আর্নন্ডের শেষের গোলে সিটিকে রুখে দিল লিভারপুল
২৬ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ম্যানচেস্টার সিটি ১ : ১ লিভারপুল
রেকর্ডের রাতটা মধুর হতে হতেও হলোনা আরলিং হল্যান্ডের।লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে প্রথমার্ধে জালের দেখা পেয়েই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেন এই নরওয়েজিয়ান তারকা।প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলকের কীর্তি এখন হল্যান্ডের। আর সেই গোলে জয়ের পথেই ছিল পেপ গার্দিওলার দল।
তবে শেষ মুহূর্তে বাধ সাধলেন লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড।৮০ তম মিনিটে দারুণ এক গোলে অল রেডসদের সমতায় ফেরান আর্নল্ড।বাকি সময়ে আর কোন গোল না হলে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।ম্যাচে আধিপত্য দেখানোর পরেও ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিটির।
অবশ্য এদিন গোলের বেশ কিছু সহজ সুযোগ মিস না করলে পয়েন্ট হারাতে হতোনা স্বাগতিকদের। একাদশ মিনিটে লিভারপুল গোলরক্ষক এলিসনের ভুলে বিপদজনক জায়গায় বল পেয়ে গিয়েছিলেন সিটির ফিল ফোডেন।তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে জোরালো শট নিতে পারেননি তিনি। ২০ তম মিনিটে কার্টিস জোন্সের ভুল ব্যাক পাস অল্পের জন্য নাগাল পাননি হল্যান্ড।
তবে সাত মিনিট পরে নাথান আকের বাড়ানো বলে নিখুঁত ফিনিশে রেকর্ড করা গোলটি করেন এই নরওয়েজিয়ান তারকা।ইংল্যান্ডের শীর্ষ লিগে এটি তার ৫০তম গোল, কেবল ৪৮ ম্যাচে। প্রিমিয়ার লিগে আগের দ্রুততম ৫০ গোলের রেকর্ড ছিল অ্যান্ডি কোলের, তার লেগেছিল ৬৫ ম্যাচ।
একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধের বাকি সময়ে সমতা ফেরাতে পারেনি লিভারপুল। ৪৪তম মিনিটে ফোডেনের জোরালো শট আলিসন রুখে দিলে ১-০ স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরপরই ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ মিস করেন আলভারেস।৫৫ তম মিনিট পর হলান্ডের ভলিও যায় ক্রসবারের ওপর দিয়ে। সিটি ভক্তদের হতাশা আরও বাড়ে ৬৮ তম মিনিটে।
আলভারেসের কর্নার থেকে দারুণ হেডে প্রতিপক্ষের বল পাঠান রুবেন দিয়াস। কিন্তু বল নিয়ন্ত্রণে নেওয়ার জন্য লাফ দেওয়া আলিসনকে সিটির মানুয়েল আকঞ্জি ধাক্কা দেওয়ায় বাতিল হয় গোল।সেই হতাশা যেতে না যেতেই লিভারপুল পেয়ে বসে গোল।নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দশেক আগে সালাহর এসিস্ট থেকে বলরে জোরালো শটে এডারসনকে পরাস্ত করেন আর্নল্ড।
রেকর্ডের রাতে অবশ্য হল্যান্ড দলকে জয় এনে দিতে পারতেন শেষের চমৎকারে। অতিরিক্ত সময়ে চতুর্থ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে হেড নিয়েছিলেন এই নরওয়েজিয়ান তারকা। তবে সিটি ভক্তদের আক্ষেপে পুড়িয়ে সেটি অল্পের জন্য নিশানা মিস করে।
১৩ ম্যাচে ৯ জয় ও দ্বিতীয় ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা