হ্যাট্রিক জয়ে লীগ টেবিলের শীর্ষে লিভারপুল
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
অল্পের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে শীর্ষ চারে শেষ করার সুযোগ হারায় লিভারপুল। মিস করে চ্যাম্পিয়নস লিগের টিকেটও। তবে সেই দুঃখ ভুলে গিয়ে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে অল রেডসরা।মাঠের নিয়মিত আলো ছড়াচ্ছেন সালাহ,নুনেজ ও গাকপোরা।প্রতিপক্ষের মাঠেও এবার নিয়মিত সাফল্যের দেখা পাচ্ছে লিভারপুল।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে অল রেডসরা।
লিভারপুলের হয়ে গোল দুটি করেছেন কোডি গাকপো ও অ্যান্ডি রবার্টসন। বাকি গোলটি এসেছে আত্মঘাতী থেকে। করেছেন হুগো বুয়েনো। উলভসের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন হাওয়াং হি চ্যান।
গত মৌসুমে উলভসের মাঠে হেরে ছন্দপতন ঘটেছিল সালাহদের।সেই হারের একটি মধুর প্রতিশোধও নেওয়া হল।যদিও এদিন ম্যাচের শুরুটা ভালো হয়নি অল রেডসদের।ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় গোল করে লিভারপুলকে ভয় ধরিয়ে দেন চ্যান।তখন মনে হচ্ছিল ঘরের মাঠে আরো একবার লিভারপুলকে ধরাশায়ী করবে উলভস।
তবে আত্মবিশ্বাসী দল গোল খেয়ে চাপে পড়ার পরিবর্তে পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু করে। গোল না পেলেও এদিন পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন মোহাম্মদ সালাহ।লিভারপুলের প্রতিটি গোলেই ছিল তার অবদান। প্রথমার্ধের শেষের দিকে তার নেওয়ার শর্ট দারুণভাবে উলভস গোলরক্ষক রুখে না দিল সমতায় ফিরে বিরতিতে যেতে পারত লিভারপুল।
তবে বিরতির পর আক্রমণের করে ধার বাড়ায় লিভারপুল। গোলের দেখাও পেয়ে যায় দ্রুত।৫৫ তম মিনিটে সালাহর বাড়ানো পাস থেকে বল পেয়ে বা প্রান্ত দিয়ে ঢুকে বাম পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দেন গাকপো। তাতে ১-১ গোলে সমতার ফেরে ক্লপের দল।নির্ধারিত সময় শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে পাওয়া দ্বিতীয় বলেও অবদান ছিল সালাহর।অ্যান্ডি রবার্টসন গোলকিক থেকে বল পেয়ে তিনি সালাহর সঙ্গে ওয়ান–টু করে সামনে এগিয়ে যান। এক পর্যায়ে সালাহ বল নিয়ে দ্রুত সামনে উঠে মিচুয়াল রেসপেক্ট ট্রাস্ট ডান কেয়ার কাটব্যাক করে দেন রবার্টসনকে।নিখুত ফিনিশে দলকে লিড এনে দেন তিনি।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে সালাহ বল দেন হার্ভি এলিয়টকে। এলিয়টের জোরাল শট উলভসের উগো বুয়েনোর গায়ে লেগে জালে জড়ায়। প্রিমিয়ার লিগে ওয়েবসাইটে গোলটিকে আত্মঘাতী ধরা হয়েছে।আর তাতেই ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মঠে ছাড়ে অ্যানফিল্ডের দলটি।
প্রিমিয়ার লিগে পাওয়া হ্যাটট্রিক জয়ে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৭১ এর পর গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম সময়ে এসেছে নতুন সম্ভাবনার- দিনাজপুরে মির্জা ফখরুল
সচিবালয়ে দুই দিক থেকে কেন আগুন, যা বললেন বুয়েটের অধ্যাপক ড. আরাফাত
সকলের ঐক্যমত্য নিশ্চিত হলেই ঢাবি নির্বাচন : ঢাবি উপাচার্য
আজ একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ
বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না: নৌ উপদেষ্টা
সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস
আজ বায়তুল মোকাররম মসজিদে খতমে নবুয়াতের মহাসম্মেলন, প্রধান অতিথি মসজিদুল আকসার ইমাম
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর আশ্রয়কেন্দ্রে ভিড়, ১২ ইসরায়েলি আহত
উত্তর ভারতের ঘন কুয়াশায় বিপর্যস্ত জীবন-যাত্রা
স্বাস্থ্যখাতে ক্লান্তি ও হতাশা, যুক্তরাজ্যে ডাক্তারদের জরিপের চিত্র
জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল
আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: ড.শফিকুল রহমান
হাজার কোটির 'ব্ল্যাক মানি' হজম করে কে না জানি!
সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হালিম আউট, নতুন কর্মকর্তা নুরুল আলম
রাশিয়ায় বাশার আল-আসাদকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবলীগের সাবেক সভাপতি হাসেম আলী গ্রেফতার
নববর্ষের শুরুতেই মাঝারি ভূমিকম্পে কাঁপলো সিলেট
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে ধরা হচ্ছে কাঁকড়া
কমল শাক-সবজির দাম, ক্রেতামনে স্বস্তি