বার্সায় ফিরতে চান মেসি, তবে...
১০ এপ্রিল ২০২৩, ১০:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:১৯ পিএম

লিওনেল মেসি বার্সেলোনায় ফিরবেন কি না, এ নিয়ে জল্পনাকল্পনা প্রতিদিনই বাড়ছে। আগামী জুনে পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি না হলে জুনেই মেসি হয়ে যাবেন মুক্ত বিহঙ্গ। যেতে পারবেন যেকোনো ক্লাবেই। যেকোনো জায়গাতেই যদি যেতে পারেন, তাহলে নিজের আঁতুড়ঘর বার্সেলোনায় ফিরবেন না কেন! বার্সেলোনাও চায় মেসিকে ফেরাতে। তবে সেটি নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। মেসি নিজেও বার্সেলোনায় ফিরতে চান। কিন্তু মেসি নিজে চান, ফেরার প্রস্তাবটা যেন তিনি বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কাছ থেকে সরাসরি পান।
ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পরপরই পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়নি। শোনা যাচ্ছে, মেসির কারণেই নাকি এই চুক্তির দেরি হচ্ছে। মেসি পিএসজিতে আরও কেন্দ্রীয় ভূমিকা চান। কিলিয়ান এমবাপ্পের সমান বা বেশি বেতন চান। চুক্তিও করতে চান দুই বছরের জন্য। পিএসজির এই দাবিগুলোতেই সমস্যা। মেসিকে এমবাপ্পের সমান বা বেশি বেতন দেওয়া নিয়ে ব্যাপক বিরোধিতা আছে ক্লাবে। তাদের কথা, ৩৫ বছর বয়সী একজন ফুটবলারকে কেন এমবাপ্পের সমান বেতন দিতে হবে। মেসির সঙ্গে বর্ধিত চুক্তিও এক বছরের বেশি করতে চায় না কাতারি মালিকাধীন ক্লাবটি।
চুক্তি নিয়ে সমস্যা তো আছেই। বিশ্বকাপের পর প্যারিসে ফিরে মেসি পিএসজিকে তেমন কিছুই উপহার দিতে পারেননি। কারও কারও অভিযোগ, তিনি আর্জেন্টিনার জার্সিতে যে ধরনের খেলা খেলেন, সেটি পিএসজির জার্সিতে খেলেন না। এরই মধ্যে পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। মেসি-এমবাপ্পে-নেইমার- এই ত্রয়ীকে নিয়েও পরপর দুটি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় মানতে কষ্ট হচ্ছে পিএসজি কর্তাদের। শোনা যাচ্ছে, সামনের মৌসুমে তারকাখ্যাতির চেয়ে কার্যকর ফুটবলারদের দিকেই ঝুঁকতে চায় পিএসজি। সে জন্য মেসি-নেইমারদের ছেড়ে দিতেও পারে দলটি।
পিএসজির সঙ্গে মেসির সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মেসিকে দলে টানতে চায় বার্সেলোনা। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার সময় মেসি কাঁদতে কাঁদতে আবারও বার্সেলোনায় ফেরার ইচ্ছা জানিয়ে এসেছিলেন। বার্সেলোনা এবার তাঁকে ফেরাতে চায়। কিন্তু এই পর্যন্তই। বার্সেলোনার কাছ থেকে পরিপূর্ণ কোনো প্রস্তাব এখনো মেসির কাছে যায়নি বলেই জানা গেছে। এর মধ্যেই সৌদি আরবের ক্লাব আল হিলাল মেসিকে ৪ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়ে রেখেছে। প্রস্তাব আছে তার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মায়ামি ক্লাব থেকেও। বার্সেলোনা কিন্তু চাইলেই মেসিকে নিয়ে নিতে পারবে না। উয়েফার আর্থিক সংগতি নীতির ব্যাপার আছে। অর্থ সংগ্রহের ব্যাপারও আছে। এরই মধ্যে খবর বেরিয়েছে, মেসিকে দলে ফেরাতে বার্সেলোনা নাকি পৃষ্ঠপোষক খোঁজা শুরু করেছে। আপাতত মেসিকে দলে নেওয়ার আর্থিক সম্ভাব্যতা যাচাই করছে বার্সেলোনা।
এদিকে বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিবোর খবরে বলা হয়, মেসি নিজে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার প্রস্তাবের অপেক্ষায় আছেন। মানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক চান, বার্সেলোনা সভাপতি লাপোর্তা বার্সেলোনায় তার ফেরার প্রস্তাবটা নিজে দেবেন। ২০২১ সালে লাপোর্তা দায়িত্ব নেওয়ার পরই ক্লাব ছাড়তে হয়েছিল মেসিকে। এ নিয়ে অনেকে তাঁকে দায়ীও করে থাকেন। অবশ্য কিছুদিন আগে মেসির বাবা হোর্হে মেসি, যিনি মেসির এজেন্ট হিসেবে কাজ করেন, তার সঙ্গে বৈঠক করেছেন লাপোর্তা।
মেসির ফেরা নিয়ে নিজের ইতিবাচক মনোভাবও জানিয়েছেন লাপোর্তা, ‘মেসি নিজেও জানে, তার জন্য বার্সেলোনার দরজা সব সময়ই খোলা। এখন দেখা যাক। বার্সেলোনা ও মেসির মধ্যকার বর্তমান সম্পর্ক কীভাবে উন্নত করা যাবে, সে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মেসি ফুটবল ইতিহাসের সেরা তারকা। বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেসি জানে, সে আমাদের হৃদয়েই আছে। সে আমাদেরই অংশ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

জামায়াতে ইসলামী খোদাভীরু, সৎ এবং দেশ প্রেমিক নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে-ড.সরওয়ার সিদ্দিকী

ক্ষুদ্রঋণ ও গৃহঋণ সুবিধা বিস্তারে আইএফসি'র সঙ্গে চুক্তি

বরগুনায় বিএনপির কর্মীসভায় টিপু- ফ্যাসিস্ট হাসিনা যেসব অপকর্ম করেছে তা থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে

কুমিল্লা টাউন হল মাঠে ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত

শেখ হাসিনার মোটিভ বানানোর অভিযোগে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন,আটক ৫ জন

বিড়ালের সঙ্গে খুনসুটি তারেক রহমানের, পশুপ্রেমের প্রশংসায় নেটিজেনরা

সংক্ষিপ্ত সফরে মেহেরপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক

মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম আনার কারাগারে

বলিউডে সাউথ ইন্ডাস্ট্রির পাঁচজন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত পরিচালক কারা?

গফরগাঁওয়ে মাদরাসার ,স্কুল ও কলেজে শিক্ষক ও কর্মচারীরা বৈশাখী উৎসব ভাতা পায়নি

মোরেলগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে ফরিদ-মিলন প্যানেল বিজয়ী

নিজেদের অপরাধ ঢাকতে চারুকলা–ছায়ানটকে ব্যবহার করেছিল আওয়ামীলীগ

নিজেদের অপরাধ ঢাকতে চারুকলা–ছায়ানটকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ

নেত্রকোণার আটপাড়ায় ধর্ষিত শিশুটির পাশে দাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়েরকে অব্যাহতি

ইরাকের শ্রমবাজার পুনরুদ্ধার হয়নি

আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পরে নিহত ২

সিংগাইরে তেলের লড়িতে অগ্নিকান্ডে লড়ি ও মোটরসাইকেল ভস্মীভূত

বাংলা নববর্ষের র্যালিতে উপস্থিত না থাকায় ইবির হলে খাবার বন্ধ

প্রধান উপদেষ্টাকে চিঠিতে যা বলেছে বিএনপি