মোহামেডান-আবাহনীর ড্র’র দিন রাসেলের বড় জয়
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম রাউন্ডে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের ড্র’র দিন ব্রাদার্সের বিপক্ষে বড় জয় পেল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে মোহামেডান গোলশূন্য ড্র করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে ২-২ ব্যবধানে রুখে দেয় চট্টগ্রাম আবাহনী। আর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় লিগের অন্য ম্যাচে বুরুন্দির ফরোয়ার্ড সুলেমানি ল্যান্ড্রির হ্যাটট্রিকে শেখ রাসেল ৪-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। বিজয়ী দলের হয়ে ল্যান্ড্রি তিন গোল করলে অন্য একটি গোল করেন স্থানীয় ফরোয়ার্ড সুমন রেজা।
কাল ময়মনসিংহে মোহামেডান-জামাল ম্যাচে শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। ম্যাচের নির্ধারিত সময়ে দু’দল বেশ ক’টি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে দেখা মেলেনি কাঙ্খিত গোলের দেখা। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হয়। ষষ্ঠ রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ ব্যবধানে হারানোর পর এটা দ্বিতীয় ড্র মোহামেডানের। আগের রাউন্ডে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আলফাজ আহমেদের শিষ্যরা। তবে শেখ জামালের সঙ্গে ড্র করে এখনও তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে সাদাকালোরা। আট ম্যাচে চারটি করে জয় ও ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পরেই আছে মোহামেডান। সমান ম্যাচে তিন জয়, এক ড্র ও চার হারে ১০ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে শেখ জামাল।
এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পায় ঢাকা আবাহনী। সুযোগটি কাজে লাগিয়ে ঢাকার আকাশী-হলুদদের এগিয়ে দেন গ্রানাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট (১-০)। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের ৩৬ মিনিটে ঢাকা আবাহনীকে দ্বিতীয় গোল উপহার দেন সেই স্টুয়ার্টই (২-০)। তবে দুই গোলে পিছিয়ে থেকে মনোবল হারায়নি চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধেই একটি গোল শোধ দেয় তারা। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩ মিনিট) নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ওজুখুয়ের পেনাল্টি গোলে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী (১-২)। প্রথমার্ধে দুই গোল করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি ঢাকা আবাহনী। ফলে আর গোলও পায়নি তারা। উল্টো ম্যাচের ৫৪ মিনিটে আরও এক গোল হজম করে ঢাকার অভিজাত পাড়ার দলটি। এসময় নিজের গোলের জোড়া পূর্ণ করেন চট্টগ্রাম আবাহনীর ডেভিড ওজুখু (২-২)। ম্যাচের বাকি সময় দু’দলই চেষ্টা করে এগিয়ে যেতে। কিন্তু আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে চট্টগ্রামের সঙ্গে হতাশার ড্র করেই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। আট ম্যাচ শেষে চার জয় এবং দু’টি করে ড্র ও হারে ১৪ পাওয়া ঢাকা আবাহনীর অবস্থান তিনে। সমান ম্যাচে দু’টি করে জয় ও হার এবং চার ড্রতে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী।
অন্যদিকে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। একে তো নিজেদের চেনা মাঠ,তার উপর দুর্বল প্রতিপক্ষ। তাই গোল দিতে কোন কার্পণ্য করেনি রাসেল। গোলের হালি পূর্ণ করেই মাঠ ছাড়ে তারা। যার শুরুটা হয়েছিল ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায়। এসময় সুমন রেজার গোলে এগিয়ে শেখ রাসেল (১-০)। বাকি সময়টা ম্যাচে আধিপত্য দেখিয়েছেন রাসেলের বুরুন্দির ফরোয়ার্ড সুলেমানি ল্যান্ড্রি। ৩৭,৩৯ ও ৬০ মিনিটে ব্রাদার্সের জাল কাঁপিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি (৩-০)। তবে ম্যাচের ৭০ মিনিটে ব্রাদার্সের স্থানীয় ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল একটি গোল শোধ দেন (১-৪)। তার এই গোল শেষ পর্যন্ত সান্তনা হয়েই থাকলো ব্রাদার্সের জন্য। ম্যাচ জিতে আট খেলায় দুই জয় এবং তিনটি করে ড্র ও হারে ৯ পয়েন্ট পেয়ে এক লাফে নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠলো শেখ রাসেল। সমান ম্যাচে তিন ড্র ও পাঁচ হারে মাত্র ৩ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের অবস্থান সবার শেষে। কালকের এই তিন ম্যাচ দিয়েই শেষ হলো বিপিএলের অষ্টম রাউন্ডের খেলা। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে নবম রাউন্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক