তিন দিনেই ভারতকে ইনিংস হারের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকাতে ভারতের টেস্ট রেকর্ড এমনিতেই ভালো না। আফ্রিকার মাটিতে খেলা ২৩ টেস্টের ভারতের জয় মাত্র ৪টিতে,সিরিজ জেতা হয়নি কখনোই।তবে রোহিত,কোহলি,অশ্বিন ও বুমরাহদের মত বড় তারকাদের শেষ আফ্রিকা সফরে সেই ইতিহাস বদলানোর স্বপ্ন দেখছিল ভারতীয় সমর্থকরা। বিশ্বসেরা এ তারকাদের পাশাপাশি যে ভারতীয় দলে আরও ছিলেন কেএল রাহুল,শুভমান গিলের মতো প্রতিভাবানরা।
তবে সেই স্বপ্নই থেকে গেল ভারতের।জয় তো দূরের কথা,প্রোটিয়াদের বিপক্ষে প্রথম...