মিথ্যা তথ্য দেওয়ার দায়ে লা লীগা সভাপতিকে পদত্যাগের আহবান বার্সার
০৪ এপ্রিল ২০২৩, ০৩:৪৩ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৮ পিএম

স্প্যানিশ লীগ লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেভাসের বার্সেলোনার শীতল সম্পর্ক দীর্ঘদিনের। আর বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য কাতালান ক্লাবটির বিরুদ্ধে গেছে। তবে তেভাসের শেষের সাথে বার্সার সম্পর্কে সবচেয়ে বেশি অবনমন হয় ক্লাবটির বিরুদ্ধে আর্থিক ও নিয়মের অভিযোগ উঠার পর থেকে।
অর্থের বিনিময়ে বার্সেলোনার রেফারিদের প্রভাবিত করার অভিযোগ নিয়ে স্পেনের ফুটবলে তোলপাড় চলছে গত ফেব্রুয়ারি থেকে।স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগরেইরাকে বার্সেলোনার অর্থ দেওয়ার অভিযোগ তদন্ত করছে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস।
আর সেই তদন্ত চলাকালীন বার্সেলোনাকে নিয়ে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে। এই বিষয়ে তেবাসকে জনসম্মুখে ব্যাখ্যা দিতে বলেছে কাতালান ক্লাবটি। একই সঙ্গে তার পদত্যাগের দাবিও তুলেছে তারা।
স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভানগার্ডিয়া’ সোমবার খবর প্রকাশ করে, এই বিষয়ে প্রসিকিউটর অফিসে মিথ্যা তথ্য দিয়েছেন তেবাস। এরপর থেকে বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে পড়েন লা লীগা সভাপতি।
এক বিবৃতিতে তার এমন কর্মকাণ্ডের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বার্সেলোনা,''আমরা কখনই ভাবতে পারিনি যে, তিনি (তেবাস) আমাদের দোষারোপ করার জন্য মিথ্যা প্রমাণ উপস্থাপন করবেন।”
“আমরা চাই, লা লিগা সভাপতি জরুরিভাবে জনসম্মুখে ব্যাখ্যা দেবেন… লা লিগা সভাপতির মর্যাদা এবং সম্মানের কারণে তেবাসের তার পদ থেকে পদত্যাগ করা উচিত।”
১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ আছে।
গত ফেব্রুয়ারিতে শুরুতে খবর বের হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা।
নেগরেইরার কোম্পানির কর নিরীক্ষণের পর স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস ঘটনার তদন্ত করছে। প্রসিকিউটর অফিস গত মাসে বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার কথা জানায়। পরে কাতালান ক্লাবটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
ঘটনা খতিয়ে দেখতে এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি পরিদর্শক নিয়োগ দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফাও।
বার্সেলোনা অবশ্য শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছে। অর্থপ্রদানের ঘটনা প্রকাশের পরপর লা লিগার ক্লাবটি বিবৃতি দিয়ে বলেছিল, অতীতে তারা বাইরের একজন টেকনিক্যাল পরামর্শকের সেবা নিয়েছিল। কোনো অন্যায় সুবিধা নেওয়ার কথা তখনও উড়িয়ে দেয় তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত

গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

শঙ্কা নিয়েই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১৮, বিপর্যস্ত ঐতিহ্যবাহী স্থাপত্য

কাশিয়ানীতে ‘খেলনা দেওয়ার’ কথা বলে শিশুকে ধর্ষণ

একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ

মানবিক চিকিৎসক আবু সাফিয়াকে বিনা বিচারে আটক, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই ব্যাপক বিক্ষোভ ফিলিস্তিনিদের

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স

জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

ইসরাইলি সেনাদের হাতে অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতা অপহরণ

ঈদের পর হবে ইমরান-বুশরার মামলার শুনানি

মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার

ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণেই সিরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন