প্রিমিয়ার লিগে ফিরলেন নুনো
২১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
নটিংহ্যাম ফরেস্টের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নুনো এস্পিরিতো সান্তো। এক বিবৃতিতে প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে নতুন কোচের নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী আড়াই বছরের জন্য নুনোর সাথে ফরেস্টের চুক্তি সম্পন্ন হয়েছে। শনিবার সিটি গ্রাউন্ডে বোর্নমাউথের বিপক্ষে নুনোর অধীনে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন ফরেস্ট।‘
৪৯ বছর বয়সী পর্তুগীজ এই কোচ স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রিমিয়ার লিগে ১৩টির মধ্যে মাত্র একটিতে জয় পাওয়ায় মঙ্গলবার কোচের পদ থেকে কুপারকে ছাঁটাই করা হয়। এই মুহূর্তে ফরেস্ট প্রিমিয়ার লিগ টেবিলে রেলিগেশন জোন থেকে মাত্র এক ধাপ ও পাঁচ পয়েন্ট উপরে রয়েছে।
নভেম্বরে সৌদি পেশাদার ক্লাব আল-ইত্তিহাদ ছাড়ার পর থেকে চাকুরিবিহীন ছিলেন নুনো। কিন্তু দুই বছরের অনুপস্থিতি শেষে তিনি আবারো ইংলিশ ফুটবলে ফিরলেন। দুই বছর আগে চার মাসের জন্য টটেনহ্যাম হটস্পারের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে ১০টি ম্যাচে কাজ করার সুযোগ পেয়েছিলেন।
এর আগে চার বছর উল্ফসের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে প্রথম মেয়াদেই উল্ফস চ্যাম্পিয়নশীপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছিল। গত দুই মৌসুম টানা দ্বিতীয়বার টেবিলের সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে উল্ফস। নুনোর অধীনে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালেও খেলেছে উল্ফস। যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ অর্জন।
গত ছয় ম্যাচে পঞ্চম পরাজয়ের পর সিটি গ্রাউন্ড থেকে কুপারের বিদায় নিশ্চিত হয়। ৪৪ বছর বয়সী এই ওয়েলসম্যানের অধীনে ফরেস্ট ২০২২ সালে প্রিমিয়ার লিগে উন্নীত হয়। এর মাধ্যমে ২৩ বছর অনুপস্থিতির পর আবারো সর্বোচ্চ লিগে ফিরে আসে ফরেস্ট। ১৯৭৯ ও ১৯৮০ সালে দুইবার সাবেক ম্যানেজার ব্রায়ান ক্লফের অধীনে ইউরোপের শিরোপা জিতেছিল ফরেস্ট। তারপর থেকেই ইংলিশ লিগে অনিয়মিত হয়ে পড়ে। গত মৌষুমে প্রিমিয়ার লিগে টিকে থাকার কারনে সমর্থকদের দারুন সমর্থন পেয়েছেন কুপার।
কিন্তু গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে প্রচুর অর্থ ব্যয় করেও ফরেস্টের ভাগ্য বদলাতে না পারায় চাপে পড়েন কুপার। ফরেস্টের গ্রীক মালিক এভানগেলোস মারিনাকিস শেষ পর্যন্ত সাবেক এই সোয়ানসি বসের ওপর ধৈর্য্য হারিয়ে ফেলেছেন।
মারিনাকিস বলেছেন, ‘নটিংহ্যাম ফরেস্টের প্রত্যেকে স্টিভকে তার অসাধারন অবদানের জন্য ধন্যবাদ জানাতে চায়। তার কারনে ফরেস্ট প্রিমিয়ার লিগে ফিরে এসেছে যা ক্লাবের ইতিহাসে নি:সন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। ক্লাবের প্রতি প্রতিশ্রুতি ও ত্যাগের জন্য স্টিভের প্রতি আমরা কৃতজ্ঞ। একইসাথে নটিংহ্যামের সমর্থকদের সাথে ক্লাবের দারুন একটি যোগাযোগ তার কারনেই সম্ভব হয়েছে। স্টিভ সবসময়ই ক্লাবের বন্ধু হিসেবে থাকবে। সিটি গ্রাউন্ড তাকে সবসময় স্বাগত জানাবে। তার সুন্দর ভবিষ্যতের জন্য ফরেস্ট শুভকামনা জানাচ্ছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা