৬ মাস অপেক্ষায় বিসিবি, অথচ বাফুফে জানে না!
০৫ এপ্রিল ২০২৩, ১০:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ পিএম

নেপালের রাজধানী কাঠমান্ড থেকে গত বছরে সেপ্টেম্বরে সাফ শিরোপা জিতে ঘরে ফিরেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ শিরোপা জিতে ইতিহাস গড়ার পর সাবিনা খাতুনদের স্মরণীয় আয়োজনে দেশে বরণ করে নেওয়া হয়েছিল। সাফ শিরোপা নিয়ে ঢাকায় ফেরার পর তাদেরকে ছাদখোলা বাসে চড়িয়ে বিমানবন্দর থেকে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে আসা হয়। ওইদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) বেশ কিছু প্রতিষ্ঠান জাতীয় নারী দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা দেয়।
তবে বিসিবির ঘোষিত পুরস্কারের টাকা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিসিবি বলছে, গত বছরের সেপ্টেম্বরে মেয়েরা সাফ শিরোপা জিতে ঘরে ফেরার পরের মাসেই তারা ঘোষিত পুরস্কারের চেক তৈরি করে রেখেছিল। কিন্তু বাফুফের দায়িত্বশীল কেউই তাদের সঙ্গে যোগাযোগ করেননি। অন্যদিকে বাফুফের ভাষ্য, তারা জানে না যে বিসিবি চেক তৈরি করে রেখেছে! অথচ টাকার অভাবে মিয়ানমারে প্যারিস অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্বে খেলতে যেতে পারেনি সাফজয়ী বাংলাদেশ নারী দল। আর্থিক সংকটের কারণে আগেই মিয়ানমার সফর বাতিল করেছে বাফুফে। মেয়েদের মিয়ানমার সফর বাতিলের ব্যাখ্যা দিতে গত সোমবার সংবাদ সম্মেলন করেন বাফুফের সভাপতি কাজী মো.সালাউদ্দিন। এখানেই উঠে আসে লম্বা সময় পেরিয়ে গেলেও সাফজয়ী মেয়েদের অর্থ পুরস্কার না পাওয়ার বিষয়টি। বাফুফের সভাপতি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার পর মানিক (বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক) টাকা দিয়েছে। সালাম (বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী) পে অর্ডারও রেডি আছে। তবে বিসিবির খবর আমি জানি না। অনেকে টিভি পর্দায় বলেছে... তাদের বলছি ২৪ তারিখ দল যাবে সেখানে টাকা দেন।’ আগামী ২৪ এপ্রিল এশিয়ান কাপের বাছাই খেলতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। তার আগে সাফজয়ীদের পুরস্কারের টাকা প্রতিশ্রæতি দেওয়া ব্যক্তিদের কাছে চেয়ে রাখলেন সালাউদ্দিন। তবে বিসিবির আশা, ঈদুল ফিতরের আগেই মেয়েদের কাছে পুরস্কারের টাকা পৌঁছে দিতে পারবে।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখানেই নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিকরা বলেন, বিসিবির পক্ষ থেকে নাকি পুরস্কারের অর্থ প্রদানে গড়িমসি করা হচ্ছে- এমন গুঞ্জন রয়েছে। এনিয়ে পাপন বলেন, ‘মিথ্যা কথা। ওরা (বাফুফে) নেয় না। বারবার বলা হচ্ছে তো। সুজনের (সিইও) সঙ্গে কথা বলেন, বলতে পারবে। গত সেপ্টেম্বরে মেয়েরা দেশে ফেরার পর অক্টোবর মাসে চেক সই করা হয়েছে আমাদের, একদম নামে, নামে।’
বাফুফে বলছে, তাদের কাছে টাকা পাঠানো হয়নি। এই প্রশ্নে বিসিবি প্রাধানের স্পষ্ট বক্তব্য, ‘বাফুফেকে দেবো না তো। আমরা মেয়েদের হাতে টাকা তুলে দিতে চাই। কিন্তু ওরা নিতে আসে না। এই বিষয়ে ভালো বলতে পারবেন আমাদের সিইও। কদিন আগেও ওদের ফোন দেওয়া হয়েছে, ‘আসেন, নেন ভাই’। ওরা তো আসে না। এখন কী করবেন?’
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,‘আমাদের সভাপতির একটা অঙ্গীকার ছিল, ৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেওয়া হবে। সেভাবেই বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে আমার। আমরা প্রস্তুত ছিলাম তিন-চার মাস আগে থেকেই এবং চেকও প্রস্তুত ছিল। বাফুফে যোগাযোগ করেনি বলে মেয়েরা এখনও চেক পায়নি। তবে আমাদের ইচ্ছে আছে ঈদের আগেই দিয়ে দেওয়ার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

জামায়াতে ইসলামী খোদাভীরু, সৎ এবং দেশ প্রেমিক নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে-ড.সরওয়ার সিদ্দিকী

ক্ষুদ্রঋণ ও গৃহঋণ সুবিধা বিস্তারে আইএফসি'র সঙ্গে চুক্তি

বরগুনায় বিএনপির কর্মীসভায় টিপু- ফ্যাসিস্ট হাসিনা যেসব অপকর্ম করেছে তা থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে

কুমিল্লা টাউন হল মাঠে ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত

শেখ হাসিনার মোটিভ বানানোর অভিযোগে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন,আটক ৫ জন

বিড়ালের সঙ্গে খুনসুটি তারেক রহমানের, পশুপ্রেমের প্রশংসায় নেটিজেনরা

সংক্ষিপ্ত সফরে মেহেরপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক

মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম আনার কারাগারে

বলিউডে সাউথ ইন্ডাস্ট্রির পাঁচজন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত পরিচালক কারা?

গফরগাঁওয়ে মাদরাসার ,স্কুল ও কলেজে শিক্ষক ও কর্মচারীরা বৈশাখী উৎসব ভাতা পায়নি

মোরেলগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে ফরিদ-মিলন প্যানেল বিজয়ী

নিজেদের অপরাধ ঢাকতে চারুকলা–ছায়ানটকে ব্যবহার করেছিল আওয়ামীলীগ

নিজেদের অপরাধ ঢাকতে চারুকলা–ছায়ানটকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ

নেত্রকোণার আটপাড়ায় ধর্ষিত শিশুটির পাশে দাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়েরকে অব্যাহতি

ইরাকের শ্রমবাজার পুনরুদ্ধার হয়নি

আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পরে নিহত ২

সিংগাইরে তেলের লড়িতে অগ্নিকান্ডে লড়ি ও মোটরসাইকেল ভস্মীভূত

বাংলা নববর্ষের র্যালিতে উপস্থিত না থাকায় ইবির হলে খাবার বন্ধ

প্রধান উপদেষ্টাকে চিঠিতে যা বলেছে বিএনপি