প্রিমিয়ার ফুটবল লিগের দুই ম্যাচই ড্র
২৮ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম রাউন্ডে শেষ দুই ম্যাচই ড্র হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের পঞ্চম ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্র গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে। অন্যদিকে একই দিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েও জয় আদায় করে নিতে পারেনি পুলিশ। এ ম্যাচটিও শেষ হয়েছে গোলশূন্য অমিমাংসিত অবস্থায়। তবে এই ড্র’তে ১ পয়েন্ট পেয়ে ঢাকা আবাহনী লিমিটেডকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসলো পুলিশ। পাঁচ খেলায় দু’টি করে জয় ও হার এবং এক ড্রতে তাদের পয়েন্ট ৭। সমান ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট ৭ হলেও গোল ব্যবধানে তাদেরকে পেছনে ফেলেছে পুলিশ।
তবে এবারের মৌসুমটা ভালো যাচ্ছে না ট্রেবলজয়ী খ্যাত শেখ রাসেল ক্রীড়া চক্রের। চলমান বিপিএলে নিজেদের নামের প্রতি সুবিচার করে খেলতে পারছে না দলটি। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটি জয় এবং দু’টি করে ড্র ও হারে ৫ পয়েন্ট নিয়ে দশ দলের লিগে তালিকার অষ্টম স্থানে আছে তারা! শেখ রাসেলের মতো দলের জন্য এটা দুঃসংবাদই বটে। যদিও এবারের প্রিমিয়ার লিগে তাদের শুরুটা হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়েই। সেই জামাল এখন তালিকায় সেরা পাঁচে থাকলেও রাসেল আছে নিচের সারির দলের সঙ্গে। কারণ ঐ ম্যাচটির পর আর একটি ম্যাচেও জিততে পারেনি রাসেল। দ্বিতীয় ম্যাচে মোহামেডানের সঙ্গে ১-১ গোলের ড্র করলেও পর পর দুই ম্যাচে হেরে যায় তারা। শনিবার শেখ রাসেল-ফর্টিস এফসি ম্যাচে দু’দল সমান তালে খেললেও খুব বেশি গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি কেউই। তবে রাসেলের তুলনায় ফর্টিস আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র’তে। দ্বিতীয়ার্ধেও দুই দল খেলেছে সাদা-মাটা ফুটবল। তাই কাংখিত গোলের দেখা মিলেনি। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দু’টি কর্ণার পায় ফর্টিস। কিন্তু গোল আদায় করতে পারেনি তারা। যোগকরা সময়ে (৯০+১ মিনিটে) সতীর্থের কাছ থেকে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি রাসেলের ফরোয়ার্ড সুমন রেজা। শেষ মূহুর্তে (৯০+৬ মিনিটে) ভালো একটি সুযোগ এসেছিল রাসেলের। পেনাল্টি সীমানার কাছেই ফ্রি কিক পায় তারা। সুমনের স্পট কিক চলে যায় মাঠের বাইরে। ফলে গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ।
এদিকে এবারের বিপিএলে প্রথম খেলা থেকেই ম্যাচসেরা খেলোয়াড় ও মাসসেরা রেফারির পুরস্কার দিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এ উদ্যোগ প্রথম হলেও নিঃসন্দেহে তা প্রশংসার দাবীদার। এতে খেলোয়াড়দের পাশাপাশি রেফারিরাও নিরপেক্ষ রেফারিংয়ে উদ্বুদ্ধ হবেন। এ ধারাবাহিকতায় ডিসেম্বর মাসের সেরা রেফারি নির্বাচিত হয়েছেন আলামগীর সরকার। কাল শেখ রাসেল-ফর্টিস এফসি ম্যাচ শেষে আলমগীর সরকারের হাতে মাসসেরা রেফারির পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বসুন্ধরা কিংসের সভাপতি মো. ইমরুল হাসান। পুরস্কার হিসেবে আলমগীর সরকার নগদ ৫০ হাজার টাকা ও একটি ক্রেস্ট পান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ