সিঙ্গাপুর দল হোটেলে, সাবিনারা বাফুফে ভবনে!
২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী বুধবার রাতে ঢাকায় আসছে সিঙ্গাপুর জাতীয় নারী দল। আগামী ১ ও ৪ ডিসেম্বর রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। হ্যাংজু এশিয়ান গেমসের পর এ দুই ম্যাচ দিয়েই ফের মাঠে ফিরছেন সাবিনা খাতুনরা। দেশে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের আগে অতিথি দল ও স্বাগতিকদের আবাসন ব্যবস্থা নিয়ে সব সময়ই সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। ঢাকায় আসার পর সিঙ্গাপুর নারী দলের আবাসন ব্যবস্থা করা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মতো পাঁচ তারকা হোটেলে। আর বাংলাদেশ নারী দলকে রাখা হবে মতিঝিলের বাফুফে ভবনের ডরমেটরিতে! প্রীতি ম্যাচের আগে এ দুই দলের আবাসন ভেন্যু নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের ফুটবলবোদ্ধারা। তাদের বক্তব্য, বিদেশি ফুটবলাররা পাঁচ তারকা হোটেল থাকতে পারলে, বাংলাদেশের মেয়েরা কেন এই সুযোগ পাবে না?
গত জুলাই মাসে নেপাল জাতীয় নারী দল দুই প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল। বাংলাদেশের মেয়েদের দাবির প্রেক্ষিতে তখন নেপালের সঙ্গে সাবিনাদেরও হোটেলে রেখেছিল বাফুফে। জানা গেছে, বেতন বৃদ্ধির পর জাতীয় নারী দলের ফুটবলারদের এখন আর কোনো দাবি-দাওয়া নেই। তাই তাদের বাফুফে ভবনে থেকেই আন্তর্জাতিক ম্যাচ খেলতে হচ্ছে। কয়েক মাস আগেও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা ঠিকঠাক হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ মুহূর্তে সিঙ্গাপুর দল খেলতে অপারগতা প্রকাশ করলে সফর বাতিল করতে হয় বাফুফেকে। এবার অবশ্য অতিথি দল রাজী হওয়ায় খেলতে পারছেন সাবিনা-কৃষ্ণরা। এছাড়া হ্যাংজু এশিয়ান গেমসের পর অক্টোবরের শেষ সপ্তাহে লেবানন গিয়ে দু’টি ম্যাচ খেলার কথা ছিল লাল-সবুজের মেয়েদের। ওই সফরও বাতিল করতে হয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটের কারণে। বাফুফে লেবাননকে ঢাকা এসে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা রাজী হয়নি। ফলে লেবাননের বিপক্ষে ম্যাচ দু’টি খেলতে পারেনি বাংলাদেশ নারী দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই