রংপুরের প্রথম শিরোপা
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টি ফরমেটের দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। গতকাল সিলেটে একপেশে ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম বারেরমত চ্যাম্পিয়ন হলো আকবর আলীর দল। লিগ পর্বে সাত ম্যাচ খেলে অপরাজিত ছিল মেট্রো। কিন্তু শেষ দিকে এসে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরেছিল ঢাকা মেট্রো। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে লো স্কোরিং ম্যাচ ডিফেন্ড করে ফাইনালে ওঠে ঢাকার দলটি। কিন্তু ফাইনালে আর লড়াই করতে পারেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে রংপুরকে ৬৩ রানের লক্ষ্য দেয় মেট্রো। জবাবে খেলতে নেমে রংপুরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মেট্রোর মতো পাওয়ার প্লেতে তারা ৫ উইকেট না হারালেও পড়েছিল চারটি উইকেট। অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম রানের খাতা না খুলেই আউট হন। ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৯ ও আব্দুল্লাহ আল মামুন ২ রান করে দ্রুত আউট হন। ১৪ থেকে ১৮ রান করতেই প্রথম চার উইকেট হারায় রংপুর। তানভীর হায়দার ও আরিফুল হক মিলে ২৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু রাকিবুলের বলে আলিসকে ক্যাচ দিয়ে ১৪ রানে আরিফুল বিদায় নিলে এই জুটি ভাঙ্গে। এরপর বাকি পথটা অনায়াসেই পাড়ি দেন তানভীর ও আনামুল হক আনাম। দুইজনের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ১২তম ওভারে জিতে যায় রংপুর। তানভীর ৮ ও আনামুল ১৪ রানে অপরাজিত থাকেন। ঢাকা মেট্রো পেসার আবু হায়দার রনি রংপুর টপ অর্ডারের ওপর খানিক প্রভাব বিস্তার করেন। তাতে ইনিংসের অর্ধেকটা খোয়া গেলেও রংপুরের জয় ঠেকাতে পারেননি ঢাকা মেট্রোর বোলাররা। মেট্রোর বোলারদের মধ্যে আলিস সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ঢাকা মেট্রো। রংপুরের বোলারদের বোলিং তোপে পড়ে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে ঢাকা। দলের খাতায় ৪ রান যোগ করতেই ওপেনার ইমরানুজ্জামানকে হারায় তারা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার মোহাম্মদ নাইমকে সাজঘরে পাঠান আলাউদ্দিন বাবু। শুরুর এই ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি ঢাকা মেট্রো। মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর আগুনে বোলিংয়ে পাওয়ার প্লেতেই ১৬ রানে ৫ উইকেট হারায় তারা। ড্রেসিংরুম থেকে মাঠে আসা যাওয়ার মিছিলে মেট্রোর দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি খেলেন ১৩ রানের ইনিংস। অতিরিক্ত খাত থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ১১ রান। মেট্রো অধিনায়ক ও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ এদিন শূন্যতে আউট হয়েছেন। শেষ পর্যন্ত ১৬ ওভার ৩ বলে ৬২ রানে থামে ঢাকার ইনিংস। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মুগ্ধ ও আলাউদ্দিন। ১৯ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ বোলার হন আলাউদ্দিন বাবু।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো- ১৬.৩ ওভারে ৬২/১০ (শামসুর রহমান শুভ ১৪ এবং আবু হায়দার রনি ১৩, আলাউদ্দীন বাবু ৩/১২ এবং মুকিদুল ইসলাম মুগ্ধ ২/১২)।
রংপুর- ১১.২ ওভারে ৬৫/৫ (তানবীর হায়দার ১৪*,আরিফুল হক ১৪, এনামুল হক ১৪* এবং চৌধুরী রিজওয়ান ৯, আলিস আল ইসলাম ২/১৩, আবু হায়দার রনি ১/৮ এবং রাকিবুল ১/২৪)।
ফল: রংপুর বিভাগ ৫ উইকেটে জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা