তুরস্কে গ্রেপ্তার ইসরাইলের ফুটবলার
১৬ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
ফুটবল ম্যাচে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের বার্তা প্রদর্শন করায় ইসরাইলের এক ফুটবলারকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। সাগিব জেহেসকেল নামের ওই ফুটবলারকে ‘তুরস্কের মূল্যবোধবিরোধী কর্মকাÐ’- এর জন্য তার দল আন্তলিয়াসপোর থেকে বহিষ্কারও করা হয়েছে। এর আগে তুরস্কের বিচারমন্ত্রী জানিয়েছিলেন, জেহেসকেলের বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগে তদন্ত চলছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইসরাইল জাতীয় দলের খেলোয়াড়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় গতপরশু রাতে জেহেসকেলকে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে। ২৮ বছর বয়সী এই ইসরাইলের ফুটবলার তুর্কি সুপার লিগে আন্তালিয়াসপোরের হয়ে ত্রাবজোন্সপোরের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে গোল করেন। গোলের উদযাপনে ক্যামেরার সামনে নিজের বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ দেখান জেহেসকেল। ব্যান্ডেজে লেখা ছিল ‘এক শ দিন। ০৭/১০’। সঙ্গে ডেভিডের তারকা চিহ্ন, যা ইহুদি আত্মপরিচয় ও ইহুদিধর্মের স্বীকৃত প্রতীক হিসেবে ব্যবহার হয়ে থাকে। জেহেসকেলের বার্তায়, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস কর্তৃক ইসরাইলে হামলা ও এর এক শ দিন পূর্তিকে বোঝানো হয়। ওই হামলায় মারা যান ১ হাজার ১৪০ জন, অপহৃত হন ২৫০। ইসরাইল বলছে, এখনো গাজায় ১৩২ জন জিম্মি রয়েছে। হামাসের হামলার পর গাজায় নির্বিচার আক্রমণ চালায় ইসরাইল।
হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত ইসরাইলের হামলায় নারী, শিশুসহ ২৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্বিচার হামলার ঘটনায় তুরস্কে ইসরাইলবিরোধী জনমত আগের চেয়ে বেড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। এর মধ্যেই তুরস্কের মাটিতে গোলের উদযাপনে যুদ্ধের বার্তা সামনে আনলেন জেহেসকেল, যেটিকে ‘জনসাধারণের মধ্যে ঘৃণা ও শত্রæতা উসকে দেওয়া’ কর্মকাÐ বলে মন্তব্য করেছেন দেশটির বিচারমন্ত্রী ইয়িলমাজ তাঙ্ক। গাজার গণহত্যায় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে জেহেসকেলের বিরুদ্ধে তদন্ত শুরুর কথাও জানান তিনি। স্থানীয় গণমাধ্যমের সূত্রে টাইম জানিয়েছে, রোববার রাতে তুরস্ক ত্যাগের প্রস্তুতির সময় জেহেসকেলকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে আন্তালিয়াসপোর এক বিবৃতিতে জানায়, ‘দেশের মূল্যবোধবিরোধী কার্যক্রমের’ জন্য জেহেসকেলকে বহিষ্কার করা হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট সিনান বোজতেপে তুরস্কের বার্তা সংস্থা দেমিরোরেনকে বলেন, জেহেসকেলের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। গত সেপ্টেম্বরে ২০২৬ সাল পর্যন্ত আন্তালিয়াসপোরে খেলার জন্য চুক্তিবদ্ধ হন এই ইসরাইলি ফুটবলার। তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) জেহেসকেলের আচরণের নিন্দা জানিয়ে আন্তালিয়াসপোরের সিদ্ধান্তকে যথাযথ উল্লেখ করে বিবৃতি দিয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ