চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ‘স্মিথ কিংবা হেড’
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম

প্রত্যাশিত সময়ের মধ্যে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারছেন না প্যাট কামিন্স। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দলে তাই নাও দেখা যেতে পারে দলটির নিয়মিত অধিনায়ককে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন স্টিভেন স্মিথ কিংবা ট্রাফিস হেড।
এমনটিই জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি আরও বলেছেন, চোটে পড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিশ্বকাপজয়ী অধিনায়কের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
চোটের কারণে অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডে আগে থেকেই নেই মিচেল মার্শ। স্কোয়াডে থাকা পেসার জশ হেইজেলউডের সেরে ওঠা নিয়েও আছে শঙ্কা। এখন যোগ হলো কামিন্সকে না পাওয়ার ধাক্কা।
দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য চলতি শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কামিন্স। তবে ছুটি না পেলেও এই সিরিজে তার খেলা হতো না। আগে থেকেই বয়ে নিয়ে বেড়ানো অ্যাঙ্কেলের চোট প্রকাশ্য হয়েছে বোর্ডার-গাভাসকার সিরিজে বাড়তি বোলিং চাপ নেওয়ায়।
সেই চোটের কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা শঙ্কায় পড়ে গিয়েছিল আগেই। তার পরও তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছিল এই আশায় যে, হয়তো সেরে উঠবেন তবে এসইএন রেডিওকে কোচ ম্যাকডোনাল্ড বললেন, সেই আশা এখন শেষ।
“প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনও শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই প্রবলভাবেই কম। যেটির মানে, আমাদের একজন অধিনায়ক প্রয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকলপনা নিয়ে দেশে প্যাট কামিন্সের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমাদের, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের নামই এসেছে বিবেচনায়। নেতৃত্বের জন্য ওদের দুজনের দিকেই তাকাব আমরা।”
“তাদের দুজনের নাম আসলে অবধারিতভাবেই আসার কথা। স্টিভ এখানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। ক্যারিয়ারজুড়ে ওয়ানডেতে আগেও দারুণ কাজ করেছে সে। তাদের দুজনের মধ্যেই বেছে নেওয়া হবে।”
হেইজেলউডকে নিয়েও দুর্ভাবনার কথা জানালেন কোচ।
“প্যাটির (কামিন্স) খেলার সম্ভাবনা নেই বললেই চলে এবং তা খুবই হতাশাজনক। জশ হেইজেলউডের ব্যাপারটিও আছে, ফিট হয়ে উঠতে লড়ছে সে। আগামী দিন দুয়েকের মধ্যে মেডিকেল তথ্যগুলো আসবে, আমরা আরও ভালোভাবে বুঝতে পারব একং সবাইকে জানতে পারব যে, কোন পথে এগোচ্ছি।”
কামিন্স না থাকায় দলে ফিরতে পারেন শন অ্যাবট। আর হেইজেলউড না থাকলে আসতে পারেন স্পেন্সার জনসন। বাড়তি স্পিনারের পরিবল্পনা থাকলে তানভির স্যাঙ্ঘার নামও আসতে পারে।
মার্শের জায়গায় বদলি কারও নাম এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। সেখানে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন