খুলনাকে প্রথম হারের স্বাদ দিলো রাজশাহী
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে প্রথম হারের স্বাদ দিলো দুর্বার রাজশাহী। আগের টানা দুই ম্যাচে হারলেও খুলনাকে হারিয়ে জয়ে ফিরলো তারা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ২৮ রানে হারায় খুলনাকে। আগে ব্যাট করে ইয়াসির আলি, রায়ান বার্ল ও আকবর আলির মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারের ৫ উইকেটে ১৭৮ রান করে দুর্বার রাজশাহী। জবাবে পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার সোহাগ গাজী ও রায়ান বার্লের বিধ্বংসি বোলিংয়ে ১৯.৩ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যায় খুলনা টাইগার্স।
টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না রাজশাহীর। গতিশীল ইনিংস না হলেও রানের একটি ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। তবে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে দলীয় ৪৪ রানে আউট হন হারিস। নাসুম আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ২৭ রান করেন তিনি। তার ২৭ বলের ইনিংসে ৪ বাউন্ডারি ও ১টি ছক্কার মার ছিল। এ ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় (৮ বলে ৭ রান)। অষ্টম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৫৪ রানে নাসুম আহমেদের শিকার হয়ে ফেরেন তিনি। নবম ওভারের পঞ্চম বলে দলীয় ৬১ রানে আউট হন এসএম মেহরব। ৭ বলে ৫ রান করে তিনি মিরাজের বলে বোল্ড হলে রাজশাহীর তৃতীয় উইকেটের পতন হয়। পরের ওভারেই দলীয় ৬৭ রানে ড্রেসিংরুমের পথ ধরেন জিশান আলম। মোহাম্মদ নেওয়াজের শিকার হয়ে ফেরার আগে তিনি ২২ বলে ৩ চারের মারে করেন ২৩ রান করেন। পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি গড়েন ইয়াসির আলী রাব্বি ও রায়ান বার্ল। এতেই লড়াকু সংগ্রহের দিকে যায় রাজশাহী। ফিফটি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয় ইয়াসির আলীকে। আবু হায়দার রনির করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন তিনি। দলীয় ১৫৫ রানে আউট হওয়ার আগে ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন ইয়াসির। এরপর উইকেটে এসেই ঝড় তোলেন আকবর আলী। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রানের ক্যামিও উপহার দেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক। বার্ল ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকলে চ্যালেঞ্জিং পুঁজিই পায় রাজশাহী। খুলনার নাসুম আহমেদ ২০ রানে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। জিশান আলমের অফস্পিনে উইলিয়াম বসিস্তু (৫ বলে ৬) একবার এলবিডব্লিউ আবেদন থেকে বেঁচে গেলেও ঠিকই ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ওভারেই। তাসকিন আহমেদের শিকার হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ করেন ৭ বলে মাত্র ১ রান। ২৬ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন নাইম শেখ আর আফিফ হোসেন। কিন্তু দু’জনই রানের লক্ষ্য বাদ দিয়ে বল নষ্ট করতে থাকেন। ২৮ বল খেলে ২৪ রান করে আউট হন নাইম। আফিফ ৩৩ করতে খরচ করেন ৩০ বল। তখনই আসলে লড়াই থেকে ছিটকে পড়ে খুলনা। মাহিদুল ইসলাম অঙ্কন সেই চাপ সরাতে হাত খুলে খেলতে শুরু করেন। কিন্তু তার ইনিংসটি থামে ১১ বলে ২ ছক্কায় ১৮ রানে। এরপর ইমরুল কাযেস ৬ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রানের ক্যামিও উপহার দেন। তবে ছোট ছোট এসব ইনিংসে দলের জয়ের কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। শেষ পর্যন্ত ইনিংসের তিন বল বাকি থাকতেই অলআউট হয়ে য্য়া খুলনা। রাজশাহীর তাসকিন আহমেদ ৩০, সোহাগ গাজী ২৭ আর রায়ান বার্ল ১৩ রান খরচায় শিকার করেন ২টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান রাজশাহীর রায়ান বার্ল। ম্যাচ জিতলেও পাঁচ খেলায় দুই জয় ও তিন হারে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে দুর্বার রাজশাহী। অন্যদিকে তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে খুলনা টাইগার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপদেষ্টা ড.আসিফ নজরুল
সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আজও দূষণের শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’
চীনে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু
ইসলামী আদর্শে ইসরায়েলি বন্দিদের প্রতি মানবিক আচরণ: আল-কাসাম কমান্ডার
বরগুনায় গভীররাতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত
গোয়েন্দা পরিচয়ে চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, আটক ১১
ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার পর পুনরায় পৌনে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে
মার্কিন ভিসা জটিলতা, ভারতীয়দের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদন্ড
ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রদল নেতার মৃত্যু
ভারতে এক দিনের জন্য ১০ সংসদ সদস্য সাসপেন্ড
কোরআন অবমাননায় এই প্রথম মামলা হলো ডেনমার্কে
খেলাধুলা ছাত্র ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখে: জসিম উদ্দিন
এবার ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস
বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পুনরায় চালু
সুইজারল্যান্ডে চার দিনের সফরে ৪৭টি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
ভালুকার প্রবীণ সাংবাদিক হাদিস আর নেই
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশু : ইউনিসেফ