উইন্ডিজকে হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান
২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে শনিবার থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে পাকিস্তান। প্রথম টেস্ট তিন দিনে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
প্রথম টেস্টেও মত দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়ে ঘায়েল করার পরিকল্পনা পাকিস্তানের। এদিকে সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ। মুলতানে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
ত্রয়ী স্পিনারের অসাধারণ বোলিং নৈপুণ্যে মুলতানে সিরিজের প্রথম টেস্টে ১২৭ রানে জয় পেয়েছিলো পাকিস্তান। সাজিদ খান ৯টি, নোমান আলী ৬টি এবং আবরার আহমেদ ৫ উইকেট নিয়েছিলেন।
বল হাতে আলো ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকানও। প্রথম ইনিংসে ৬৯ রানে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিংয়েও দলের হার এড়াতে পারেননি ওয়ারিকান।
প্রথম টেস্টে পতন হওয়া ৪০ উইকেটের মধ্যে ৩৪টিই শিকার করেছেন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।
প্রথমটির মত দ্বিতীয় টেস্টও ঘাসবিহীন উইকেটে অনুষ্ঠিত হবে। তাই স্পিনাররা সুবিধা নাও পেতে পারেন। তারপরও ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়ে কুপোকাত করতে বদ্ধপরিকর পাকিস্তান। দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান প্রধান কোচ আকিব জাভেদ বলেছেন, ‘স্পিনে ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা আছে। আমরা এটিকে কাজে লাগিয়েছি এবং আবার এটি করবো।’
পাকিস্তানের কৌশল নিয়ে কোন দ্বিধা নেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের। তিনি বলেন, ‘ঘরের মাঠে খেলছে পাকিস্তান। যদি তারা মনে করে স্পিন উইকেটই তাদের প্রধান শক্তি, তাহলে এটি ঠিক আছে। আমি এমন পিচেও খেলেছি যেগুলো প্রথম দিন থেকে ঘুড়তে শুরু করেছে। কিন্তু এমন নয় প্রথম দিন থেকেই উইকেটে ফাটল ধরেছে।’
ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস। প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তার জায়গায় দলে সুযোগ পাবেন অভিজ্ঞ কেমার রোচ। পাকিস্তান একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই।
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ভালো করতে পারেনি। দুই ইনিংসে যথাক্রমে ১৩৭ ও ১২৩ রান করেছিলো ক্যারিবীয়রা। একমাত্র অলিক অ্যাথানাজেই হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। তাই ব্যাটারদের কাছ আরও ভালো পারফরমেন্স প্রত্যাশা করছেন ব্র্যাথওয়েট। তিনি বলেন, ‘শেষ ম্যাচে ব্যাট করা কঠিন ছিল। আমি বলবো প্রথম বল থেকে পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে এবং তৃতীয় বা চতুর্থ বলের কথা ভাবতে হবে না।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তান অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ নবম ও শেষস্থানে আছে। দ্বিতীয় টেস্ট জিতলে বাংলাদেশকে সরিয়ে সপ্তমস্থানে উঠবে পাকিস্তান।
এর আগে মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হারের পর দলে বড়সড় পরিবর্তন আনে পাকিস্তান।
অফ-ফর্মের কারণে দলে সেরা ব্যাটার বাবর আজমকে বাদ দেওয়া এবং দুই সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহকে বিশ্রাম দেয় আকিবের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
রাওয়ালপিন্ডির স্পিন-বান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান।
আকিব বলেন, ‘আমরা যদি এই সিদ্ধান্তগুলো আগে নিতাম, তাহলে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকতাম।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
পেঁয়াজ চাষিদের মাথায় হাত