ইয়াসিরকে ম্লান করে বরিশালের জয়ের নায়ক মাহমুদউল্লাহ
৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পিএম
ইয়াসির আলির বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহের পর বল হাতে শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ ও হাসান মুরাদ। মনে হচ্ছিল জয় দুর্বার রাজশাহীর নাগালেই। কিন্তু উইকেটে গিয়ে সব হিসাব পাল্টে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে ফাহিম আশরাফের টর্নেডো ইনিংসে দুর্দান্ত জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল ফরচুন বরিশাল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে সোমবার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।
১৯৮ রানের বিশাল বড় লক্ষ্যে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর উইকেটে যান মাহমুদউল্লাহ। শাহিন শাহ আফ্রিদি ১৭ বলে ৩ ছক্কায় ২৭ রানের ঝড় তুলে ফেরার পর ফাহিমকে নিয়ে বাকি কাজ সেরে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।
৫টি চার ও ৪ ছক্কায় ২৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে ম্যাচের নায়ক মাহমুদউল্লাহই। তবে ফাহিম ছিলেন আরও বিধ্বংসী। পাকিস্তানি অলরাউন্ডার স্রেফ ২১ বলে ৭টি ছক্কা ও ১ চারে ৫৪ রানে অপরাজিত থাকেন। তাদের তাণ্ডবেই ১১ বল হাতে রেখেই জয়ের উল্লাসে মাতে আসরের অন্যতম ফেভারিট বরিশাল।
লক্ষ্য তাড়ায় শুরুটা একদম ভালো হয়নি বরিশালের। জিশান আলমের করা ইনিংসের প্রথম বলেই তারা হারায় নাজমুল হোসেন শান্তকে। পরের ওভারে তামিম ইকবালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাসকিন। পাওয়ার প্লের মাঝে কাইল মেয়ার্সকেও হারায় দলটি। এবারও শিকারীর ভূমিকায় ছিলেন তাসকিন।
এরপর নিজের টানা দুই ওভারে মুশফিকুর রহিম (১১ বলে ১৩) ও তাওহিদ হৃদয়কে (২৩ বলে ৩২) সাজঘরে ফেরান হাসান মুরাদ। ৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে তখন খুব চাপে বরিশাল।
এরপর শাহিনের সঙ্গে ২৫ বলে ৫১ ও ফাহিমের সঙ্গে স্রেফ ৩৫ বলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মাহমুদউল্লাহ। সপ্তম উইকেটে বরিশালের রেকর্ড জুটি এটি।
অথচ দিনটা হতে পারত ইয়াসিরের। ৭ চার ও ৮ ছক্কায় তার ৪৭ বলে অপরাজিত ৯৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। অধিনায়ক এনামুল হক ৫১ বলে ৪টি চার ও ৫ ছক্কায় করেন ৬৫ রান।
টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ফরচুন বরিশাল। দ্বিতীয় ওভারেই হোঁচট খায় রাজশাহী। রানের খাতা খোলার আগেই বরিশালের ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার কাইল মেয়ার্সের বলে বোল্ড হন রাজশাহীর ওপেনার জিশান ইসলাম।
চতুর্থ ওভারে রাজশাহীর শিবিরে দ্বিতীয় আঘাতও হানেন মেয়ার্স। ১২ বলে ১৩ রান করা পাকিস্তানের মোহাম্মদ হারিসকে ফিরতি ক্যাচ বানান তিনি।
২৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন এনামুল ও ইয়াসির। বরিশালের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ১০ ওভারে দলের রান ৭৫এ নেন তারা। ১৪তম ওভারে ১শতে পৌঁছায় রাজশাহীর রান।
১৫তম ওভারের শুরুতে টি-টোয়েন্টিতে ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৪২ বল খেলা এনামুল। পরের ওভারে ছক্কা মেরে ৩৪ বলে টি-টোয়েন্টিতে ১১তম অর্ধশতক পান ইয়াসির। ঐ ওভারেই জুটিতে ১শ পূর্ণ হয়।
১৮তম ওভারে বরিশালের পাকিস্তানী পেসার ফাহিম আশরাফের বলে আউট হন এনামুল। ইয়াসিরের সাথে তৃতীয় উইকেটে ৮৭ বলে ১৪০ রানের জুটি গড়েন অধিনায়ক।
এনামুল ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন ইয়াসির। কিন্তু সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকে শেষ হয় রাজশাহীর ইনিংস।
নিজেদের পরের ম্যাচে বৃহস্পতিবার বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। একই দিন ঢাকা ক্যাপিটালের বিপক্ষে খেলবে রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৯৭/৩ (হারিস ১৩, জিসান ০, এনামুল ৬৫, ইয়াসির ৯৪*, বার্ল ৯*; আফ্রিদি ৪-০-৩৩-০, মেয়ার্স ৩-০-১৩-২, ফাহি, ৪-০-৪২-১, রিপন ৪-০-৫৫-০, তানভির ৪-০-৪৪-০, নাবি ১-০-৩-০)।
ফরচুন বরিশাল: ১৮.১ ওভারে ২০০/৬ (শান্ত ০, তামিম ৭, হৃদয় ৩২, মেয়ার্স ৬, মুশফিক ১৩, মাহমুদউল্লাহ ৫৬*, আফ্রিদি ২৭, ফাহিম ৫৪*; জিসান ১-০-৬-১, তাসকিন ৪-০-৩১-৩, মৃত্যুঞ্জয় ৩.১-০-৪৩-০, মুরাদ ৪-০-৪২-২, সামারাকুন ৪-০-৬৪-০, বার্ল ২-০-১৩-০)।
ফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মাহমুদউল্লাহ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভাঙচুরের মামলায় হরিরামপুরের আওয়ামী লীগ- যুবলীগের ১০ নেতা জেল হাজতে
মুক্তি পেলো বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটককৃত ৩১ ভারতীয় জেলে
নওগাঁয় জাতীয় সমাজসেবা দিবস পালিত
ডিএমপি'র যুগ্ম পুলিশ কমিশনার হলেন দৌলতখানের ছালেহ উদ্দিন
নাঙ্গলকোটে এক চাঁদাবাজ যুবককে অস্ত্রসহ জনতা আটক করে যৌথবাহিনীর হাতে সোপর্দ
গৌরনদীতে বাসচাপায় মোটর সাইকেল চালক নিহত
উখিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিত হবে : হাসনাত আব্দুল্লাহ
নাচোলে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে চোরাই পথে আসা ভারতীয় ছয়টি গরু আটক
কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার
পিএসসিতে আরও নতুন ৬ সদস্য নিয়োগ
ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ মাটি খেকোর উৎপাতে ঝুঁকিতে বৈধ ইজারাদার
সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থী
টরেন্টো কনসার্ট দিয়ে বছর শুরু করবেন টেইলর সুইফট
সিগারেট খাওয়া ক্ষতিকর, সরকার এগুলো নিষিদ্ধ করুক : শাহরুখ খান
সিরাজ সিকদার থেকে আবু সাইদ হত্যা একই সূত্রে গাথা - রাশেদ প্রধান
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল