আফগনিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করলো বাংলাদেশ
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
আফগানিস্তানের বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচের সিরিজ ড্র করলো বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় দু’দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। আফগানিস্তানের পক্ষে ফরোয়ার্ড জাবার শারজা ও বাংলাদেশের হয়ে উদীয়মান তারকা ফুটবলার শেখ মোরসালিন একটি করে গোল করেন। গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাাচটিও গোলশূন্য ড্র ছিল বলে সিরিজে হারেনি বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে ফিফা টায়ার-১ এর দুই প্রীতি ম্যাচ সিরিজ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
বৃহস্পতিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। দুই লালকার্ডের এই ম্যাচে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় জয়ের মুখ দেখেনি লাল-সবুজরা।
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম ম্যাচের একাদশই কাল মাঠেছ নামান। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ একাদশে পরিবর্তন না আসলেও সফরকারী আফগানিস্তান তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে। প্রথম ম্যাচ খেলার পর আফগানিস্তানের চার জন খেলোয়াড় দলে যোগ দেন। ইউরোপে খেলা এই ফুটবলাররা দলে যুক্ত হওয়ায় আফগানদের শক্তি আরো বেড়ে যায়।
প্রথম প্রীতি ম্যাচে সাধারণ দর্শকদের জন্য টিকিট সংগ্রহের সুযোগ সেই অর্থে ছিল না। তবে দ্বিতীয় ম্যাচে অবশ্য সীমিত সংখ্যক টিকিট বসুন্ধরা আবাসিক এলাকার দুই ব্যাংকে বিক্রি হয়েছে। পাশাাপশি স্টেডিয়াম সংলগ্ন একটি টিকিট কাউন্টারও ছিল। টিকিট নিয়ে বৃষ্টির বাধা উপেক্ষা করেও কিংস অ্যারেনার গ্যালারিতে বসে দুই দলের খেলা দেখেছেন প্রায় হাজার খানেক দর্শক। ম্যাচের শুরু থেকেই ডিফেন্স করে স্বাগতিকদের অফ-সাইড ফাঁদে ফেলার চেষ্টা করেন সফরকারী দলের ফুটবলাররা। ম্যাচে দুই দলই জয়ের জন্য মরিয়া ছিল। এক সময় শারীরিক শক্তি প্রদর্শন করেন ফুটবলাররা। বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানাকে ফাউল করে ম্যাচের ৭ মিনিটে হলুদ কার্ড দেখেন আফগান মিডফিল্ডার জালফাগার নাজারি। মিনিট দুয়েক পর বিশ্বনাথ ঘোষকে অফ দ্য বল ট্যাকল করলে তৌফি কানদারিকে রেফারি প্রজ্জ্বল ছেত্রীর সতর্ক বার্তা শুনতে হয়। ম্যাচের ১৭ মিনিটে মাঝমাঠ বরাবর সীমানার কাছে আফগানিস্তানের মোসায়ের আহাদিকে ফাউল করেন বাংলাদেশের জুনিয়র সোহেল রানা। ঘটনা ডাগআউটের কাছাকাছি হওয়ায় দুই দলের কোচই তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আফগানিস্তানের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি ও বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন পরস্পরের দিকে তেড়ে যান। রেফারি সোহেল রানাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন এবং আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরি ও বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে লালকার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন। এমন অপ্রীতিকর ঘটনায় প্রীতি ম্যাচ আর প্রীত থাকেনি। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য। ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়েই লড়ে দু’দল। অবশ্য প্রথমে গোল পায় আফগানরাই। ম্যাচের ৫২ মিনিটে লিড নেয় তারা। এসময় উমিদ পোপালযের উড়ন্ত কর্নারে বক্সের ভেতরে জটলার সৃষ্টি হয়। সেখানে দৌড়ে গিয়ে বলে মাথা ছুঁইয়ে তা জালে পাঠান আফগান ফরোয়ার্ড জাবার শারজা (১-০)। গোল করে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তিনি। সেই সঙ্গে গ্যালারিতে উপস্থিত কিছু আফগান দর্শকও আনন্দে চিৎকার করতে থাকেন। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে লড়ে বাংলাদেশ। গোল হজম করার দশ মিনিটের মধ্যেই তারা ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা উদীয়মান তারকা ফরোয়ার্ড শেখ মোরসালিন এদিন অবশ্য ভুল করেননি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে হাত মেলানো দূরত্বে প্লেসিং শটে গোল করে দলকে উচ্ছ্বাসে মাতান মোরসালিন (১-১)। সর্বশেষ ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপের চার ম্যাচে মোরসালিন দুই গোল করেছিলেন। এই সিরিজের দুই ম্যাচে করলেন আরেকটি গোল। ৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতোমধ্যে তিন গোল কওে ফেলেছেন ফরিদপুরের এই ফুটকবলার। দীর্ঘ দিন পর এ ম্যাচে পুরো ৯০ মিনিট পর্যন্ত খেললেন অধিনায়ক জামাল ভূঁইয়া। অবশ্য ৯০ মিনিটেই তার বদলী হিসেবে মাে নামানো হয় মোহাম্মদ ইব্রাহিমকে। ম্যাচের অন্তিম সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আফগানিস্তানের ফয়সাল শায়েস্তা। তবে কোন পক্ষই আর গোলের দেখা পায়নি। ফলে শেষ প্রীতি ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ ও আফগানিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার
সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ
ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক
মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে: এবি পার্টি
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ