ব্যস্ত সূচী নিয়েই নতুন বছর শুরু জামাল-সাবিনাদের
০২ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ব্যস্ত সূচি নিয়েই নতুন বছর শুরু হয়েছে জামাল ভূঁইয়া-সাবিনা খাতুনদের। ২০২৪ সালের বছরজুড়েই বাংলাদেশের ফুটবলে থাকছে একের পর এক সূচি। এ বছর বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের মূল ব্যস্ততা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচকে ঘিরে। আর জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই বছর আগে নেপালে জেতা সাফ শিরোপা ধরে রাখা।
নতুন বছরে বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে ১ ফেব্রুয়ারি। এদিন ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপের খেলা। এরপর ১৯ থেকে ২৮ ফেব্রুয়ারির পর্যন্ত নারী জাতীয় দলের ফিফা উইন্ডো রয়েছে। মার্চের প্রথম দিন মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের ভেন্যু এখনো ঠিক হয়নি। মার্চে মাসেই বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ এবং ২৬ মার্চ একই দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবেন জামালরা। এর এক মাস আগে অ্যাওয়ে ম্যাচের ভেন্যু জানতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১ থেকে ৯ এপ্রিল এবং ২৭ মে থেকে ৪ জুন পর্যন্ত সাবিনা খাতুনদের আরেকটি ফিফা উইন্ডো থাকছে। ফেব্রুয়ারি উইন্ডোর পর বাফুফে এপ্রিল- মে উইন্ডো নিয়ে কাজ করবে। ৬ জুন কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলা অস্ট্রেলিয়া বাংলাদেশে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলবে। ১১ জুন বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ লেবাননের বিপক্ষে। জুনের শেষ সপ্তাহে বা ১ জুলাই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য সূচি। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ক্লাবগুলো নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। ৮ থেকে ১৬ জুলাই পর্যন্ত রয়েছে সাবিনাদের আরেকটি ফিফা উইন্ডো। ১৮ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের খেলা। এই টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারণ হয়নি। ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ রয়েছে। এই প্লে অফে জামালদের খেলতে হবে কি না তা নির্ভর করবে ১১ জুন লেবানন ম্যাচের পর। সেপ্টেম্বরে রয়েছে কিশোরদের আরও দু’টি জুনিয়র টুর্নামেন্ট। ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই এবং ১২ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। অক্টোবরে রয়েছে এএফসির জুনিয়র আরেকটি টুর্নামেন্ট। ১৯ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে। ওই মাসে ৭ থেকে ১৫ অক্টোবর পুরুষ ফুটবলে ফিফা উইন্ডো রয়েছে। ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রয়েছে নারী উইন্ডো। ওই উইন্ডোতে সাফ সিনিয়র নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি এবং টুর্নামেন্টের সময়সূচি নির্ধারিত হয়েছে ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। ১১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পুরুষ দল ও ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নারী ফিফা উইন্ডো রয়েছে। তবে এ বছর জাতীয় নারী ফুটবলে কোচ হিসাবে প্রথম কোন বিদেশিকে দেখা যেতে পারে। গেল বছর সেই ইঙ্গিতই দিয়েছিল বাফুফে।
জাতীয় দলের পাশাপাশি আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও ব্যস্ততা থাকবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন আগামী বছরের সূচি প্রকাশ করেনি। তাই বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক ম্যাচের সূচি এখনো পাওয়া যায়নি। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি চলবে ঘরোয়া নানা টুর্নামেন্ট ও লিগ। ২০২৩-২৪ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ফেডারেশন কাপ চলমান রয়েছে। মে মাসের মধ্যে ঘরোয়া ফুটবলের চলতি আসর শেষ হবে। এই বছর আগের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা ছাড়াও ফিফা র্যাঙ্কিংয়ে যথাসম্ভব ওপরের দিকে থাকার কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে জামাল-রাকিবদের। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় জামালদের স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দুই বছর ধরে দায়িত্ব পালন করা ৩৯ বছর বয়সী এই কোচ ২০২৩ সালে দারুণ কাজ করেছেন। এই কোচের অধীনে সব মিলিয়ে ২১ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ও ড্র সমান ৬টি করে, আর হার ৯টি। এর মধ্যে ২০২৩ সালে ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। সেখানে ৫টি জয়ের বিপরীতে চার হার। এছাড়াও রয়েছে চারটি ড্র। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর সেমিফাইনাল কিংবা প্রীতি ম্যাচে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্রও কম সাফল্য নয় জামাল ভূঁইয়াদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে