সাগরিকায় লিটনকে দুয়ো!
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে গত ১৬ জানুয়ারির ঘটনা। ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন লিটন কুমার দাস। হঠাৎ করে বেশ কিছু দর্শক তাঁকে উদ্দেশ্য করে ‘লিটন ভুয়া ভুয়া’ সেøাগান দিতে থাকে। এক-দুবার নয়, বেশ লম্বা সময় ধরে লাগাতারভাবে। এমন সেøাগান শুনে হতবাক লিটন সেসব দর্শকের দিকে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। কোনো প্রতিক্রিয়া দেখাননি। দর্শক ‘অসম্মান’ করলে একজন ক্রিকেটারের কীই-বা করার থাকে। লিটন তাই দাঁড়িয়ে ছিলেন নির্বিকার চেহারায়। লিটনের তাকানোতে অবশ্য ক্রোধ ছিল না, অসহায়ত্বই ফুটে উঠেছিল যেন! তার দল ঢাকা ক্যাপিটালস অবশ্য চুপ থাকেনি। দুঃসময়ে লিটনের পাশে দাঁড়িয়েছে। লিটনও যে কারণে দলের প্রতি কৃতজ্ঞ। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও।
এমনিতে সময়টা লিটনের খারাপ যাচ্ছে। বিপিএলে সম্প্রতি রানে ফিরলেও চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন, এ তো বড় ধাক্কা লিটনের জন্য। এমন খারাপ সময়ে দর্শকের সমর্থনই আশা করেন সবাই। কিন্তু সেটা তো পানই-নি, উল্টো কানের কাছে দুয়ো শুনেই হয়তো লিটন অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। টেলিভিশন ক্যামেরায় এই ঘটনা দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেই পোস্ট করায় সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
লিটনকে গ্যালারি থেকে দুয়ো দেওয়ার ঘটনাটি ভালোভাবে নেয়নি তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। দলটি নিজেদের অফিশিয়াল পেজে লিটনের পাশে দাঁড়িয়ে লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধাবিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’ এই বার্তা মন ছুঁয়েছে লিটনের। কৃতজ্ঞতা জানিয়ে নিজের পেজে লিটন লিখেছেন, ‘ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে এমন দারুণ প্রতিক্রিয়া আমার মন ছুঁয়েছে। সবাইকে ধন্যবাদ, যাঁরা আমাকে ও অন্য খেলোয়াড়দের ভালো-মন্দে সমর্থন করেন। আপনাদের বিশ্বাসই আমাদের পৃথিবী।’
বেশ কিছুদিন ধরে ওয়ানডেতে রান না পাওয়া (সর্বশেষ ১৪ ওয়ানডেতে ফিফটি নেই) লিটন সম্প্রতি বিপিএলে রানে ফিরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রানের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেন ১২৫* রানের ইনিংস। এই পরিস্থিতিতে লিটনকে দর্শকের দুয়ো দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা, আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ! আমরা সেই লিটন দাসকেই মনে রাখি, সমর্থন করি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ