সতীর্থদের স্মৃতির ভেলায় মাহমুদউল্লাহ
১৩ মার্চ ২০২৫, ০১:৩১ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০১:৩১ পিএম

মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ঘোষণায় আবেগময় প্রতিক্রিয়া জানিয়েছেন তার বিভিন্ন সময়ের সতীর্থরা। স্মৃতির ঢালি মেলে ধরে একসময়ের প্রিয় সতীর্থকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজসহ আরও অনেকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর প্রবল সমালোচনা শুরু হয় বাংলাদেশ দলকে নিয়ে। দলের সিনিয়র সদস্য হওয়ায় এর উত্তাপ সবচেয়ে বেশি এসে লাগে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর উপর। সেউ উত্তাপের মাঝেই প্রথমে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেন মুশফিক। একই সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহও।
৩৯ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘ দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১০ ম্যাচ খেলেছেন মাশরাফির নেতৃত্বে। সতীর্থ থেকে বন্ধু হয়ে যাওয়া মাশরাফি স্মৃতিচারণ করলেন আবেগময় ভাষায়। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহর ভূমিকা মনে করিয়ে দিলেন দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক।
“দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে।”
“আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি। মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়!”
স্মৃতিচারণ করতে গিয়ে ওয়ানডে ক্যারিয়ারে মাহমুদউল্লাহর অবদান তুলে ধরেন মাশরাফি।
“অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।”
“ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।”
দীর্ঘদিন লাইমলাইটের বাইরে থাকা সাকিব আল হাসান সরব হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় সতীর্থের বিদায়ে।
“রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, সহনশীলতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী।”
দীর্ঘ দিন মাঠের মাঠের বাইরে থাকা এবং অনেক নাটকীয়তার পর অবশেষে গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। দেশের জার্সি গায়ে আর নামতে না পারার বেদনা ভালোভাবেই বোঝেন অভিজ্ঞ ওপেনার। লম্বা পথচলায় জাতীয় দলে অবদান রাখায় মাহমুদউল্লাহকে ধন্যবাদ জানান তিনি।
“বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন, রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠের ভেতরে ও বাইরে আমাদের অনেকের জন্য অনুপ্রেরণা। আমরা যে ড্রেসিং রুমে কাটানো স্মৃতিগুলো সবসময় মনে রাখব।”
“দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীর দিনগুলোর জন্য শুভকামনা…।”
কিছুদিন আগে মুশফিকের বিদায়ে আবেগঘন বিদায়ী বার্তা দেওয়া মাহমুদউল্লাহ এবার বিপরীত প্রান্তে। সতীর্থ, বন্ধু ছাড়িয়ে পারিবারিক সম্পর্কে জড়িয়ে গেছেন মুশফিক-মাহমুদউল্লাহ। বিদায় বেলায় প্রাপ্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানালেন কিপার-ব্যাটার।
“আপনার সঙ্গে এত বছর একসঙ্গে মাঠে খেলা সত্যিই বিশাল সম্মানের ব্যাপার ছিল। আপনার দিক নির্দেশনা ও একসঙ্গে গড়া অসংখ্য স্মৃতির জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি দেশের জন্য যা কিছু অর্জন করেছেন, তা নিয়ে আমি অসম্ভব গর্বিত। মাশাল্লাহ, আপনার প্রাপ্য এই অবসর উপভোগ করুন, রিয়াদ ভাই।”
প্রায় ১৮ বছরের ক্যারিয়ারের শেষ ম্যাচটা মাহমুদউল্লাহ খেলেছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। প্রেরণার বাতিঘর উল্লেখ করে অভিজ্ঞ ক্রিকেটারকে সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানান শান্ত।
“(মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই, বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটে আপনার সকল অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ। ড্রেসিং রুমে আপনাকে খুব মিস করব। মাঠের ভেতরে ও বাইরে সবসময় আপনার কাজগুলো থেকে অনুপ্রেরণা নেব। আপনি আমাদের অনেককে অনুপ্রাণিত করেছেন এবং এটি অনেক দিন ধরে অব্যাহত থাকবে… আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা…”
তাসকিন আহমেদের মতে, একটি প্রজন্মের অনুপ্রেরণার নাম মাহমুদউল্লাহ।
“বাংলাদেশ ক্রিকেটের এক সত্যিকারের কিংবদন্তি বিদায় নিলেন। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, আপনার সঙ্গে মাঠে খেলা সত্যিই এক বিশাল সম্মানের বিষয় ছিল। আপনার ধীরস্থির উপস্থিতি, ম্যাচ জেতানো পারফরম্যান্স এবং নেতৃত্ব চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। আমিসহ আমাদের পুরো এক প্রজন্মকে আপনি অনুপ্রাণিত করেছেন।”
“জীবনের নতুন অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা। অবসরের শুভেচ্ছা, রিয়াদ ভাই!”
ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির সময় মাঠের অন্য প্রান্তে মাহমুদউল্লাহকে পেয়েছিলেন মিরাজ। সেই দিনে ফিরে গেলেন এই অলরাউন্ডার।
“প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, একজন বড় ভাই ও সতীর্থ হিসেবে যে কোনো প্রয়োজনে, যে কোনো মুহূর্তে আপনাকে পাশে পেয়েছি। শৈশবে টিভিতে আপনাকে দেখে বড় হওয়া, ক্রিকেটার পরিচয়ে আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা, ড্রেসিং রুম কিংবা ক্রিজে থেকে আপনার নানা অসাধারণ স্মৃতির অংশ হওয়া, গুরুত্বপূর্ণ সময়ে জুটি গড়ে আমার প্রথম ওয়ানডে সেঞ্চুরির সময় আপনার সহযোগিতা পাওয়া- সবকিছুই আমার ব্যক্তিজীবনের অসাধারণ স্মরণীয় নানা ঘটনা।”
“বাংলাদেশ ক্রিকেটে আপনার অসামান্য অবদান ও দুর্দান্ত সব স্মৃতির জন্য দেশের প্রতিটি ক্রিকেট সমর্থকের মতো আপনার প্রতি আমিও কৃতজ্ঞ। আপনার অবসর পরবর্তী ইনিংসের জন্য শুভকামনা...।”
মাহমুদউল্লাহর সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন লিটন কুমার দাস।
“মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, আপনি বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনার নেতৃত্বে খেলতে পারা এবং একই ড্রেসিং রুম ভাগ করে নেওয়া আমার জন্য এবং নিশ্চয়ই আমাদের অনেকের জন্য, সৌভাগ্যের বিষয়। আপনার অবসর-পরবর্তী জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা।”
মাহমুদউল্লাহর জন্য শুভেচ্ছাবার্তায় নিজের টেস্ট অভিষেকে ফিরে গেলেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
“ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। আপনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। একসঙ্গে অভিষেক হয়েছিল আমাদের টেস্ট ক্রিকেটে। আপনার পরবর্তী দিনগুলোর জন্য শুভকামনা ও ভালোবাসা।”
মাহমুদউল্লাহর প্রতি নিজের সম্মান ও ভালোবাসার জানান দেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।
“তাড়না, নিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের একটি ভ্রমণ। প্রতিটি রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ, কিংবদন্তি।”
শৈশবে সমর্থক হিসেবে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে যে হৃদয়ের খোরাক মিটত, সেই মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন তাওহিদ হৃদয়।
“ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিল 'পেইন-কিলার।' এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি।”
“আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন্য শুভকামনা!”
শৈশবের প্রেরণা থেকে জাতীয় দলের সতীর্থ হিসেবে মাহমুদউল্লাহকে পেয়েছেন তানজিদ হাসানও। সব কিছুর জন্য অগ্রজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই ওপেনার।
“বাংলাদেশ ক্রিকেটে আপনার অসাধারণ প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। শৈশবে ক্রিকেটে দেখা আপনার অসাধারণ সব মুহূর্তই আমার বর্তমানে ক্রিকেটার পরিচয়ের পেছনের অন্যতম অনুপ্রেরণা।”
“পরামর্শ দিয়ে পাশে থাকা, ছোটভাইয়ের মতো সবসময় আমাকে আগলে রাখা, আদর, যত্ন- সবকিছুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার পরবর্তী অধ্যায় হোক আরও দুর্দান্ত...”
তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের মতে, মাহমুদউল্লাহর বিদায় মানে একটি অধ্যায়ের সমাপ্তি।
“একটি যুগের অবসান! মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন। লাল-সবুজ জার্সিতে আপনার আবেগ, নিষ্ঠা ও স্মরণীয় মুহূর্তগুলোর জন্য অশেষ কৃতজ্ঞতা। সবসময়ই একজন সত্যিকারের কিংবদন্তি হয়ে থাকবেন আপনি।”
ছোট্ট বার্তায় শুভকামনা জানিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
“অবসরের শুভেচ্ছা মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। আপনাকে জাতীয় দলে অনেক মিস করব। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

স্বরাষ্ট্র সচিবের আকস্মিক থানা পরিদর্শনের পরই রামুতে ইয়াবা সহ পুলিশ সদস্য আটক

পুঠিয়ায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

বরিশালে ‘শেখ কামাল ও জয়’এর নামে গড়ে তোলা ‘স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’টি চালু হবে কবে ?

আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোক্তভোগীদের সেবায় যে সুবিধা শুরু করলো এসএমপি

ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ

দীর্ঘ এক দশক পর মালয়েশিয়ায় শি জিনপিংয়ের সফর, সম্পর্কের নতুন দিগন্ত

চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়?

শ্রীনগরে বিদেশী অস্ত্র উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প ১৪ এর অতি ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবারকে সরিয়ে নিতে নতুন শেড নির্মাণের উদ্যোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

শিল্পী মানবেন্দ্রের বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন: সংস্কৃতি উপদেষ্টা

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান করলো দুদক

নাসিরনগরে প্রায় ২০০ বছর ধরে চলছে ব্যতিক্রমী বৈশাখী শুঁটকি মেলা!

নতুন মামলায় গ্রেপ্তার মোজাম্মেল বাবু-ফারজানা রুপা ও শাকিল আহমেদ

ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামী র্যাবের হাতে গ্রেফতার

দাউদকান্দিতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

বাতিল হলো সিলেটেরও একটি ইকোনমি জোন