শাস্তি হতে পারে ব্রাজিলের!
২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
ম্যাচ শুরু না হতেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি, এরপর পুলিশের লাঠিচার্জ। অনাকাক্সিক্ষত এই ঘটনার মধ্য দিয়ে শুরু হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। শেষ পর্যন্ত নিকোলাস ওতামেন্দির একমাত্র গোলে ম্যাচটি আর্জেন্টিনা জিতে নিলেও এর রেশ কাটেনি এখনও।
গতপরশু রিও ডি জেনেরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে ব্রাজিলিয়ান সমর্থকদের দুয়ো দেওয়া নিয়ে ঘটনার শুরু। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই ঘটনায় পুরো ফুটবল বিশ্বেই নিন্দার ঝড় উঠেছে। চোটের কারণে এই ম্যাচে না থাকলেও অন্যদের মতো এই দৃশ্য দেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। তার কণ্ঠেও ফুটে উঠেছে আতঙ্ক। সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ভালো, ক্লাসিক, উত্তাপময় এবং কঠিন লড়াই। ওই ম্যাচে খেললে আমি অনেক মার খেতাম, কিন্তু আমিও গোলমাল করতাম। সবকিছুই যেন পাগলাটে।’
সেই ঘটনায় আগের দিন নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হতে পারেনি। সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ দেখে মাঠেই প্রতিবাদ জানান আর্জেন্টাইন খেলোয়াড়রা। গ্যালারীর পাশে জড়ো হন তারা। এক পর্যায়ে খেলোয়াড়দের নিয়ে মাঠ ছেড়ে যান অধিনায়ক লিওনেল মেসি। এমনকি স্টেডিয়ামও ছাড়তে চেয়েছিলেন তারা। ব্রাজিলিয়ান পুলিশের এমন আচরণে সামাজিকমাধ্যমে নিন্দা জানিয়েছিলেন মেসিও, ‘আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা (ব্রাজিলিয়ান পুলিশ)। মাঠে খেলার চেয়ে সেসবেই তাদের মনোযোগ বেশি থাকে।’
এদিকে, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবরে এ কথা জানানো হয়েছে এই সংঘাতের ঘটনা তদন্ত করবে ফিফা। এতে ব্রাজিলের দায় প্রমাণিত হলে বিশ্বকাপ বাছাইয়ে দলটির পয়েন্ট কর্তন, আর্থিক জরিমানা অথবা ফাঁকা গ্যালারির সামনে খেলার শাস্তি হতে পারে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংঘাতের ঘটনায় ব্রাজিলের পুলিশ ও স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ একে অপরকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে। আর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ‘ফুটবলে সহিংসতার স্থান নেই’ উল্লেখ করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
ফিফা ডিসিপ্লিনারি কোড ভঙ্গের শাস্তি হতে পারে আর্থিক জরিমানা, একটি বা দুটি ম্যাচ ফাঁকা মাঠে খেলা (অথবা সীমিতসংখ্যক দর্শক নিয়ে), সংশ্লিষ্ট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলায় বাধ্যবাধকতা, পয়েন্ট কাটা যাওয়া অথবা প্রতিযোগিতা থেকে বহিষ্কারের মধ্যে যেকোনোটি। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত জানানোর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে পরবর্তী ম্যাচ খেলবে ২০২৪ সালের সেপ্টেম্বরে। সামনের মার্চ ও জুনে যে ফিফা উইন্ডো আছে, সেটিতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা