প্রতিশোধের মিশন জামালের
১০ এপ্রিল ২০২৩, ১০:০৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৫ পিএম
ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে আজ প্রতিশোধের মিশনে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এ দুই দল মুখোমুখি হচ্ছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
চলতি ফুটবল মৌসুমে ধানমন্ডির দুই জায়ান্টের এটা তৃতীয় স্বাক্ষাত। আগের দুই দেখাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল ঢাকা আবাহনী। মৌসুম সূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জের এ ভেন্যুতেই আবাহনীর কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল শেখ জামালকে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দেখা সেই একই ভেন্যুতে। সেখানেও একই ব্যবধানে আবাহনী (২-১ গোলে) হারিয়েছিল শেখ জামালকে। অথচ গোপালগঞ্জ শেখ জামালের হোম ভেন্যু। ঘরের মাঠে আজ তাই আবাহনীকে হারিয়ে প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ পাচ্ছে শেখ জামাল। যদিও চলতি মৌসুমে পরিসংখ্যানে এগিয়ে আছে আবাহনীই।
এবারের ফেডারেশন কাপে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে নাম লেখায় ঢাকা আবাহনী। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। এরপর শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হওয়ায় পেনাল্টি শুটআউটে (৫-৩ গোলে) জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ঢাকার আকাশী-হলুদরা। শেখ জামাল গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে তারা এই গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপ কোনটিই হতে পারেনি। এবারের টুর্নামেন্টে পেশাদার লিগের ১১ টি দল অংশ নেয়ায় দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি সেরা তৃতীয় হওয়া দুই দল সুযোগ পায় কোয়ার্টার ফাইনালে খেলার। সে হিসেবে ‘এ’গ্রুপ থেকে শেখ জামাল ও ‘বি’গ্রুপ থেকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র তৃতীয় দল হিসেবে সুযোগ পায় শেষ আটে খেলার। আগামী ২ মে পর্যন্ত চলবে সেরা চারে নাম লেখানোর লড়াই। ইতোমধ্যে একটি দল সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। সেই দলটি হলো বসুন্ধরা কিংস। ৪ এপ্রিল মুন্সিগঞ্জে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে নাম লেখায় বসুন্ধরা। শেষ আটের লড়াই শেষে ৯ ও ১৬ মে হবে দু’টি সেমিফাইনাল। ২৩ মে গোপালগঞ্জে হবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। ৩০ মে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ