অবশেষে রহমতগঞ্জের ড্র’র বৃত্ত ভাঙলো বসুন্ধরা
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা সাত ম্যাচে ড্র করে অপরাজিত ছিল পুরান ঢাকার জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বিপিএলের এবারের আসরে এমন রেকর্ড একমাত্র তাদেরই ছিল। তবে অষ্টম রাউন্ডে এসে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে হোঁচট খেতে হলো তাদেরকে। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের অষ্টম ম্যাচে স্বাগতিক দল শুরুতে পিছিয়ে থেকে ৪-১ গোলে হারায় রহমতগঞ্জকে। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন, ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো এবং দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গমেজ ও রবসন রবিনহো একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন ঘানার ফরোয়ার্ড এমেস্ট বুয়েটাং। একই দিন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে অপেক্ষাকৃত দূর্বল ফর্টিস এফসি’র কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
শুক্রবার কিংস অ্যারেনার ম্যাচে বসুন্ধরার জার্সিতে ছিল ভিন্নতা। বর্তমান চ্যাম্পিয়নদের সব খেলোয়াড়ের জার্সির নাম ও নাম্বারগুলো ছিল মাতৃভাষায় লেখা। সামনের অংশে শহীদ মিনারের ছবি ও বাংলা বর্ণমালা। মূলত ভাষা আন্দোলনের মাস বলে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানাতেই বসুন্ধরা কিংস এ ধরণের উদ্দ্যোগ নেয়। তবে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই গোল হজম করে বসুন্ধরা। কিংস অ্যারেনার সবাই স্তব্ধ করে এগিয়ে যায় জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ। এসময় বাঁ প্রান্ত থেকে সুশান্ত ত্রিপুরার ডান পায়ের ফ্রি কিক বক্সে জটলার মধ্যে থেকে মাথা ছুইয়ে কিংসের জালে পাঠান ঘানার ফরোয়ার্ড এমেস্ট বুয়েটাং (১-০)। এরপরের কাহিনী অবশ্য শুধুই বসুন্ধরা কিংসের। পিছিয়ে পড়ার পর যেন জ্বলে ওঠে তারা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে রহমতগঞ্জের রক্ষণদূর্গকে। ১৭ মিনিটে ডান প্রান্ত থেকে রবিনহোর কর্ণার বক্সে ক্লিয়ার হয়। ১৮ মিনিটে ফ্রি কিক পায় কিংস। ডান প্রান্ত থেকে মিগুয়েল দামাসেনোর ফ্রি কিক ফিরিয়ে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। ১৯ মিনিটে বল নিয়ে দ্রুত গতিতে রহমতগঞ্জের বক্সে ঢুকে পড়েন রাকিব। সুশান্ত ত্রিপুরার বাধার মূখে ঠিকভাবে শট নিতে পারেননি। বল ক্লিয়ার করেন নাঈম। ২২ মিনিটে বাঁ প্রান্ত থেকে বক্সে ক্রস করেন রবিনহো, বক্সের বাঁ প্রান্তে লাফিয়ে উঠে হেড নেন রাকিব। তবে বল বার ঘেষে বাইরে চলে যায়। ২৩ মিনিটে রাকিবের আরও একটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু চেষ্টা অব্যাহত রাখেন রাকিব এবং গোলও পান। ম্যাচের ২৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে রবসন রবিনহোর ক্রস বক্সে ক্লিয়ার করেন সুশান্ত ত্রিপুরা। তবে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বক্সের মাথায় বল পেয়ে মাসুক মিয়া জনি বক্সের ডান প্রান্তে তা পাঠান। বল বুঝে নিয়ে ডান পায়ের শটে রহমতগঞ্জের জাল কাঁপান রাকিব (১-১)। সমতায় থেকে দু’দল বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ছন্দময় ফুটবল উপহার দিয়ে আরও তিন গোল আদায় নেয় বসুন্ধরা। ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যায় তারা। এসময় রহমতগঞ্জের বক্সের বেশ কাছেই ফ্রি কিক পায় বসুন্ধরা। মিগুয়েল ও রবিনহো দু’জনই বলের কাছাকাছি দাড়িয়ে ছিলেন। বোঝার উপায় ছিল না শটটি আসলে কে নেবেন। নিজেদের মধ্যে আলোচনা সেরে শট নেন মিগুয়েল। তার বাঁ পায়ের দারুণ শট রহমতগঞ্জের রক্ষণ দেয়াল টপকে জাল স্পর্শ করে (২-১)। ৮৯ মিনিটে বসুন্ধরার বিশ্বনাথ ঘোষের শট অল্পের জন্য খুঁজে পায়নি জাল। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৩ মিনিটে) তিন ডিফেন্ডারকে কাটিয়ে মিগুয়েল বল বাড়িয়ে দেন সতীর্থের উদ্দ্যেশ্যে। বাম দিকের পোস্টের কাছ থেকে বলে ফাইনাল টাচ দিয়ে গোল করেন ডরিয়েলটন (৩-১)। যোগকরা সময়ের ছয় মিনিটে (৯০+৬ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা। এসময় মিগুয়েলকে বক্সে ফাউল করেন রহমতগঞ্জের গোলরক্ষক নাঈম। রবিনহোর স্পট কিকে চতুর্থ গোলটি পায় বসুন্ধরা কিংস (৪-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচ জিতে আট খেলায় সাত জয় ও এক হারে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকলো বসুন্ধরা। সমান ম্যাচে সাত ড্র ও এক হারে ৭ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রহমতগঞ্জ।
এদিন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পুলিশ-ফর্টিস ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে দ্বিতীয়ার্ধে শুরুর ছয় মিনিটের মধ্যে লিড নেয় ফর্টিস। ম্যাচের ৫১ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর গোল করে ফর্টিসকে এগিয়ে দেন (১-০)। ৮০ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন পুলিশের ভেনিজুয়েলার ফরোয়ার্ড এ্যাডওয়ার্ড মরিল্লো (১-১)। যোগকরা সময়ে (৯০+৪ মিনিটে) ইউক্রেনের মিডফিল্ডার ভালেরির গোলে ফের এগিয়ে যায় ফর্টিস (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই ঘরে ফেরে তারা। ম্যাচ জিতে আট খেলায় দুই জয় এবং তিনটি করে ড্র ও হারে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠলো ফর্টিস। সমান ম্যাচে দুই জয়, এক ড্র ও পাঁচ হারে ৭ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে পুলিশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ