ডি ব্রুইনার শেষের ঝলকে সিটির রোমাঞ্চকর জয়
১৪ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ এএম
নিউক্যাসেলের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে নিশ্চিত পয়েন্ট হার থেকে বাঁচিয়ে মধুর এক জয় এনে দিয়েছেন দলের বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা।
তার শেষ মিনিট বিশেকের ম্যাজিকে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে পিছিয়ে থাকা সিটি শেষ পর্যন্ত মাঠ ছাড়তে পেরেছে ৩-২ ব্যবধানের জয় নিয়ে। ৭০ মিনিট পর্যন্ত সিটির একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেওয়া ক্যাসের রক্ষণভাগে দুইবার দুইবার চিড় ধরান এই তারকা মিডফিল্ডার। বদলি নামা ডি ব্রুইনা ৭৪তম মিনিটের দুর্দান্ত এক গোলে সমতা টানলেন।যোগ করার সময়ে পাওয়ার সিটির জয়সূচক গোলের কারিগরও ছিলেন তিনি। এর আগে ম্যাচের শুরুতে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সিটি।তবে ঘরের মাঠে উজ্জীবিত ফুটবল খেলা ক্যাসেলে মাত্র মিনিট দুয়েকের ব্যবধানে আদায় করে নেয় দুটি গোল।দলটির হয়ে জালের দেখা পান আলেকসান্দার ইসাক ও অ্যান্থনি।
এদিন অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ক্যাসেল। দ্বিতীয় মিনিটেই সিটির জালে বল পাঠায় নিউক্যাসল। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল।এরপরও বেশ কয়েকটি জোরালো আক্রমণে টিরক্ষণে চাপ সৃষ্টি করে যায় স্বাগতিকেরা।দলের ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমারাইশের ভুলে ষষ্ঠ মিনিটে আরও একটি গোলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় ক্যাসেল।
২৭তম মিনিটে ওয়াকারের ক্রস থেকে পাওয়া বল দারুণ দক্ষতায় ব্যাকহিল ফ্লিকে জালে পাঠান বের্নার্দো সিলভা।তিন মিনিট পরে সিটির এই পর্তুগিজ তারকাকে দারুন এক সেভে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত করেন ক্যাসেল গোলরক্ষক।
এরপর প্রথমার্ধের বাকি সময়টায় একক আধিপত্য ছিল স্বাগতিকদের। ৩৫তম মিনিটে ওয়াকারকে ফাঁকি দিয়েই বল সিটির জালে জড়ান আইজ্যাক। এর দুই মিনিট পর নিউক্যাসলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।
এগিয়ে দেখা ক্যাসেল বিরতির পরেও সিটিকে চাপে রাখে।জয় পেতে মরিয়া পেতে মরিয়া পেপ গার্দিওলা ৬৯ তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামান কেভিন ডি ব্রুইনাকে।নামার পর থেকে আলো ছড়িয়েছেন এই বেলজিয়াম তারকা। ৭৪ তম মিনিটে তার গোলেই সমতায় ফেরে সিটি।
রদ্রির কাছ থেকে বল পেয়ে দ্রুত এগিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুইনা।হার এড়ানো সিটি জয়ের দেখাও পায় তার হাত ধরেই।যোগ করা সময়ে আরেক বদলি অস্কার ববের করা গোলে এসিস্টের ভূমিকায় ছিলেন ব্রুইনা।
এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে সিটি। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট এক নম্বরে লিভারপুল
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ