পিএসজিকে জিতিয়ে রোনালদোকে ছাড়িয়ে মেসি
০৯ এপ্রিল ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৪৬ পিএম
আগের দুই ম্যাচে ঘরের মাঠে হেরে বসেছিল পিএসজি। তাতে ফরাসি লিগ ওয়ানে লেগেছিল কিছুটা রোমাঞ্চ। তবে পিএসজি সমর্থকরা হয়ে উঠেছিল উত্তাল। ব্লুজদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে তারা দুয়ো দিয়েছিল গ্যালারি থেকে। অন্যদিকে ঠিক সেই সময়ই শোনা যাচ্ছিল, আর্জেন্টাইন মহাতারকার সাথে ক্লাবও নাকি চুক্তি নবায়ন করতে খুব আগ্রহী নয়। এই ধরনের নানান চাপ নিয়েই পরশু রাতে নিসের বিপক্ষে খেলতে নেমেছিলেন মেসি। মাঠে নেমেই বাঁ পায়ের মাপা শটে দারুণ এক গোল এনে দিলেন পিএসজিকে। পরে সার্জিও রামোসকে দিয়ে করালেন আরেকটি। মেসি নিজেকে ফিরে পাওয়ার দিনে নিসের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
নিসের বিপক্ষে কিলিয়ান এমবাপে ভুলে যাওয়ার মতো এক রাত পার করেছেন। উদ্ধারকর্তা হিসেবে আসলেন বাঁ পায়ের জাদুকর। প্রথমার্ধে নুনো মেন্ডেজের পাস থেকে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে ৭ বারের ব্যালন ডি-অর জয়ীর কর্নার থেকে হেড করে গোল করেন রামোস। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ হতে পারত। কিন্তু মেসির পাস থেকে সহজতম গোলটি করতে ব্যর্থ হন এমবাপে। গোটা ম্যাচে গোটা পাঁচেক সেভ করে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দন্নারুম্মার দারুণ দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
এমন পারফরম্যান্সের রাতে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেছেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে রোনালদোর গোল ছিল ৭০১টি। গতপরশুরটি মিলিয়ে মেসির গোল এখন ৭০২টি। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০৫ কম ম্যাচ খেলেই রেকর্ড ভেঙেছেন মেসি। এ জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও সংহত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁসের সাথে তাদের পয়েন্ট ব্যবধান ফের বেড়ে হলো ৬।
একইরাতে স্প্যানের অভিজাত ক্লাব রিয়াল মাদ্রিদ পেয়েছে হারের তিক্ত স্বাদ। অথচ তিন দিন আগেই দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছিল লস ব্ল্যাঙ্কসরা। বার্সেলোনার ঘরের মাঠে জিতে এসেছে ৪-০ ব্যবধানে। তবে সে সুখ উবে গেছে পরশু। ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও স্যামুয়েল চুকউজের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে হেরে বসেছে রিয়াল। এমন হারের পেছনে বার্সেলোনা ম্যাচেরই অবদান দেখছেন রিয়াল বস কার্লো আনচেলত্তি।
গত বুধবার ছিল বার্সেলোনার সঙ্গে কোপা দেল রের সেমিফাইনাল। আর আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হবে রিয়াল। এর মাঝে লিগে এই ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ। কাগজে-কলমে এখনো সম্ভাবনা থাকলেও বাস্তবতা হলো শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান ঘোচানো প্রায় অসম্ভব রিয়ালের জন্য। ওদিকে পাঁচে থাকা ভিয়ারিয়ালের থেকে এখনও ৮ পয়েন্ট এগিয়ে থাকায় চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়া নিয়েও খুব একটা চিন্তা নেই মাদ্রিদের। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলায় যে অনুপ্রেরণার অভাব ছিল সেটা স্বীকার করে নিয়েছেন আনচেলত্তি, ‘দুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝের এমন এক ম্যাচের জন্য প্রস্তুত হওয়া কঠিন। বার্সেলোনা ম্যাচ শারীরিক ও মানসিকভাবে অনেক শক্তি কেড়ে নিয়েছে তাই এ ম্যাচে আমরা অনেক বদল এনেছি।’
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের দুর্দান্ত ফর্মে চোটু বাধা হতে পারেনি। চোট থেকে ফিরে পরশু মাঠে নেমে খেলেছেন এক ঘন্টা। তবে এর আগেই সাউদাম্পটনের বিপক্ষে জোড়া গোল করেছেন এই নরোয়েজিয়ান স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটিও ম্যাচটা জিতেছে ৪-১ গোলে। সিটির হয়ে অন্য গোল দুটি করেছেন হুলিয়ান আলভারেজ ও জ্যাক গ্রিলিশ। এ মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৩০ গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। পরশুর জোড়া গোলে এ মৌসুমে লিগে গোলসংখ্যায় দুইয়ে থাকা হ্যারি কেইনের চেয়ে সাতটিতে এগিয়ে গেছেন হলান্ড। আর পুরো চেলসি দলের চেয়েই গোল বেশি হলান্ডের। লিগের ৩০ ম্যাচে মাত্র ২৯ গোল চেলসির। গত ১০০ বছরে ক্লাবটির সবচেয়ে বাজে পারফরম্যান্স।
মাত্র তৃতীয় খেলোয়ার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমে ৩০ গোল করেছেন হালান্ড। আর মাত্র ৩ গোল করলেই ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন হলান্ড। ২০১৮ অ্যালান শিয়েরার ও রোনালদোকে টপকে ৩২ গোল করে সে রেকর্ড গড়েছিলেন সালাহ। হলান্ডের হাতে আছে আরও ৮ ম্যাচ!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী