ইরানের গোল উৎসব

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৮ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৭:৫৬ এএম

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে দারুণ সূচনা করেছে ইরান। গতকাল বিকেলে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দেয় শক্তিশালী ইরান। ম্যাচের প্রথমার্ধে বিজয়ীরা ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল আদায় করে নেয় তারা। বিপরীতে ১ গোল হজম করে ইরান।
ইরানের হয়ে হ্যাটট্রিক করেন হাসতি। জোড়া গোল করেন অধিনায়ক জোলফি। এছাড়া একটি করে গোল করেন রাহিমিনিয়া ও জাফারি। তুর্কমেনিস্তানের পক্ষে একটি গোল শোধ দেন কামিলা। আগামীকাল তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন দলের মধ্যে সেরা দলই পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন