নারী ফুটবলারদের বিদ্রোহ শৃঙ্খলাভঙ্গই বড় অপরাধ

তদন্ত শেষ, অপেক্ষা সভাপতির সিদ্ধান্তের

Daily Inqilab স্পোটর্স রিপোর্টার

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ইংলিশ প্রধান কোচ পিটার জেমস বাটলার ও টানা দুই সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ১৮ সিনিয়র খেলোয়াড়ের দ্বন্দ্বের তদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত পরশু রাতে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে। এখন অপেক্ষা সভাপতির সিদ্ধান্তের। তবে দেশের ক্রীড়াঙ্গনে বৃহস্পতিবারের সবচেয়ে বড় ঘটনা জাতীয় নারী ফুটবল দলের একুশে পদক প্রাপ্তির খবর। এদিন সন্ধ্যায় যখন এ খবর চাউর হয়, তখন তাবিথ আউয়ালের কাছে প্রতিবেদন জমা দেয়ার আশায় মতিঝিলস্থ বাফুফে ভবনে একট্টা হয়েছিলেন তদন্ত কমিটির সদস্যরা। কিন্তু দীর্ঘদিন পর লন্ডন থেকে ঢাকায় ফিরলেও বাফুফে সভাপতি ভবনে আসেননি। ফলে তদন্ত কমিটির সদস্যরা ঘন্টা দুয়েক সভা করে একটি প্রতিবেদন তাবিথ আউয়ালের দপ্তরে জমা দিয়ে চলে যান। ভবন ছাড়ার আগে তদন্ত কমিটির প্রধান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে যা বলেন, তাতে ইঙ্গিত মিলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকই সাবিনা খাতুনদের শৃঙ্খলাভঙ্গের বড় শাস্তির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে? ইমরুল হাসান বলেন,‘দেশকে অনেক সাফল্য এনে দিয়েছে মেয়েরা। একুশে পদক পেয়েছে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে তদন্তে তাদের (সাবিনাদের) শৃঙ্খলাভঙ্গকেই বড় করে দেখা হয়েছে। সেভাবেই আমরা সুপারিশ করে সভাপতির কাছে প্রতিবেদন জমা দিয়েছি।’

কোচ বাটলারকে অপসারণে একাট্টা জাতীয় নারী দলের ১৮ সিনিয়র ফুটবলার। অন্যদিকে বাটলারও সিনিয়র ফুটবলারদের বিরুদ্ধে অনঢ়। তার সিদ্ধান্ত, সাবিনারা থাকলে তিনি নারী দলের দায়িত্ব পালন করবে না। এমতাবস্থায় গত ৩১ জানুয়ারি সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বাফুফে। ছয় দিন কাজ করে পরশু রাতে চূড়ান্ত সভা শেষে সভাপতির কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এদিন দুপুর থেকে এই সভার জন্য অপেক্ষমান ছিলেন গণমাধ্যম কর্মীরা। সন্ধ্যা সোয়া ৭টায় বাফুফে ভবনে প্রবেশ করেন তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। প্রায় আড়াই ঘণ্টার সভা শেষে তিনি আরও বলেন, ‘নারী ফুটবলে একটা অচলাবস্থা চলছে। এই অচলাবস্থা নিরসনে আমরা কমিটির সবাই ১ ফেব্রুয়ারি থেকে কাজ করেছি। প্রায় প্রতিদিনই আমরা অধিক রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট পক্ষ সমূহের মতামত নিয়েছি। তাদের বক্তব্য শুনেছি। এই বক্তব্যের আলোকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। কিছু সুপারিশ করেছি। কিছু কারণ খুঁজে পেয়েছি। এই কারণগুলো প্রতিকারে কী করণীয়, তা উল্লেখ করে আমরা আমাদের প্রতিবেদন জমা দিয়েছি বাফুফে সভাপতির দপ্তরে।’ সমাধান কী হতে পারে? উত্তরে বাফুফে সভাপতির কোর্টেই সিদ্ধান্তের বল ঠেলে দেন তদন্ত কমিটির প্রধান,‘প্রতিবেদন জমা দিয়েছি। উনি (তাবিথ আউয়াল) পড়ে দেখবেন। যদি মনে করেন, তিনি সিদ্ধান্ত দেবেন, সেটা ওনার বিষয়। আর যদি তিনি মনে করেন, বাফুফের নির্বাহী সভায় আলোচনার বিষয়, তাহলে তাই হবে।’

ইমরুল হাসান আরও বলেন,‘সাফল্যের জন্য মেয়েদের কাছে আমরা যেমন কৃতজ্ঞ, তেমনি তাদের শৃঙ্খলাভঙ্গটাও বড় করে দেখা হয়েছে। সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাবক হিসেবে কাজ করবে না, শৃঙ্খলা না থাকলে। এছাড়া মেয়েদের ঘটনায় বাফুফের নারী উইংয়ের করণীয় কী ছিল? প্রতিবেদনে সেই সম্পর্কে আমরা আলোকপাত করেছি।’ তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দুই শিরোপা জয়ের সাফল্য ও একুশে পদক পাওয়ার পর স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো শাস্তি দেওয়া হচ্ছে না সাবিনাদের। তবে তাদেরকে শোকজ করা এবং কঠিন ভাষায় সতর্ক করে দেওয়া হবে। যাতে ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আরামবাগের টানা দ্বিতীয় জয়
টিভিতে দেখুন
গাজীর টানা তৃতীয় জয়, জিতেছে অগ্রণী ব্যাংক ও গুলশান
পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ
রিয়ালের ড্রামাটিক এন্ট্রি
আরও
X

আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন