আরেকটি বাংলাদেশ-ভারত ফাইনাল
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতার পর এবার সেই সুযোগ এসেছে বাংরাদেশ নারী যুবাদেরও। ভারতের কাছে পরাজয়ে সুপার ফোর পর্ব শুরুর পর নেপালকে হারিয়ে আসরের ফাইনালে উঠল তারা। অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তারের দল। কুয়ালা লামপুরে গতকাল বৃষ্টিতে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৫৪ রান করতে পারে নেপাল। বাংলাদেশ তা টপকে যায় ৯.৫ ওভারে মাত্র এক উইকেট খুইয়েই। আগামীকাল একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারতই। এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। যাদের হারিয়ে বিজয়ের মাসের শুরুতেই টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল টাইগার যুবারা।
টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। নেপালের ভুলও অবশ্য কম ছিল না। প্রথম ছয় ওভারের মধ্যে তারা হারায় ৪ উইকেট। এর তিনটিই রান আউট। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন পূজা মাহাতো ও সাবিত্রি ধামি। দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ধামি করেন ১২ বলে ১১ রান। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম।
ছোট লক্ষ্যে দারুণ শুরু করেন ফাহমিদা, মোসাম্মত ঈভা। প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন ফাহমিদা। এক ওভার পর তিনি মারেন আরেকটি চার। পঞ্চম ওভারে ম্যাচের একমাত্র ছক্কা আসে ঈভার ব্যাট থেকে। অষ্টম ওভারে কুসুম গোদারের বলে বোল্ড হন ২১ বলে ১৮ রান করা ঈভা। ৪৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩ চারে ৩২ বলে ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার। সুমাইয়া আক্তার অপরাজিত থাকেন ৬ বলে ১০ রানে। বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ২৬ রানের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাহমিদা।
সুপার ফোরের দলগুলোর মধ্যে চার ম্যাচে ৩ জয় ও পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্টসহ মোট ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। বাংলাদেশ ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। অন্য দুই দলের মধ্যে নেপাল ৪ ও শ্রীলঙ্কার পয়েন্ট ৩।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাদ্ পন্থীদের নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বেক্সিমকোর শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে স্কুলগুলিকে নির্দেশ
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ নিহত ২
প্রিমিয়ার ব্যাংকের অর্থায়নে ছাগলনাইয়ায় প্রকাশ্যে কৃষি ও পল্লি ঋণ বিতরণ
শেষ মুহূর্তে বিল পাশ করে 'শাটডাউন' এড়ালো যুক্তরাষ্ট্র
সড়কের নৈরাজ্যে রাজনৈতিক প্রভাব জড়িত : নাহিদ ইসলাম
পাকিস্তানে রাজনৈতিক সংকট নিরূপণে উদ্যোগ
পতনের দ্বারপ্রান্তে ট্রুডো সরকার
রাশিয়া কিয়েভের ছয় বিদেশি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালাল
লঘুচাপ নিম্নচাপে পরিণত : উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
১৫ বাংলাদেশি নারী-শিশুকে ফেরত দিয়েছে ভারত
ভেঙ্গে পড়লো উত্তরা আব্দুল্লাহপুরের অরক্ষিত বেইলি সেতু
হাসান আরিফের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন ফারুকি
দেশের প্রেক্ষাগৃহে একসাথে মুক্তি পেয়েছে হলিউডের দুই সিনেমা
তাইওয়ানকে ৫৭১ মিলিয়ন ডলার প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের, আহত ১৪
ভোট আয়োজনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিউবায় বিশাল প্রতিবাদ সমাবেশ