৬ হাজার কোটি টাকার ক্রিকেট লিগ আনছে সউদী আরব! ভারতের দাপট কমানোর উদ্যোগ
১৭ মার্চ ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:১০ এএম

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভারতের দাপট কমানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে সউদী আরব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) টক্কর দেওয়ার জন্যই গোপনে একটি নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা করছে সউদী আরব। যা কয়েক দশকের মধ্যে বিশ্ব ক্রীড়া জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে গতকাল বলা হয়, এই টি-টোয়েন্টি লিগটি এক বছরেরও বেশি সময় ধরে প্রক্রিয়াধীন। যার কারিগর মূলত সাবেক নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার অলরাউন্ডার নিল ম্যাক্সওয়েল। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সউদী আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস এই নামহীন টি-টোয়েন্টি লিগের প্রধান বিনিয়োগকারী। সেখানে তাদের ৫০০ মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৬৯ কোটি টাকার বেশি বিনিয়োগের কথা শোনা যাচ্ছে। একই সঙ্গে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যার বর্তমান চেয়ারম্যান ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ। মূলত এই নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ সউদী আরবের দ্রুত প্রসারমান ক্রীড়া বিনিয়োগের অংশ হতে যাচ্ছে। যাদের সাফল্যের মধ্যে লিভ গলফ, ফর্মুলা ১ রেস এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কীর্তি রয়েছে।
এখানে উল্লেখ্য, নিল ম্যাক্সওয়েল আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। প্রতিবেদন অনুযায়ী নতুন এই টি-টোয়েন্টি লিগে ৮টি দল থাকবে এবং তা টেনিসের গ্র্যান্ড সø্যামের মডেলের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। যা গ্র্যান্ড সøাম টুর্নামেন্টের মতো বছরে চারটি ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। টেনিসের গ্র্যান্ড সø্যাম টুর্নামেন্ট যথা অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেনও বছরে চারবার অনুষ্ঠিত হয়। নতুন এই টি-টোয়েন্টি লিগ নিয়েও একইভাবে পরিকল্পনা করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের ব্যস্ত সূচি মাথায় রেখে এই লিগটি এমন সময়ে অনুষ্ঠিত হবে, যাতে আন্তর্জাতিক বা বড় কোনো টি-টোয়েন্টি লিগের (যেমন আইপিএল বা বিগব্যাশ) সঙ্গে এর সূচি সাংঘর্ষিক না হয়। দলগুলোর বিষয়ে বলা হয়েছে, ভিন্ন ভিন্ন দেশ থেকে সম্ভাব্য হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজি দল লিগে অংশ নেবে। যেমন অস্ট্রেলিয়া থেকে থাকবে একটি। এছাড়া, লিগে পুরুষ ও নারী উভয় বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে সউদী আরবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কত হাজার কোটি টাকার মালিক শেখ সেলিম? জানা গেলো চাঞ্চল্যকর তথ্য!

ফরিদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ীকে গণপিটুনি

ঢাকায় হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তীব্র নিন্দা

নর্থ মেসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫৯, আটক ১০

ট্রেনে ঈদযাত্রা: ২৭ মার্চের টিকিট বিক্রি শুরু

কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু

নাটোরে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প

শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণের চেষ্টা

এবার ভারতীয় শিক্ষার্থীর ভিসা বাতিল করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

৫২ বছর পর ইসরাইলে সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রতিনিধি দল

শাকিব সম্পর্কে বলার ধৃষ্টতা নেই আমার—যিশু

কর্মবিরতিতেও চলছে মেট্রোরেল, ভ্রমণে লাগছে না টিকিট

ইসরাইলের বিমান বহরে নতুন এফ-৩৫ যুদ্ধবিমান যোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজে হুথিদের ফের ‘হামলা’

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রো স্ট্যান্ডের লোকজনদের হামলায় তিন ছাত্র প্রতিনিধি আহত