বার্সা ছাড়ার ঘোষণা দিলেন শাভি
২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম
দল যত বাজে অবস্থার মুখোমুখি হচ্ছিল ততই বাড়ছিল চাপ। প্রবল সেই চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন শাভি এর্নান্দেস। মৌসুম শেষ হওয়ার পরই বার্সেলোনার কোচের পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-৩ ব্যবধানে হারের পর হঠাৎ করেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান শাভি।
এই হারে লিগ শিরোপা ধরে রাখা আরও কঠিন হয়ে যায় বার্সার। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ২১ ম্যাচেই তারা পিছিয়ে পড়েছে ১০ পয়েন্ট।
এ মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বার্সা। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানোর পর গত সপ্তাহে বার্সা বিদায় নিয়েছে কোপা দেল রে থেকেও।
ভিয়ারিয়ালের কাছে হারের পর প্রিয় ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে শাভি বলেন, ‘আমি ৩০ জুন চলে যাচ্ছি। সভাপতি এবং স্টাফদের সঙ্গে মিলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একজন বার্সেলোনা–সমর্থক হিসেবে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত। আমার মনে হয়, ক্লাবের সবদিক দিয়েই পরিবর্তন দরকার। কেউ আমাকে বলেছিল বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। কিন্তু এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।’
২০২১ সালের নভেম্বরে রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হন শাভি। পরাক্রমশালী বার্সা তখন ভঙ্গুর এক দল। দলটির সোনালী সময়ের এই তারকা খেলোয়াড় যখন ক্লাব ছাড়েন তখন দলটি ছিল ট্রেবলজয়ী। সেই দলটিই লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকেই ধুঁকছিল। দায়িত্ব নিয়ে দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন শাভি। পরের মৌসুমেই জেতেন লিগ শিরোপা। কিন্তু নতুন মৌসুমে শাভি দেখছেন মুদ্রার উল্টো পিঠ।
মৌসুমের বাকি সময়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন এই স্প্যানিশ কোচ, ‘আমি ক্লাবের একজন হিসেবে চিন্তা করেছি। আমার মনে হয়েছে, চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। যে চার মাস বাকি আছে, আমি সবকিছু দিয়েই চেষ্টা করব। আমি মনে করি আমাদের ভালো একটি মৌসুম হবে।’
সরে যাওয়ার সিদ্ধান্তের পেছনে সাংবাদিকদেরও দায় আছে বলে জানালেন শাভি, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে, আপনি মূল্য পাচ্ছেন না৷ আপনারা দেখবেন, কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গেই হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে থাকে না।’
‘এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে হালকা করতে সাহায্য করবে। খেলোয়াড়েরা আবারও মুক্ত অনুভব করবে। অর্থের দ্বারা চালিত হয়ে আমি সিদ্ধান্ত নিই না। আমার চুক্তি কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নিই।’
লিগ শিরোপা থেকে দূরে সরে গেলেও চ্যাম্পিয়ন্স লিগের জন্য দল লড়াই করবে বলে জানালেন শাভি। ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলে এই মুহূর্তে হয়তো বিদায়ের ঘোষণা দিতেন না বলে স্বীকার করেছেন তিনি। তবে একইসাথে জানিয়েছেন বেশ কিছুদিন আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এসময় তিনি তার প্রতি আস্থা রাখার জন্য সভাপতি হুয়ান লাপোর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।
‘এখন সবকিছু শান্ত হবে। আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়তে পারব। এই সিদ্ধান্তের পর আপনারা আমাকে আর শেষ করে দেবেন না। আমি সবচেয়ে বেশি দায়ী। আমি এই সিদ্ধান্ত আরও আগে নিয়েছি। (ভিয়ারিয়ালের বিপক্ষে) জিতলে ঘোষণাটা আমি আরও পরে দিতাম। আমি লাপোর্তাকে ধন্যবাদ দিতে চাই। অধ্যায়টা শেষ। হ্যাঁ, আমি চেষ্টা করেছি।’
১৯৯৮-২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনায় মিডফিল্ডার হিসেবে খেলেছেন শাভি। এসময় ক্লাবটির হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা এই তারকা বার্সেলোনার কোচের দায়িত্ব নেন ২০২১ সালে। এই সময়ের মধ্যে তার হাত ধরে একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতে বার্সেলোনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ