রোমাঞ্চকর জয়ে সিরিজ আফগানিস্তানের
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পিএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পিএম
কম পুঁজি নিয়েও দারুণ লড়াই করল জিম্বাবুয়ে কিন্তু শেষ রক্ষা হলো না। ব্যাট হাতে ব্যবধান গড়ে দিলেন মোহাম্মদ নাবি। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে সিরিজ ঘরে তুলল আফগানিস্তান।
হারারেতে শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জিতেছে রাশিদ খানের দল। ৩ বল হাতে রেখে ১২৮ রানের লক্ষ্য পূরণ করে সফরকারীরা।
হার দিয়ে শুরুর পর আফগানিস্তান সিরিজ জিতে নিল ২-১ ব্যবধানে।
রান তাড়ায় তিন ওভারের মধ্যে ৭ রানে আফগানরা হারায় ২ উইকেট। দ্রুত ফেরেন দারবিশ রাসুলি। ১৫ বলে ১৫ রান করে বিদায় নেন রহমানউল্লাহ গুরবাজ।
৪৪ রানে ৪ উইকেট হারানো দলকে টানেন আজমাতউল্লাহ ওমারজাই ও গুলবাদিন নাইব। মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে আফগানিস্তান। ৪৮ রানের জুটি ভেঙে ও দুই থিতু ব্যাটসম্যানকে বিদায় করে ম্যাচ জমিয়ে দেন সিকান্দার রাজা।
এই সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৭৯ উইকেট এখন জিম্বাবুয়ে অধিনায়কের। তিনি ছাড়িয়ে গেছেন রিচার্ড এনগারাভাকে (৭৮)।
তবে শেষটায় আর পারেনি স্বাগতিকরা। সাতে নেমে তিন চারে ১৮ বলে ২৪ রানের মাহামূল্য ইনিংসে আফগানিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান নাবি।
অল্প পুঁজি নিয়ে ১৬টি ওয়াইডসহ জিম্বাবুয়ে অতিরিক্ত থেকে দেয় মোট ১৭ রান। ফারাজ আকরাম এক ওভারেই দেন ৫টি ওয়াইড!
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টাডিওয়ানাশে মারুমানিকে হারায় জিম্বাবুয়ে। তবে ব্রায়ান বেনেট (২৪ বলে ৩১) ও ওয়েসলি মাধেভেরের (২২ বলে ২১) ব্যাটে ভালো শুরুই পায় স্বাগতিকরা।
একাদশ ওভারে এক পর্যায়ে তাদের রান ছিল ৩ উইকেটে ৭৮। সেখান থেকে দেড়শর আশেপাশে যাওয়া অসম্ভব কিছু ছিল না। কিন্তু শেষ দিকে ২৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে তাদের এর অনেক আগেই থামিয়ে দেন রাশিদ।
জিম্বাবুয়ের শেষ সাত ব্যাটসম্যানের মাত্র দুই জন টাশিঙ্গা মুসেকিওয়া ও ওয়েলিংটন মাসাকাদজা যেতে পারেন দুই।
২ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট আর ৩৭ বলে তিন চারে ৩৪ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন ওমারজাই।
তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ-সেরার পুরস্কার জেতেন আফগান পেসার নাভিন-উল-হাক।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৯.৫ ওভারে ১২৭ (মারুমানি ৬, বেনেট ৩১, মায়ার্স ১৩, মাধেভেরে ২১, রাজা ৬, ফারাজ ৬, মুসেকিওয়া ১২, মাসাকাদজা ১৭, এনগারাভা ১, মুজারাবানি ০, গওয়ান্ডু ৭*; নাভিন ৩.৫-০-২৭-২, ফারুকি ৩-০-২৬-০, মুজিব ৪-০-২০-২, ওমারজাই ২-০-১০-২, রাশিদ ৪-০-২৭-৪, নাবি ৩-০-১৩-০)
আফগানিস্তান: ১৯.৩ ওভারে ১২৮/৭ (গুরবাজ ১৫, আটাল ৩, আকবারি ২, রাসুলি ৯, ওমারজাই,৩৪ নাইব ২২, নাবি ২৪*, রাশিদ ২, মুজিব ০*; এনগারাভা ৪-০-২৭-১, মুজারাবানি ৪-১-১৯-২, গওয়ান্ডু ৪-০-৩০-২, ফারাজ ১.৩-০-১৭-০, মাসাকাদজা ২-০-১৫-০, রাজা ৪-০-১৯-২)
ফল: আফগানিস্তান ৩ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই
ম্যান অব দা সিরিজ: নাভিন-উল-হাক
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল
সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা
নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর
আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ
সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ
চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু
স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু
সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা
কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদ্রাসার পরিচালকসহ আহত-২
শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এই ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে- এহসানুল হক মিলন
সালথা উপজেলা আ'লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান পুলিশের হাতে গ্রেপ্তার
তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান
মাটি, কৃষি ও দেশ বাঁচান শ্লোগানে কৃষকদের কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা সেমিনার
আমরা কি সুন্দর তাই না?