আইয়ুব ম্লান হেন্ড্রিক্সের শতকে, এক ম্যাচ হাতে রেখেই প্রোটিয়াদের সিরিজ জয়
১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ এএম
প্রথম ম্যাচে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় হোচট খায় পাকিস্তান।দ্বিতীয় ম্যাচে তাই আগে ব্যাট করতে নেমে শুর থেকেই আগ্রাসী ছিল মোহাম্মদ রিজওয়ানের দল।তাতে বড় টার্গেট দাঁড় করানো গেলেও জয় আর ধরা দেয়নি পাকিস্তানকে।ব্যাট হাতে ফের দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়ানে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সাইম আইয়ুবের তাণ্ডবে ২০৬ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে রিজা হেনড্রিক্স ও রাসি ভান ডার ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৯৮ রানে অপরাজিত থাকেন সাইম। বাবর আজম ও ইরফান খানের সঙ্গে দুটি পঞ্চাশ ছোঁয়া জুটি উপহার দেওয়া তরুণের ৫৭ বলের ইনিংস গড়া পাঁচ ছক্কা ও ১১ চারে।
চলতি বছর দ্বিতীয়বার নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন হেনড্রিকস। গত মে মাসে আগের সেরা ৮৩ ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ৮৭ রান।
এবার পেলেন সেঞ্চুরির অনির্বচনীয় স্বাদ। ৬৩ বলে ১০ ছক্কা ও সাত চারে খেললেন ১১৭ রানের দারুণ ইনিংস।
কুইন্টন ডি কককে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি (১৮টি) পঞ্চাশ ছোঁয়া ইনিংসের কীর্তি গড়লেন তিনি।
বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে মাত্র ৬ রান জমা হতেই রায়ান রিকেলটনকে হারায় প্রোটিয়ারা। জাহানদাদ খানের বল খেলতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।দ্রুত আরেক ওপেনার ম্যাথু ব্রিটস্কি ফিরলে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান।
শুরুর সাফল্য ধরে রাখতে পারেনি সফরকারীরা। হেনড্রিকস ও রাসি ফন ডার ডাসেনের বিস্ফোরক জুটিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে যায় জয়ের পথে। ৮৩ বল স্থায়ী ১৫৭ রানের জুটিতে অগ্রণী ছিলেন হেনড্রিকস। সেঞ্চুরির পথে ৫১ বলে তিনি করেন ১০৩ রান, ২৩ বলে ফন ডার ডাসেন ৪৯।
টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে এটাই দক্ষিণ আফ্রিকার সেরা জুটি। আগের সর্বোচ্চ ছিল ২০১২ সালে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে রিচার্ড লেভি ও এবি ডি ভিলিয়ার্সের অবিচ্ছিন্ন ১৩৩।
দলকে জয়ের কাছাকাছি নিয়ে ফেরেন হেনড্রিকস। হাইনরিখ ক্লসেনকে নিয়ে বাকিটা সারেন ফন ডার ডাসেন। ৩৮ বলে পাঁচ ছক্কা ও তিন চারে তিনি করেন ৬৬ রান। ছক্কায় ম্যাচ শেষ করে দেন অধিনায়ক ক্লসেন।
আরও একবার খরুচে বোলিং করেন হারিস রউফ। ৪ ওভারে গতিময় এই পেসার দেন ৫৭ রান। আবরার আহমেদ ছাড়া বাকি সবাই রান দেন ওভার প্রতি ৯ এর বেশি করে।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটাও খুব একটা ভালো হয়নি। দলীয় ১৬ রানের মাথায় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে হারায় তারা। এরপর সাইম আইয়ুবের সঙ্গে ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়েন বাবর। ২০ বলে ৩১ রান করে বাবর আজম ফিরলেও এক প্রান্ত আগলে রেখে প্রোটিয়া বোলারদের একাই শাসন করতে থাকেন সাইম আইয়ুব।
উসমান খান টিকতে পেরেছিলেন মাত্র ৫ বল। ৩ রান করে তিনি ফেরেন দাইয়ান গালিমের বলে মাফাকার হাতে ক্যাচ দিয়ে। তায়াব তাহির ফেরেন ৬ রান করে। এরপর পঞ্চম উইকেট জুটিতে সাইম আইয়ুবের সঙ্গে যোগ দেন ইরফান খান। তারা দুজনে মিলে যোগ করেন ৭৩ রান।
১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ইরফান। আব্বাস আফ্রিদি ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ৯৮ রানে অপরাজিত থাকেন সাইম আইয়ুব। দুই রানের জন্য তার সেঞ্চরি মিস হয়। দক্ষিন আফ্রিকার হয়ে দাইয়ান গালিম ও বার্টমান নেন দুটি করে উইকেট। জর্জ লিন্ডে নেন এক উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শীতে কাহিল উত্তরাঞ্চল
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের
ক্রিসমাসকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত স্পেন
সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ১২ মাসে ১২ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি
বেনাপোলে আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
গফরগাঁওয়ে বালুভর্তি লড়ি চাপায় যুবকের মৃত্যু
‘ধর্ম যার যার উৎসব সবার’ উক্তি সম্পূর্ণ ইসলামবিরোধী'
মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করায় ইউক্রেনকে সমালোচনা ট্রাম্পের
সংবিধানে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করতে হবে
জামিন পেলেন অভিনেতা আল্লু অর্জুন
অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন
লামায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
৭২ সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছেন শেখ মুজিব মাওলানা মামুনুল হক
নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে: জয়শঙ্কর
ঠাকুরগাঁও সুগার মিলে মাড়াই কার্যক্রম উদ্বোধন
তাহেরির মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমণ
শিক্ষার্থীরা যেমন ছাত্ররাজনীতি চায়