ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

ব্যাটার-বোলারদের নৈপুন্যে প্রথম ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে রোববার দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে টিম ইন্ডিয়া। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজে সাফল্যের জন্য মরিয়া দু’দল। কটকে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।
দলের সেরা ব্যাটার বিরাট কোহলিকে ছাড়াই নাগপুরে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলো ভারত। হাঁটুর ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি কোহলি। তারপরও প্রথম ম্যাচে জয় পেতে কষ্ট হয়নি ভারতের। ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করে টিম ইন্ডিয়া।
প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে ২৪৮ রানে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। পেসার হর্ষিত রানা ও স্পিনার রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন।
জবাবে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ২৪৯ রানের টার্গেট স্পর্শ করে ভারত। ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন শুভমান গিল। এছাড়া শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল ৫২ রান করেন। এ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রান করেন তিনি।
দ্বিতীয় ম্যাচে কোহলিকে পাওয়া যাবে জানিয়েছেন গিল। প্রথম ম্যাচ শেষে গিল বলেন, ‘কোহলির চোট খুব গুরুতর নয়। অনুশীলনে তাকে দেখে ভাল লেগেছে। দ্বিতীয় ম্যাচে তাকে নিশ্চয়ই পাওয়া যাবে।’
প্রথম ম্যাচে নিজের ব্যাটিং নিয়ে গিল বলেন, ‘আমি কখনও শতরানের কথা ভাবিনি। আমি বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে চেয়েছিলাম। সফল হয়েছি। তবে ম্যাচ শেষ করে আসা উচিত ছিলো আমার।’
দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হলে ম্যাচের ফল অন্যরকম হতো। কিন্তু আমরা বড় সংগ্রহ পায়নি। ভারতের বিপক্ষে ম্যাচ জিততে হলে ব্যাটারদের বড় ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। আশা করি দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারবে।’
এখন পর্যন্ত ১০৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ৫৯ ম্যাচে এবং ইংলিশদের জয় ৪৪ ম্যাচে। ২টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন