পাকিস্তানের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ
১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকী রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে প্রোটিয়ারা। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না পাকিস্তান।
সেঞ্চুরিয়ানে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।
ডারবানে সিরিজের প্রথম ম্যাচে ১১ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারানোর পরও ডেভিড মিলার ও জর্জ লিন্ডের দারুন ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্রিজে আসা মিলারের ব্যাট থেকে আসে ৪০ বলে ৮২ রান। তার দুর্দান্ত ইনিংসে ৪টি চার ও ৮টি ছক্কা ছিলো।
দলীয় ১৩৫ রানে মিলার ফিরলে, পাকিস্তানের বোলারদের উপর ছড়ি ঘুড়িয়েছেন তিন বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামা লিন্ডে। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৩টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে ৪৮ রান করেন লিন্ডে।
১৮৪ রানের টার্গেটে বড় জুটি গড়তে পারেনি পাকিস্তান। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬২ বলে সর্বোচ্চ ৭৪ রান করলেও সেটি কাজে আসেনি। পাকিস্তানের ইনিংসের ১৫ ওভার পর্যন্ত রিজওয়ানের টেস্ট মেজাজের ব্যাটিংয়ে আস্কিং রান রেটের চাপে পড়ে দল। ঐসময় ৪৪ বলে ৩৬ রান করেছিলেন রিজওয়ান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭২ রান করে ম্যাচ হারে পাকিস্তান।
ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার লিন্ডে। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেও দলকে জয় উপহার দিতে চান লিন্ডে, ‘প্রথম ম্যাচে আমরা ভালো পারফরমেন্স করেছি। মিলারের দুর্দান্ত ইনিংসের পর দলের বোলাররা দারুন করেছে। আশা করি পরের ম্যাচে ব্যাটার ও বোলাররা একত্রে জ্বলে উঠবে। প্রথম ম্যাচে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় ম্যাচেও দলের জয়ে বড় অবদান রাখতে চাই।’
প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছে পাকিস্তান। বল হাতে ৩টি করে উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ থেকে বঞ্চিত করতে পারেনি পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও লেগ স্পিনার আবরার আহমেদ।
রিজওয়ানের মত বড় রান পায়নি পাকিস্তানের অন্য কোন ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সাইম আইয়ুবের ব্যাটে।
তাই ব্যাটারদের কাছ থেকে দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা রিজওয়ানের। তিনি বলেন, ‘আমাদের মিডল অর্ডার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ। তাদের আরও দায়িত্বশীল হতে হবে এবং বড় ইনিংস খেলতে হবে। ব্যাটাররা যদি বড় ইনিংস খেলতে না পারে তাহলে টি-টোয়েন্টিতে ম্যাচ জেতা কঠিন। আশা করি দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠবে ব্যাটাররা।’
এখন পর্যন্ত ২৩ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ১২টিতে জয় পাকিস্তানের। ১১টি জিতেছে দক্ষিণ আফ্রিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে