান্নাতুল। এরপর ছোট ছোট জুটি গড়ে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় সফরকারীরা। ম্যাচসেরা প্রেন্ডারগাস্ট বল হাতে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতেও ছড়ান আলো। ২৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩২ রানের ইনিংস খেলেন তিনি। তার আউটের পর রান বাড়ান ডেলানি। সর্বোচ্চ ৩৫ রান তিনি করেন ২৫ বলে চারটি চারের সাহায্যে। বাংলাদেশের পক্ষে ২০ রানে ২ উইকেট নেন নাহিদা।
আগামীকাল একই ভেন্যুতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ
বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফ্রান্স প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা
পরিস্থিতি বিবেচনায় স্থগিত পরিচালক সমিতির নির্বাচন
সিলেটে আজহারীর তাফসির মাহফিল আলিয়া মাঠের পরিবর্তে এমসি কলেজ মাঠে