ডানেডিনে পাকিস্তানের ঘুরে দাঁড়ানের চ্যালেঞ্জ
১৭ মার্চ ২০২৫, ০৫:৩২ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৫:৩২ পিএম

কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ছাড়া খেলতে নেমে মুখ থুবড়ে পড়েছে প্রথম ম্যাচেই। পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিডের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা। অন্যদিকে, প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য সফরকারী পাকিস্তানের।
ডানেডিনে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম পর্ব থেকে ছিটকে যাবার দুঃস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে পাকিস্তান। দলের সেরা দুই খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে বাইরে রেখে নতুনভাবে শুরুর লক্ষ্যে নিউজিল্যান্ড সফরের জন্য দল সাজিয়েছিল তারা।
কিন্তু প্রথম ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে হারের লজ্জায় ডুবে পাকিস্তান। ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে ৯১ রানে অলআউট হয় পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান পাকিস্তানের।
দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান। তিনি বলেন, ‘ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচ হারতে হয়েছে আমাদের। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। ব্যাটাররা বড় রান এনে দিলেই বোলাররা লড়াই করার সুযোগ পাবে। আশা করি, দ্বিতীয় ম্যাচে ভালো করবে ব্যাটাররা।’
প্রথম ম্যাচের সাফল্য ধরে রেখে সিরিজে ডাবল লিড লক্ষ্য নিউজিল্যান্ডের। সিরিজে সমতা ফেরাতে পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলে মনে করেন কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা তিন বিভাগেই ভালো করেছি। বিশেষভাবে বোলাররা। প্রতিপক্ষকে ৯১ রানে অলআউট করে দেওয়ার জন্য তাদের প্রশংসা করতেই হয়। প্রথম ম্যাচে খারাপ করলেও দ্বিতীয় ম্যাচেই নিজেদের সেরা ফর্মে ফিরবে পাকিস্তান। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিড নেওয়া।’
এখন পর্যন্ত ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পাকিস্তানের জয় ২৩টিতে ও নিউজিল্যান্ড জিতেছে ২০টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।
নিউজিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট ও ইশ সোধি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইউএসএআইডি বন্ধ করে দেয়া ‘সম্ভবত অসাংবিধানিক’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চায় সউদী, নিন্দা রাশিয়ার

বিচার প্রক্রিয়ায় ধীরগতি

ঈদের ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: এক জনের দোষ স্বীকার, অপরজন কারাগারে

পরিবেশগত ছাড়পত্র না থাকলেই ইটভাটা অবৈধ

অস্ত্র মামলায় ১৭ বছরের দ- থেকে খালাস লুৎফুজ্জামান বাবর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-ইনুসহ সাত জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

তারেক রহমানসহ সব আসামির খালাস আদেশের বিরুদ্ধে আপিল

রাজধানির বিলাসি ব্র্যান্ডের আউটলেটে ভিড় বাড়ছে ক্রেতাদের

ধামরাইয়ে ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিল দুর্বৃত্তরা

রিমান্ড শেষে কারাগারে পলক, প্রতিমন্ত্রী এনাম ফের রিমান্ডে

হায়রানিমূলক ধর্ষণ মামলায় গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ইফায় ফ্যাসিস্টের সহচরদের পদোন্নতি দেয়ার পাঁয়তারা

নারীর প্রতি সহিংসতা ভয়াবহতায় রূপ নিয়েছে মহিলা পরিষদ

পাঁচ পণ্য নিয়ে ঢাকায় ‘জনতার বাজার’ উদ্বোধন

ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

ঈদ নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা

জাগপা’র নিবন্ধন ফেরত দিতে ইসিকে নির্দেশ