প্রশংসায় ভাসছেন বাংলাদেশি আম্পায়ার
৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
‘খালি চোখে দেখে মনে হয়েছে, সে কিছু একটায় লাগিয়েছে’- কথাটি ভারতের অধিনায়ক রোহিত শর্মার। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হারের পর বলেছেন সংবাদ সম্মেলনে। বিষয়? যশস্বী জয়সোয়ালের আউটের সিদ্ধান্ত, যেটা দিয়েছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। রোহিত বোঝাতে চেয়েছেন, এমনিতে দেখে মনে হয় জয়সোয়ালের ব্যাট কিংবা গøাভস ‘কিছু একটা’য় লেগেছিল। সেই কিছু একটা যে বল, তা তো বোঝাই যায়।
সংবাদ সম্মেলনে রোহিত যে অবধারিতভাবেই জয়সোয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের সন্মুখীন হবেন, সেটা মোটামুটি সবারই জানা ছিল। অস্ট্রেলিয়ার জয়ের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ৮৪ রানে ব্যাট করা জয়সোয়াল। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের করা ৭১তম ওভারের পঞ্চম বলে আউট হন জয়সোয়াল। জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪০ রানে সেটি ভারতের সপ্তম উইকেটের পতন। এরপর মাত্র ১৫ রানে বাকি ৩টি উইকেট হারিয়ে অলআউট হয় ভারত।
জয়সোয়ালের আউটের সময় দিনের খেলার ২১.২ ওভার বাকি ছিল। কামিন্সের বাউন্সারে হুক করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। মাঠের আম্পায়ার জোয়েল উইলসন কামিন্সদের আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেওয়া হয়। সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে। বল জয়সোয়ালের ব্যাট ও গøাভস পেরিয়ে যাওয়ার সময় রিয়েল টাইম স্নিকো প্রযুক্তিতে কোনো রেখা দেখা যায়নি। ফ্লাট লাইন ছিল। কিন্তু ভিডিও রিপ্লেতে জয়সোয়ালের ব্যাটের কানা ও গøাভসে লেগে বলের গতিপথ পরিবর্তিত হতে দেখা গেছে। শরফুদ্দৌলাও সে সময় বলেছেন এ কথা। চোখে যেটা তিনি দেখেছেন (বলের গতিপথ পাল্টানো), সে অনুযায়ীই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে জয়সোয়ালকে আউট ঘোষণা করেন শরফুদ্দৌলা। সিদ্ধান্তটি জয়সোয়াল মেনে নিতে পারেননি। আম্পায়ারদের সঙ্গে মাঠেই তর্কে জড়ান এবং তারপর মাঠ ছাড়েন।
সংবাদ সম্মেলনে রোহিত এই আউট নিয়ে বলেছেন, ‘আমি জানি না এ নিয়ে কী বলব। কারণ, প্রযুক্তিতে কিছু দেখা যায়নি। কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছে, সে (জয়সোয়াল) কিছু একটাতে (ব্যাট) লাগিয়েছে। আম্পায়াররা প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে চান, তা আমি জানি না। তবে ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি, আমার মনে হয়, সে বলটা ছুঁয়েছে...।’ রোহিত এরপর আরও বলেন, ‘আমরা জানি, প্রযুক্তি শতভাগ সঠিক নয়। বেশির ভাগ সময় আমরাই এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি...এখানে আমরা দুর্ভাগা।’
রেকর্ড পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া সাবেক আম্পায়ার সাইমন টফেল শরফুদ্দৌলার সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেন। এই অস্ট্রেলিয়ান চ্যানেল সেভেনকে বলেছেন, বলের গতিপথের বিচ্যুতিটাই ‘চ‚ড়ান্ত প্রমাণ’। শরফুদ্দৌলা নিজের আইনি সীমানার ভেতর থেকে সঠিক সিদ্ধান্তই দিয়েছেন বলে মনে করেন টফেল, ‘আমার মতে, ওটা আউট। তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন...আম্পায়ার যখন ব্যাট থেকে (বলের) পরিষ্কার বিচ্যুতি দেখেছেন, তখন আর এগোনো কিংবা বিষয়টি প্রমাণে কোনো প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। (বলের) পরিষ্কার বিচ্যুতিটাই চ‚ড়ান্ত প্রমাণ।’
টফেল এরপর আরও বলেছেন, ‘এ ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের কাছ থেকে আমরা যেটা দেখলাম, তারা দ্বিতীয় পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করেছেন। যে কারণে বিচ্যুতির পক্ষে একই চ‚ড়ান্ত প্রমাণ অডিওতে বোঝা যায়নি। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার পরিষ্কার বিচ্যুতির পক্ষে থেকে সঠিক কাজটাই করেছেন এবং মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টেছেন। তাই আমার মতে, সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’ স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি স¤প্রচারে ধারাভাষ্যকার মার্ক নিকোলাস ও সঞ্জয় মাঞ্জরেকার শরফুদ্দৌলার সিদ্ধান্তকে ‘সাহসী’ বলে মন্তব্য করেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে রাশিয়ার প্রতিশোধের হুঁশিয়ারি
ঢাকায় কমেছে শীতের তীব্রতা, পৌষে কাবু উত্তরাঞ্চল
অস্ট্রিয়ার চ্যান্সেলর নেহামার পদত্যাগের ঘোষণা , রাজনৈতিক অস্থিরতা চরমে
দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে
কুমিল্লায় সরকারী অফিসে সিটিজেন চার্টার না থাকায় নাগরিক সেবা ব্যাহত
সরকার পরিবর্তনের সাথে পাঠ্যবইয়ের ইতিহাস কেন বদলায়?
এবার নড়াইলে কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
আজও দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, সতর্ক থাকার পরামর্শ
সাদপন্থি শীর্ষ নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, শিবিরকে ঘিরে বিবাদের আভাস
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি
সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি, নতুন ভাসমান চৌকি স্থাপন
ঘনকুয়াশায় বন্ধ আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস
বাইডেনের স্ত্রীকে ‘সবচেয়ে দামি’ উপহার দিলেন মোদি
বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে
বাংলাদেশে বিনিয়োগ করতে ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান লুৎফে সিদ্দিকীর
বগুড়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রদীপ কুমার গ্রেফতার
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান