শেখ জামালের প্রতিশোধের মিশন
১০ এপ্রিল ২০২৩, ০৮:০৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৫ পিএম
ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে মঙ্গলবার প্রতিশোধের মিশনে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এ দুই দল মুখোমুখি হচ্ছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
চলতি ফুটবল মৌসুমে ধানমন্ডির দুই জায়ান্টের এটা তৃতীয় স্বাক্ষাত। আগের দুই দেখাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল ঢাকা আবাহনী। মৌসুম সূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জের এ ভেন্যুতেই আবাহনীর কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল শেখ জামালকে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দেখা সেই একই ভেন্যুতে। সেখানেও একই ব্যবধানে আবাহনী (২-১ গোলে) হারিয়েছিল শেখ জামালকে। অথচ গোপালগঞ্জ শেখ জামালের হোম ভেন্যু। ঘরের মাঠে আজ তাই আবাহনীকে হারিয়ে প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ পাচ্ছে শেখ জামাল। যদিও চলতি মৌসুমে পরিসংখ্যানে এগিয়ে আছে আবাহনীই।
এবারের ফেডারেশন কাপে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে নাম লেখায় ঢাকা আবাহনী। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। এরপর শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হওয়ায় পেনাল্টি শুটআউটে (৫-৩ গোলে) জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ঢাকার আকাশী-হলুদরা। শেখ জামাল গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে তারা এই গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপ কোনটিই হতে পারেনি। এবারের টুর্নামেন্টে পেশাদার লিগের ১১ টি দল অংশ নেয়ায় দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি সেরা তৃতীয় হওয়া দুই দল সুযোগ পায় কোয়ার্টার ফাইনালে খেলার। সে হিসেবে ‘এ’গ্রুপ থেকে শেখ জামাল ও ‘বি’গ্রুপ থেকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র তৃতীয় দল হিসেবে সুযোগ পায় শেষ আটে খেলার। আগামী ২ মে পর্যন্ত চলবে সেরা চারে নাম লেখানোর লড়াই। ইতোমধ্যে একটি দল সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। সেই দলটি হলো বসুন্ধরা কিংস। ৪ এপ্রিল মুন্সিগঞ্জে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে নাম লেখায় বসুন্ধরা। শেষ আটের লড়াই শেষে ৯ ও ১৬ মে হবে দু’টি সেমিফাইনাল। ২৩ মে গোপালগঞ্জে হবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। ৩০ মে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান