শান্তর সেঞ্চুরি, আবাহনীও জয়রথে
১৮ মার্চ ২০২৫, ০৫:৩২ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম

ব্যাট হাতে মিলিত প্রচেষ্ঠায় বড় সংগ্রহই পেয়েছিল লেজেন্ডস অব রূপগঞ্জ। তবে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সেই রান সহজেই টপকে গেল আবাহনী লিমিটেড। টানা পঞ্চম জয়ে পয়েন্ট তালিকাতেও তারা উঠে গেল শীর্ষে।
ঢাকা প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রূপগঞ্জকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। ২৯৩ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে পূরণ করে শান্তর নেতৃত্বাধীন দল। ১০৮ বলে ১২টি চার ও ২ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে জয়ের নায়কও তিনি।
তাদের মতো একই দিন ৬ ম্যাচে পঞ্চম জয়ের দেখা পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। তবে নেট রান রেটে পিছিয়ে দুইয়ে গাজী গ্রুপ। অন্যদিকে রূপগঞ্জের এটি টানা দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয় পরাজয়।
রান তাড়ায় দ্বিতীয় বলেই পারভেজ হোসেন ইমনকে হারায় আবাহনী। এরপর আরেক ওপেনার জিশান আলমকে নেয় ১০৭ রানের জুটি গড়েন শান্ত। ৪৬ বলে ৪৩ রান করে জিশান ফিরলেও মোহাম্মদ মিথুনকে (৩৭ বলে ৩৪) নিয়ে আরেকটি ফিফটি জুটি উপহার দেন অধিনায়ক। ৩৬তম ওভারের প্রথম বলে দলীয় ২০৬ রানে শান্ত আউট হন মেহেদি হাসানের বলে।
শান্ত ফিরলেও দলের জয় তখন নাগালে। মোসাদ্দেক হোসেনও পরপরই বিদায় নিলেও মাহফুজুর রাব্বিকে (২৫ বলে ৩১) নিয়ে জয় সঙ্গে করে মাঠ ছাড়েন মোমিনুল হক (৩২ বলে ৩৫)।
এর আগে বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে বল বেছে নিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি আবাহনী। বড় ইনিংস খেলতে না পারলেও ভালো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম (২০ বলে ২৪), সৌম্য সরকাররা (৩১ বলে ২৭)। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাইফ হাসান খেলেন ১০৩ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস।
মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৫৮ রান। ছোট কিন্তু কার্যকর ইনিংস আসে আফিফ হোসেন (২৫ বলে ২৬), জাকের আলি (৩৫ বলে অপরাজিত ৩৫) ও শেখ মেহেদী হাসানের ব্যাট থেকেও। দলও পায় লড়াইয়ের ভালো পুঁজি। কিন্তু শান্তর ব্যাট তাদের প্রচেষ্টা গুড়িয়ে দেয়।
১০ ওভারে ২টা মেডেনের পরও ৭১ রান দিয়েছেন নাহিদ রানা, পেয়েছেন ২ উইকেট। ৫৭ রানে ২টি নিযেছেন মোসাদ্দেকও।
সংক্ষিপ্ত স্কোর
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৯২/৬ (তানজিদ ২৪, সাইফ ৬৭, সৌম্য ২৭, জয় ৫৮, আফিফ ২৫, জাকের ৩৫*, আকবর ১২, মেহেদি ২৮*; নাহিদ ১০-২-৭১-২, মোসাদ্দেক ৯-০-৫৭-২, মেহেরব ৬-০-১৪-১, মৃত্যুঞ্জয় ৯-০-৬৫-০, রকিবুল ১০-১-৪৫-১, রাব্বি ৬-০-৩৭-০)
আবাহনী লিমিটেড: ৪৮.৪ ওভারে ২৯৩/৬ (জিসান ৪৩, পারভেজ ০, শান্ত ১০১, মিঠুন ৩৪, মোসাদ্দেক ১৯, মুমিনুল ৩৫*, মেহেরব ১৮, রাব্বি ৩১*; শরিফুল ৫-১-৩৭-২, তানজিম ৭-০-৩৭-০, তানভির ১০-০-৩৯-০, মেহেদি ১০-০-৫৩-২, সাইফ ১০-১-৫০-১, জয় ৩-০-৩১-০, আফিফ ৩.৪-০-২২-১)
ফল: আবাহনী লিমিটেড ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

গণঅধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি

শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলামের ১৬৩ ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ক্রয় কমিটিতে ৭ প্রস্তাব অনুমোদন

আদালত চলতো হাসিনার নির্দেশে, মামলার রায় আসতো গণভবন থেকে: নুর

সার্টিফিকেট ইস্যু না করায় রিট জুলাই-আগস্ট অভ্যুত্থানকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’

দোহারের কিশোরীকে ধর্ষণের পর হত্যা: আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ড

কক্সবাজার শহরে উচ্ছেদের মুখে আতঙ্কগ্রস্থ হাজারো নারী-পুরুষ ঘরবাড়ি ও জমি রক্ষায় মানববন্ধন

কর্পোরেট জবাবদিহিতা ও পরিবেশগত ন্যায়বিচারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে তীব্র নিন্দা বাংলাদেশের

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন প্রকাশ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪১৩

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

জ্বালানি সচিব-তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র!

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৪৯৪৫ টাকা

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবক নিহত-জড়িতদের বসতঘরে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা