মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়
১৮ অক্টোবর ২০২৩, ১০:০২ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পিএম
চোট কাটিয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে ফিরলেন লিওনেল মেসি। পুরোনো ছন্দেই দেখা গেল জাদুকরকে। দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকেই। পেরুর বিপক্ষে তার জোড়া গোলেই সহজ জয়ে পেয়েছে আর্জেন্টিনা।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পেরুর এস্তাদিও নাসিওনাল দে লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে পেরুকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধেই গোল দুটি করেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে টানা চতুর্থ জয় পায় লিওনেল স্কালোনির দল।
বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনাই। শুরু থেকে দুই দলই গোলের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু জালের দেখা মিলিছিল না। অবশেষে ৩২তম মিনিটে বাম প্রান্ত থেকে আক্রমণে উঠে নিকোলাস গনসালেজের বাড়ানো বলে বাঁ পায়ের দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন মেসি। উল্লাসে মাতে সফরকারী শিবির।
এই গোলের মধ্য দিয়ে উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজকে টপকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি (৩০)।
দশ মিনিট পর আবারও বাম প্রান্ত দিয়ে সফল আক্রমণ। এবার ডি বক্সে অপেক্ষারত মেসিকে বল বাড়ান এনসো ফের্নান্দেস। আবারও বাম পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন রেকর্ড সাতবারের বর্ষসেরাফুটবলার।
আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির ১০৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা ইরানের আলি দাইয়ির (১০৮) সঙ্গে ব্যবধান আরও কমালেন তিনি। ১২৭ গোল করে সবার উপরে ক্রিস্তিয়ানো রোনালদো।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ম্যাচে সর্বোচ্চসংখ্যক জোড়া গোলের রেকর্ডেও এখন ভাগ বসালেন মেসি। চিলির অ্যালেক্সিস সানচেজ ও বলিভিয়ার হোয়াকিন বোতেরোর সঙ্গে সমান ৫ বার করে ম্যাচে জোড়া গোল করেছেন। সব মহাদেশ মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডে মেসি এখন চতুর্থ। ৩৯ গোল নিয়ে শীর্ষে গুয়াতেমালার কার্লোস রুইজ। ৩৬ গোল নিয়ে দুইয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, ৩৫ গোল নিয়ে তিনে ইরানের আলী দায়ি ও ৩১ গোল নিয়ে চারে মেসি।
৫৯তম মিনিটে হ্যাটট্রিক হতে পারত মেসির। কিন্তু ভিএআরে গোল বাতিল হয়। পরেও সুযোগ মিললেও আর জালের দেখা পাওয়া যায়নি।
চার ম্যাচে শতভাগ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে দশ দলের তালিকায় শীর্ষে আর্জেন্টিনা। একই দিন ব্রাজিলকে ২-০ গোলে হারানো উরুগুয়ে ৪ ম্যাচে দুই জয়ে ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিনে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা।
এদিন চিলিকে ৩-০ গোলে হারায় ভেনেজুয়েলা। ঘরের মাঠে বলিভিয়াকে ১-০ গোলে হারায় প্যারাগুয়ে। একুয়েদর-কলম্বিয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি