গোল করে অ্যানফিল্ডকে বিদায় বললেন ফিরমিনো
২১ মে ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১২:০০ এএম
সেই ২০১৫-১৬ মৌসুমে লিভারপুলের লাল জার্সিটা গায়ে চড়িয়েছিলেন রবার্তো ফিরমিনো। আটটি মৌসুম অ্যানফিল্ডে থাকাকালীন বহু ইতিহাসের উল্লেখযোগ্য অংশ ছিলেন এই ব্রাজিলিয়ান। সুদীর্ঘ ৩০ বছর পর অলরেডদের জিতিয়েছিলেন প্রিমিয়ার লিগের শিরোপা। তাছাড়া ইউরোপ সেরা হওয়ার খেতাবও অর্জন করেছেন। পরশু সেই অ্যানফিল্ডে শেষবারের মত নামলেন ৭২তম মিনিটে বদলি হয়ে। সেই সময় ১-০ ব্যবধানে অ্যাস্টন ভিলার বিপক্ষে পিছিয়ে ছিল লিভারপুল, তাই ফিরমিনোর বিদায় উপলক্ষে উচ্ছ্বাস জানানোর অবস্থা ছিল না সমর্থকদের। শেষ দিকে ফিরমিনোর বুদ্ধিদ্বীপ্ত গোলে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে দল, তাতে হাসি ফোটে সমর্থকদের মুখে। মৌসুম শেষেই ফ্রি এজেন্ট হতে যাওয়া ফিরমিনো খেলা শেষে সমর্থকদের অভিবাদনের জবাব দিতে গিয়ে অশ্রুতে ভেজালেন চোখ।
ম্যাচের ২৭তম মিনিটেই অ্যাস্টন ভিলার জ্যাকব রামসির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক লিভারপুল। বিরতির পরেও যখন স্বাগতিকরা গোল পাচ্ছিল না, তখন আক্রমণের ধার বাড়াতে ৭২তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন লিভারপুল কোচ। ফিরমিনোসহ মাঠে নামেন চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার অপেক্ষায় থাকা জেমস মিলনার। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এসে, ৮৯তম মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে বল পেয়েই অ্যাস্টন ভিলার জালে জড়িয়ে দেন রবার্তো ফিরমিনো।
অ্যানফিল্ডে ফিরমিনোর শেষ ম্যাচ নিয়ে অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘সত্যিই আবেগঘন একটি বিষয়। ফিরমিনোর বিদায়টা অবশ্যই আমাদের জন্য খুব একটি সহজ ছিল না। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা শান্ত থেকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দিয়েছিলাম। যে কারণে আমরা গোল আদায় করতে সক্ষম হই।’
৩৭ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম নম্বরে রয়েছে লিভারপুল। মৌসুমের বাকি আর এক ম্যাচ। অন্যদিকে সমান ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ দুই ম্যাচ যদি ম্যানইউ হেরে যায় এবং শেষ ম্যাচে লিভারপুল জিতে যায়, তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান এবং গোল ব্যবধানে এগিয়ে যাবে লিভারপুল। তেমনটা হলে সেরা চারে থেকে লিগ শেষ করতে পারবে অলরেডরা।
লিভারপুলের জার্সি গায়ে আরও একটি ম্যাচ খেলবেন ফিরমিনো। তবে ওই ম্যাচটি খেলতে হবে অ্যাওয়েতে গিয়ে। আগামী ২৮ মে সাউদাম্পটনের মাঠে অল রেডদের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেলবেন ব্রাজিলিয়ান এই তারকা। তাছাড়া এই মৌসুম শেষে নাবি কেইতা ও অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনও হবেন দলছুট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা