আরেকটি বাংলাদেশ-ভারত ফাইনাল
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতার পর এবার সেই সুযোগ এসেছে বাংরাদেশ নারী যুবাদেরও। ভারতের কাছে পরাজয়ে সুপার ফোর পর্ব শুরুর পর নেপালকে হারিয়ে আসরের ফাইনালে উঠল তারা। অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তারের দল। কুয়ালা লামপুরে গতকাল বৃষ্টিতে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৫৪ রান করতে পারে নেপাল। বাংলাদেশ তা টপকে যায় ৯.৫ ওভারে মাত্র এক উইকেট খুইয়েই। আগামীকাল একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারতই। এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। যাদের হারিয়ে বিজয়ের মাসের শুরুতেই টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল টাইগার যুবারা।
টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। নেপালের ভুলও অবশ্য কম ছিল না। প্রথম ছয় ওভারের মধ্যে তারা হারায় ৪ উইকেট। এর তিনটিই রান আউট। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন পূজা মাহাতো ও সাবিত্রি ধামি। দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ধামি করেন ১২ বলে ১১ রান। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম।
ছোট লক্ষ্যে দারুণ শুরু করেন ফাহমিদা, মোসাম্মত ঈভা। প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন ফাহমিদা। এক ওভার পর তিনি মারেন আরেকটি চার। পঞ্চম ওভারে ম্যাচের একমাত্র ছক্কা আসে ঈভার ব্যাট থেকে। অষ্টম ওভারে কুসুম গোদারের বলে বোল্ড হন ২১ বলে ১৮ রান করা ঈভা। ৪৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩ চারে ৩২ বলে ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার। সুমাইয়া আক্তার অপরাজিত থাকেন ৬ বলে ১০ রানে। বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ২৬ রানের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাহমিদা।
সুপার ফোরের দলগুলোর মধ্যে চার ম্যাচে ৩ জয় ও পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্টসহ মোট ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। বাংলাদেশ ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। অন্য দুই দলের মধ্যে নেপাল ৪ ও শ্রীলঙ্কার পয়েন্ট ৩।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং