দশজনের কাজ চালাচ্ছেন পাঁচজন!
২১ মে ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১২:০১ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর দশ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল। বাফুফের এই তদন্ত কমিটি কাজে নামার আগেই দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি পদত্যাগ করেন। অবশিষ্ট ৮ জনকে নিয়েই কমিটির কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফের নির্বাহী কমিটি। সেই অনুযায়ী গত ৭ মে অনুষ্ঠিত হয় বাফুফে তদন্ত কমিটির প্রথম সভা। এ সভায় উপস্থিত ছিলেন পাঁচজন। এরা হলেন- তদন্ত কমিটির আহবায়ক, বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সদস্য আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী,সত্যজিৎ দাস রুপু ও ইমতিয়াজ হামিদ সবুজ। এরপর আরও দু’টি সভায় এই পাঁচজনের বেশি উপস্থিত থাকেননি। শেষ তিন সভার মতো রোববার চতুর্থ সভাও অনুষ্ঠিত হয়েছে উক্ত পাঁচজনের উপস্থিতিতে। বিগত তিন সভার ন্যায় চতুর্থ সভায়ও অনুপস্থিত ছিলেন কমিটির তিন সদস্য হারুনুর রশিদ, ইমরুল হাসান ও ইলিয়াস হোসেন। তদন্ত কমিটি যখন কাজ শুরু করে তখন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য হারুনুর রশীদ পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ছিলেন। কমিটির দু’টি সভা শেষ হওয়ার পর তিনি দেশে ফিরলেও শারীরিকভাবে অসুস্থ। তদন্ত কমিটির আরেক সদস্য বাফুফের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান দেশের অন্যতম শীর্ষ একটি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় সময় দিতে পারছেন না। তিনি সশরীরে সভায় উপস্থিত না হওয়ায় তদন্ত কমিটি তার সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, ইমরুল হাসান চার সভার মধ্যে দু’টিতে সশরীরে উপস্থিত হওয়ার উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত আসতে পারেননি। অনুপস্থিত থাকা আরেক সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেনের সভায় অনুপস্থিতির সুনির্দিষ্ট তথ্য নেই। যদিও তিনি বাফুফের সব কর্মকাণ্ডেই সক্রিয় অংশ নেন। এরপরও অজানা কারণে তদন্ত কমিটির একটি সভায়ও তাকে দেখা যায়নি। ফুটবল সংশ্লিষ্টদের ধারণা, তিনি গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে ব্যস্ত আছেন।
তবে পাঁচজন নিয়ে তদন্ত কমিটির কাজ পুরো দমে চালিয়ে যাচ্ছেন কাজী নাবিল। চতুর্থ সভার পর রোববার বিকালে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের কাজের অনেকটা অগ্রগতি হয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়েই আমরা কাজ শেষ করতে পারবো। কাজ করতে গিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতাই পাচ্ছি।’ আরো কয়েকটি সভার মাধ্যমে তদন্ত কমিটির কাজ শেষ করতে চান নাবিল। তার কথায়,‘৩০ কর্মদিবস আমাদের সময়সীমা। আমাদের আরো তিন-চারটি সভা হতে পারে।’
তদন্ত কমিটির প্রথম সভা ছিল রূপরেখা ঠিক করার। দ্বিতীয় সভা থেকেই বাফুফের কর্মচারিদের তলব শুরু হয়। চতুর্থ সভায়ও ডাকা হয়েছিল কয়েকজনকে। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘ইতোপূর্বে যাদের ডেকেছিলাম আজও (কাল) তাদেরই ডাকা হয়েছিল। কারণ তারা এর সঙ্গে সংশ্লিষ্ট।’
তদন্ত কমিটির সভার আগে এদিন দুপুরে অনুষ্ঠিত হয় জাতীয় দল কমিটির সভা। এই সভায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের দলনেতা মনোনীত করা হয়েছে বাফুফের সাবেক সদস্য শওকত আলী খান জাহাঙ্গীরকে। আগামী ৪ জুন সাফের ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্পের জন্য হোটেলও নির্ধারিত হয়েছে সভায়। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ছয় দিন অনুশীলন করে ১০ জুন কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে পরের দিন সেখান থেকেই সাফ ভেন্যু ভারতের ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে উড়াল দেবেন জামাল ভূঁইয়ারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা