আবারও একসাথে মাঠে মেসি-সুয়ারেজ
১৪ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি লুইস সুয়ারেজ আবারো মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে একত্রিত হয়েছেন। শনিবার মিয়ামিতে প্রথমবারের মত অনুশীলন করেছেন সুয়ারেজ। এ সময় উরুগুইয়ান এই তারকা বলেন, জুনে কোপা আমেরিকাকে সামনে রেখে ইন্টার মিয়ামিতে নিজেকে প্রস্তুত করে তোলার আশা তিনি করছেন।
৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। গতকালই ছিল সেখানে তার প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশন। এই ক্লাবে মেসি ছাড়াও বার্সেলোনার আরো দুই সতীর্থ জোর্দি আলবা ও সার্জিও বাসকুয়েটসের সাথেও সাক্ষাত হয়েছে সুয়ারেজের।
বর্ণাঢ্য ক্যারিয়ারে সুয়ারেজ আয়াক্স, লিভারপুল ও এ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন। গত মৌসুমে গ্রেমিওর হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৬ গোল করেছেন। নতুন ক্লাবে নিজেকে সফল একটি অবস্থানে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুয়ারেজ, ‘ফুটবল সবসময়ই একটি চ্যালেঞ্জিং জায়গা। ইন্টার মিয়ামি আমাকে এমএলএস জয়ের স্বপ্ন পূরনের দারুন একটি সুযোগ করে দিয়েছে। এই ক্লাবটি এখনো এমএলএস জিততে পারেনি।’
ইন্টার মিয়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের আগ্রহেই সুয়ারেজ এই ক্লাবে এসেছেন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এমএলএস’র নতুন মৌসুম শুরু হচ্ছে।
নতুন ক্লাবে পুরনো বন্ধুদের ফিরে পেয়ে দারুন আনন্দিত সুয়ারেজ বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সবাই আবারো একসাথে হয়েছি। আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক কথা হয়েছে। মাঠে আমরা একে অপরকে কতটা ভাল জানি সেটাই এই ক্লাবে আবারো প্রমান হবে। যতটা সম্ভব মিয়ামিতে ফুটবলকে উপভোগ করার চেষ্টা করবো। আমরা সবসময়ই জিততেই মাঠে নামি, এটা আমাদের ডিএনএ’তেই আছে।’
ইন্টার মিয়ামির কোচ হিসেবে কাজ করছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক বস জেরার্ডো মার্টিনো। সুয়ারেজ মনে করেন মার্টিনোর অধীনে অভিজ্ঞ কিছু খেলোয়াড়ের কারনে কার্যত এখানকার তরুনরা দারুন উপকৃত হবে। এখানে বয়স কোন বিষয় না, মাঠে কে কতটা ত্যাগ স্বীকার করছে সেই প্রতিশ্রুতির দিকে সবাই তাকিয়ে থাকবে।
গত নভেম্বরে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সুয়ারেজ। এই মুহূর্তে জাতীয় দলের প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে মূল দলে খেলার সুযোগ পান ডারউইন নুনেজ। বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে সুয়ারেজ বদলী হিসেবে খেলতে নেমেছিলেন। তবে সুয়ারেজ আশা করছেন কোপা আমেরিকা দলেও তিনি ডাক পাবেন।
এ সম্পর্কে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এসে এখানকার পরিবেশে খেলতে পাবার অভিজ্ঞতা আমি কোপায় কাজে লাগাতে চাই। ব্রাজিলিয়ান লিগে আমি বেশ কিছু ভাল ম্যাচ খেলেছি। শারিরীক ভাবে সেখানে আমাকে যতটা পরিশ্রম করতে হয়েছে আশা করছি এখানেই সেই একইভাবে আমাকে কাজ করতে হবে। আমি চাই আমার নাম দেখে নয়, পারফরমেন্স বিচারে কোচ আমাকে বিবেচনা করবেন।’
এদিকে মার্টিনো জানিয়েছেন বার্সেলোনার সাবেক তারকাদের আবারো একসাথে মাঠে নিজেদের নামের প্রতি সুবিচার করতে তিনি দেখতে চান। প্রথম দিনের অনুশীলন প্রসঙ্গে মার্টিনো বলেছেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল সেশনে কাজ শেষ করেছি। ঐ ২০ মিনিটে আমি দেখেছি এই চারজন একসাথে যেভাবে খেলে আসছে তা এখনো ভুলেনি। ফুটবলের নান্দনিক সৌন্দয্য এই ২০ মিনিটে দেখা গেছে।’
আগামী ১৯ জানুয়ারি সান সালভাদোরে এল সালভাদোর জাতীয় দলের সাথে একটি প্রীতি ম্যাচ দিয়ে মৌসুম শুরুর পরীক্ষা দিতে যাচ্ছে মিয়ামি। এরপর প্রাক-মৌসুমে তাদের আরো বেশ কিছু প্রীতি ম্যাচ রয়েছে। টেক্সাসে এফসি ডালাসের সাথে খেলার পর সৌদি আরবের ক্লাব আল হিলাল ও এরপর ২৯ জানুয়ারি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসরের মুখোমুখি হবে মিয়ামি। তিনদিন পর ৪ ফেব্রুয়ারি হংকংয়ে অল-স্টার ক্লাব ও টোকিওতে জে লিগ ক্লাব ভিসেল কোবের মোকাবেলা করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম শেষ করবে মিয়ামি। ছয় দিন পর রিয়াল সল্ট লেককে আতিথ্য দেবার মধ্য দিয়ে এমএলএস মৌসুম শুরু করবে মেসির দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ