নতুনদের বাজিয়ে দেখার সিরিজ
২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম
‘নতুনের জয়গান’ স্লোগান নিয়ে ওয়ানডে বিশ^কাপে গিয়ে হয়েছে হীতে বীপরিত। নিজেদের প্রিয় সংস্করণের এই বিশ^মঞ্চে সবচাইতে বাজে ফল নিয়ে ভারত থেকে ফিরতে হয়েছে বাংলাদেশকে। শুরুতে আফগানিস্তান ও শেষে শ্রীলঙ্কার বিপক্ষে- সবেধন নীলমণি এই দুই জয় সম্বল নিয়ে দেশে ফিরেছে সাকিব আল হাসানের দল। ওয়ানডে সুপার লিগের তিনে থাকা বাংলাদেশের বিশ^কাপ দল নির্বাচনে তারুন্যের আধিক্য আনতে সিনিয়রদের বাদ দেয়া এবং পরে ম্যাচে বার বার খেলোয়াড়দের ব্যাটিং অর্ডার বদলে যারপর নাই সমালোচিত হয়েছেন অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে অন্য ফরম্যাটেও তার পথ থেকে নড়ছেন না একরোখা হাথুরুসিংহে। বাংলাদেশ কোচের মতে, টেস্ট ক্রিকেটেও সিনিয়রদের বাদ রেখে পথ চলার এখনই মোক্ষম সময়।
গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর থেকে টানা সাদা বলের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এবার লাল বলের লড়াইয়ে ফিরছে তারা। সিলেটে আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। লাক্কাতুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। এই সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। একঝাঁক নিয়মিত ক্রিকেটার নেই এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। তবে এটিকে যতটা না চ্যালেঞ্জ, তার চেয়ে বেশি সম্ভাবনা হিসেবেই দেখছেন হাথুরুসিংহে। কোচের মতে, নতুনদের জন্য এটি বড় সুযোগ।
টানা ওয়ানডে খেলার পর লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়া খুব একটা সহজ নয়। বিশ্বকাপ শেষে দেশে ফিরেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নেমে যান মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদরা। শুরু থেকেই জাতীয় লিগে খেলেছেন মুমিনুল, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসানরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একমাত্র টেস্ট ম্যাচটি হয়েছে প্রায় পাঁচ বছর আগে। বড় দৈর্ঘ্যরে ম্যাচের জন্য এখানকার উইকেট, আবহ একটু অচেনা থাকা স্বাগতিক দলের জন্যও তাই অস্বাভাবিক নয়। তবে চ্যালেঞ্জের শেষ ওখানেই নয়। বাংলাদেশ দলও তো কিছুটা নতুন চেহারার!
সিলেটের মাঠে একমাত্র টেস্ট হয়েছে ২০১৮ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় ১৫১ রানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচ খেলা ¯্রফে ৫ জন ক্রিকেটার আছেন এবারের স্কোয়াডে। চোট ও ছুটির কারণে নেই তামিম ইকবাল, সাকিব, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, লিটনরা। ব্যাটিংয়ে অভিজ্ঞ বলতে ¯্রফে মুশফিক ও মুমিনুল। বোলিং বিভাগে তাইজুলের সঙ্গে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডের বাকিদের টেস্ট খেলার তেমন অভিজ্ঞতা নেই।
দলের নিয়মিত ক্রিকেটারদের ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই সহজ হবে না, জানেন হাথুরুসিংহেও। তবে দীর্ঘমেয়াদি ভাবনা থেকে এটিকেই বর্তমান দলের ক্রিকেটারদের জন্য সুযোগ হিসেবে দেখেন বাংলাদেশের প্রধান কোচ, ‘একসঙ্গে এতটা অভিজ্ঞতা হারানো একটা দলের জন্য চ্যালেঞ্জিং। সেটা যে কোন দলের জন্যই। বিশেষ করে বাংলাদেশের জন্য, কারণ ওরা সব সংস্করণেই বাংলাদেশের হয়ে ১৫ বছরের বেশি সময় ধরে খেলছে। কেউ কেউ ১০ বছর। একদিক থেকে এটা সবার জন্য সামনে তাকানোর সুযোগ, তরুণরা কেমন করে তা দেখার সুযোগ। আমি মনে করি, কিছু কিছু ক্রিকেটার যারা দীর্ঘ দিন ধরে খেলছে, তাদের বাইরে ভাবার এখনই সময়। তারা তো সবসময় খেলবে না। তবে নানা কারণে এটি হচ্ছে। আমি মনে করি, এটি রোমাঞ্চকর এবং তরুণ কয়েকজনের জন্য সুযোগ নিজের নামে পরিচিত হওয়ার ও লম্বা ক্যারিয়ার গড়ার।’
হাঁটুর অস্ত্রোপচার করা ইবাদত, কাঁধের চোটে থাকা তাসকিনদের অনুপস্থিতি পেস বোলিংয়ে তৈরি করেছে শূন্যতা। তাই দায়িত্ব বেড়েছে স্কোয়াডে থাকা অন্য তিন পেসার সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের ওপর। ম্যাচের দুই দিন আগে অনুশীলনেও এই তিন পেসারের সঙ্গে সেন্টার উইকেটে বাড়তি সময় কাটাতে দেখা গেল হাথুরুসিংহেকে। সংবাদ সম্মেলনেও তাদের প্রতি আস্থার কথা জানালেন প্রধান কোচ, ‘ওরা (তাসকিন, ইবাদত) আমাদের সেরা বোলার। আবারও বলছি, এটা অন্যদের জন্য এগিয়ে আসার সুযোগ। দীর্ঘদিন ধরে এক সেট বোলার নিয়েই এগোনো যাবে না, ওদের ওপর নির্ভর করা যাবে না। স্কোয়াডে থাকা খালেদ, শরিফুল ও হাসান মাহমুদের জন্য এটি সুযোগ। হাসান এখনও টেস্ট খেলেনি। এটি তাদের জন্য রোমাঞ্চকর। তারা কেমন করে তা, দেখতে মুখিয়ে আছি।’
নতুন চেহারার এই বাংলাদেশ দলের অধিনায়কও নতুন একজন। আঙুলের চোটে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ছুটি নেওয়ায় সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে এই সিরিজের দায়িত্ব পেয়েছেন শান্ত। আপাতত ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেও, দীর্ঘ মেয়াদে শান্তই হতে পারেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। তাই এই সিরিজটি তার অধিনায়কত্বের জন্যও অন্যরকম সুযোগ মনে করেন হাথুরুসিংহে, ‘নতুন অধিনায়কের জন্য এটি সুযোগ, নিজের নতুন লিডারশিপ গ্রুপ, নেতৃত্বের ধরন তৈরি করার। এটি ভিন্ন বিষয়। তার জন্য এটি যেমন সুযোগ, তেমনি অন্য ক্রিকেটারদের জন্যও সুযোগ, যেভাবে সে (শান্ত) নেতৃত্ব দেয়, তার সঙ্গে মানিয়ে নেওয়ার। আমি এসব পরিবর্তন নিয়ে খুবই রোমাঞ্চিত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
গাজার 'মানবিক অঞ্চল' নিয়ে উদ্বেগ ,ইসরায়েলি আক্রমণ অব্যাহত
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার