ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

তদন্ত প্রতিবেদন জমার এক মাস পরও নেই বাফুফের সিদ্ধান্ত!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৮ আগস্ট ২০২৩, ০৯:১১ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১১:৩১ পিএম

 

 

আর্থিক অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার কারণে গত ১৪ এপ্রিল ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে। তখন বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে ৫১ পাতার প্রতিবেদনও প্রকাশ করেছিল ফিফা। যার আলোকে একটি তদন্ত কমিটি গঠন করে বাফুফে। সোহাগ কা-ে গঠিত এই তদন্ত কমিটি পর্যবেক্ষণ ও সুপারিশসহ গত ৩০ জুলাই তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমার প্রায় এক মাস পাড় হতে চললো, অথচ এখনও নেই কোনো সিদ্ধান্ত! আর সিদ্ধান্ত আসবে কিভাবে? তদন্ত প্রতিবেদন জমার পড়ার পর থেকে এখনো পর্যন্ত বাফুফের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়নি। তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ তদন্ত প্রতিবেদন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছে জমা দেওয়ার সময় বলা হয়েছিল,এই প্রতিবেদন নির্বাহী সভায় আলোচনা-পর্যালোচনার পরই সিদ্ধান্ত আসবে। কিন্তু গত প্রায় এক মাসে বাফুফের নির্বাহী সভা না হওয়ায় বিষয়টি ঝুলে রয়েছে। তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর থেকে নির্বাহী সভা না হওয়ায় হতবাক বাফুফের অনেক কর্মকর্তাই। বিষয়টি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সভা হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা।

সাধারণত বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের অনেকে উপস্থিত থাকতে পারেন এমন দিন বিবেচনা করেই নির্বাহী সভা ডাকেন সভাপতি। সভাপতির সঙ্গে আলোচনার পর সাধারণ সম্পাদক সভার আলোচ্যসূচি চূড়ান্ত করে চিঠি ইস্যু করেন। বাফুফের একাংশের মতে, ফিফার প্রতিবেদনে ফেডারেশনের কয়েকজন কর্মচারীর নাম থাকাদের মধ্যে অন্যতম দুই জন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশন্স ম্যানেজার মিজান বাফুফে থেকে বিচ্ছিন্ন থাকায় সভার গুরুত্ব কমেছে। যে কারণে সভাও ডাকা হচ্ছে না।

চলতি মাসে তেমন কর্মব্যস্ততা ছিল না বাফুফের। কয়েক দিনের প্রস্তুতিতে এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিলাম আয়োজন করেছে বাফুফে। অথচ একটি নির্বাহী সভার উদ্যোগ বাফুফে কর্মকর্তাদের নেই। কেন নেই, তা জানেন না কেউ। আগামী মাসে ব্যস্ত সময় পার করবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো ছাড়াও এশিয়ান গেমস ফুটবল ও বয়সভিত্তিক দলের নানা টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশের সামনে। এসব আসরে অংশ নেয়া প্রায় প্রতিটি দলের সঙ্গেই জড়িত বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা। এত ব্যস্ততার মধ্যে আগামী মাসে নির্বাহী কমিটি সভা করা কতটুকু সম্ভব তা সময়ই বলে দেবে।

গত ১৪ এপ্রিল আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করার দুই দিন পরে জরুরি নির্বাহী সভায় বসেছিলেন বাফুফের কর্তারা। সোহাগ কা-ের বিষয়ে অধিকতর তদন্তের জন্য ওই সভায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের এক সপ্তাহ পরেই দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন। ১৭ এপ্রিলের সভায় এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের দিনক্ষণ থাকলেও ২ মে নির্বাহী সভায় সিদ্ধান্ত হয়, তদন্ত কমিটির প্রথম সভা থেকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার। তদন্ত কমিটি তাদের প্রথম সভা করে গত ৭ মে। প্রথম সভার পর থেকে ৩০ কর্ম দিবস শেষ হওয়ার আগেই তদন্ত কমিটি আরো ১৫ কর্মদিবস বৃদ্ধির জন্য বাফুফের কাছে আবেদন করে। ১৭ জুলাই পুনরায় সময় বৃদ্ধি করে ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিনক্ষণ পুনঃনির্ধারণ করা হয়। বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান তদন্ত কমিটির সব সভায় অনুপস্থিত ছিলেন এবং প্রতিবেদনেও স্বাক্ষর করেননি। ফলে তিনি ছাড়া তদন্ত কমিটির সাত জন সদস্যের স্বাক্ষরে অবশেষে ৩০ জলাই প্রতিবেদন জমা পড়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। এই তারিখ থেকে সোমবার পর্যন্ত চার সপ্তাহ পেরিয়ে গেলেও বাফুফের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়নি। ফলে তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ নিয়ে সিদ্ধান্তও হয়নি।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা