শুক্রবার মধ্যরাতে হ্যাংজু যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
এশিয়ান গেমসের ১৯তম আসরে অংশ নিতে বাংলাদেশ কন্টিনজেন্টের ২৪০ জনের বিশাল বহরের প্রথম দল হিসাবে চীনের হ্যাংজু গেল বাংলাদেশ অলিম্পিক (অনূর্ধ্ব-২৩) ফুটবল দল। শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে হ্যাংজুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন রহমত মিয়ারা। আগামী ২৩ সেপ্টেম্বর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠবে হ্যাংজু এশিয়ান গেমসের। তবে তার চারদিন আগেই পুরুষ ফুটবল দিয়ে শুরু হবে গেমসে মাঠের লড়াই। পুরুষ ফুটবলে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চীন, শক্তিশালী ভারত ও মিয়ানমার। ১৯ সেপ্টেম্বর ফুটবলের উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। প্রথম ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ মিয়ানমার।
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। ওই আসরের গ্রুপ পর্বে উজবেকিস্তান, কাতার ও থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল লাল-সবুজরা। অধিনায়ক জামাল ভূঁইয়ার গোলে কাতারের মতো দলকে হারিয়েছিল তারা। ড্র করেছিল শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও লড়াইটা মন্দ করেনি বাংলাদেশ। যদিও তারা ম্যাচ হেরেছিল ৩-১ ব্যবধানে। ওই দলের সদস্য ছিলেন ডিফেন্ডার রহমত মিয়া। হ্যাংজুতে তিনি এবার অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সেই জাকার্তা এশিয়ান গেমসের সুখস্মৃতি নিয়েই এবারের এশিয়াডে খেলতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক না করলেও ভালো খেলে ‘ম্যাচ বাই ম্যাচ’ এগোনোর পরিকল্পনা বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক রহমত মিয়ার। সেই প্রতিশ্রুতিও দিলেন তারা। হ্যাংজু রওয়ানা হওয়ার আগে শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ ক্যাবরেরা বলেন,‘এখনই লক্ষ্য সম্পর্কে কিছু বলতে চাই না। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আমাদের প্রথম ম্যাচ মিয়ানমারের বিপক্ষে। সেটা নিয়েই আগে ভাবছি।’
অধিনায়ক রহমত মিয়া বলেন, ‘এশিান গেমসের গত আসরে আমাদের দলের অধিনায়ক ছিলেন জামাল ভূঁইয়া। ওই দলে তার সঙ্গে আরো অনেক ফুটবলার ছিলেন যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা ছিল। এবার বসুন্ধরা কিংসের এএফসি কাপের খেলা থাকায় তাদের অনেকে নেই এবারের এশিয়ান গেমসের দলে। জামালও আর্জেন্টিনায়।’ তিনি যোগ করেন,‘আমাদের ২২ জনের মধ্যে ১৫ জনের জাতীয় দলে ক্যাম্প করার অভিজ্ঞতা রয়েছে। তারা হ্যাংজুতে নিজেদের সেরাটা দেয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে। আমার ধারণা হ্যাংজুতে ভালো খেলে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে চাইবেন তারা। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। আপাতত প্রথম প্রতিপক্ষ মিয়ানমারকে নিয়ে ভাবছি।’
এশিয়ান গেমসের এবারের আসরে বাংলাদেশের গ্রুপের তিন প্রতিপক্ষই বেশ শক্তিশালী। ফুটবলে চীনে এশিয়ার অন্যতম শীর্ষ দল। ভারত আসছে সুনীল ছেত্রীর নেতৃত্বে সেরা শক্তির দল নিয়ে। সাম্প্রতিক কালে ভারত ফুটবল খেলছে যথেষ্ট দাপটের সঙ্গেই। এশিয়ার বড় বড় শক্তির সঙ্গে ভারত টক্কর দিচ্ছে চোখে চোখ রেখে। মিয়ানমারও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। জাকার্তা এশিয়াডকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে হ্যাংজুতেও কি ফুটবল দল ভালো কিছু করতে পারবে? এমন প্রশ্ন এখন দেশের ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীন জাতীয় দল সম্প্রতি বেশ ভালোই করছে। কিন্তু এটা অনুর্ধ্ব-২৩, এই দল কতটা কী করতে পারবে? তারওপরে দলকে প্রস্তুত করার খুব একটা সুযোগ পাননি ক্যাবরেরা। ১৫ ফুটবলারকে নিয়ে গত রোববার ক্যাম্প শুরু করলেও বাকি সাত ফুটবলারকে তিনি পেয়েছেন বৃহস্পতিবার। ওইদিন বসুন্ধরা কিংসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ অলিম্পিক দল। ম্যাচটি ৫-০ গোলে হারলেও সেদিন দলকে প্রথম এক সঙ্গে দেখার সুযোগ পান এই স্প্যানিশ কোচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মোদির কুশপুত্তলিকায় শিখদের জুতাপেটা করার ভিডিও ভাইরাল
সাত দেশ থেকে আসবে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলার প্রস্তুতির আহবান জানালেন- সিকৃবি ভিসি
নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: ওয়াহাব আকন্দ
কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ
‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান’: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
শীতাতপ বাস মালিক সমিতির রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্বে আরেফ রব্বানী
এবার ওএসডি হলেন ৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন
ভাঙচুরের মামলায় হরিরামপুরের আওয়ামী লীগ- যুবলীগের ১০ নেতা জেল হাজতে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের নাম বদলানোর দাবি জানালেন পিনাকী
মুক্তি পেলো বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটককৃত ৩১ ভারতীয় জেলে
নওগাঁয় জাতীয় সমাজসেবা দিবস পালিত
ডিএমপি'র যুগ্ম পুলিশ কমিশনার হলেন দৌলতখানের ছালেহ উদ্দিন
নাঙ্গলকোটে এক চাঁদাবাজ যুবককে অস্ত্রসহ জনতা আটক করে যৌথবাহিনীর হাতে সোপর্দ
গৌরনদীতে বাসচাপায় মোটর সাইকেল চালক নিহত
উখিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিত হবে : হাসনাত আব্দুল্লাহ
নাচোলে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত