ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
জোড়া পুরস্কার সাগরিকার

অবশেষে সাফ সেরার ট্রফি পেল মেয়েরা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল সেরার খেতাব জিতেছে গত ৮ ফেব্রুয়ারি। অথচ সেই দিন চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পায়নি লাল-সবুজের মেয়েরা। কারণ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নাটকীয় ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। ঘটনাবহুল ফাইনালের পর যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে যেখানে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠার কথা ছিল বাংলাদেশের মেয়েদের. সেখানে তারা প্রাণহীন আনন্দই করেছে। কারণ এককভাবে চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার কথা ছিল স্বাগতিক দলেরই। অথচ সেই ট্রফিতেই ভাগ বসালো ভারত। ফাইনালের পর দু’দলের অধিনায়কের গ্রহণ করা চ্যাম্পিয়ন ট্রফি বুঝিয়ে দেয়া হলো অতিথি দল ভারতকে। তখন সাফ ঘোষণা করেছিল আরেকটা ট্রফি বানিয়ে বাংলাদেশ দলকে দেয়া হবে। অবশেষে সাফ সেরার সেই ট্রফি ১০ দিন পর বুঝে পেল বাংলাদেশের মেয়েরা। গতকাল দুপুরে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সামনের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৯ সাফজয়ী বাংলাদেশ দলের মেয়েদের হাতে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, মো, ইলিয়াছ হোসেন, মো. নূরুল ইসলাম নূরু, মহিদুর রহমান মিরাজ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের তারকা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। তিনি পেয়েছেন সর্বাধিক গোলদাতার পুরস্কারও। এক কথায় যুবতীদের এই সাফ চ্যাম্পিয়নশিপের সব আলো কেড়ে নিয়েছেন ঠাকুরগাঁয়ের মেয়ে সাগরিকা। তাই বলা যায় মহানাটকে ভরা এই টুর্নামেন্ট সাগরিকাময় হয়েই থাকলো। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৪ গোল করেছেন সাগরিকা। তার সমান গোল করেন ভারতের পুজা ও শিবানি দেবি। তিনজন যৌথভাবে সর্বাধিক গোলদাতা নির্বাচিত হন। আসরের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে সাগরিকা করেছিলেন জোড়া গোল। এরপর রাউন্ড রবিন লিগে ভারতকে ১-০ ব্যবধানে হারানো ম্যাচেও গোলটি আসে সাগরিকার পা থেকেই। আর ফাইনালে ভারত যখন ১-০ গোলে এগিয়ে থেকে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল, ঠিক তখন ৯২ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিলেন সাগরিকা। গত ৮ ফেব্রুয়ারি ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে পাঁচটি করে শটের সবগুলোতে গোল করে দু’দলই। সাডেন ডেথেও একই অবস্থা। দুই দলের ৬ জন করে শট নিয়ে লক্ষ্যভেদ করেন। ফলে পেনাল্টি শুটআউটে ব্যবধান দাঁড়ায় ১১-১১। এরপরই ঘটে নাটকীয় সেই ঘটনা। নিয়ম ভেঙ্গে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া রেফারিকে ডেকে নিয়ে টসের মাধ্যমে শিরোপা নিষ্পত্তির সিদ্ধান্ত দেন। টসে ভারত জিতে চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন শুরু করলে আপত্তি জানায় বাংলাদেশ দল। পরে অনেক আলোচনার পর যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেয় সাফ। কাল চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পাওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতার পুরস্কার পেয়ে খুব খুশি সাগরিকা। ১০ দিন পর এমন পুরস্কার পাবেন জানতেনই না এই প্রতিভাবান ফরোয়ার্ড। পুরস্কার জিতে তাৎক্ষণিকভাবে নিজ প্রতিক্রিয়ায় সাগরিকা বলেন,‘আজই (গতকাল) সুখবরটি জেনেছি। সকালে জেনেছি, আমি সর্বাধিক গোলাদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও মনোনীত হয়েছি। বাবা-মা আগে খবরে দেখেছিলেন। তবে তারা আমাকে কিছু বলেননি। জেনেছি সকালে। অনূর্ধ্ব-১৯ দলে এটাই আমার প্রথম টুর্নামেন্ট। দুই সেরা পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। খুব খুশি হয়েছি।’ তিনি যোগ করেন,‘আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য আরো বেশি ভালো খেলে দলে অপরিহার্য খেলোয়াড় হিসেবে জায়গা তৈরি করতে চাই।’
বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার সতীর্থ সাগরিকার প্রশংসা করে বলেন, ‘সাগরিকা অত্যন্ত ভালো খেলোয়াড়। ওর উপর আমাদের আস্থা ছিল সে গোল করবে এবং করেছেও।’ নারী দলের কোচ হিসেবে প্রথম সাফল্য পেলেন সাইফুল বারী টিটু। তিনিও খানিকটা তৃপ্ত, ‘ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমন একটা বোঝা ছিল আমার উপর। চ্যাম্পিয়ন হয়ে সেই দায়িত্বটা পূরণ করতে সক্ষম হয়েছি। তবে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে আরো ভালো লাগত।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

গরমে যেন শেষ সিলেট !

গরমে যেন শেষ সিলেট !

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

প্রেতাত্মাদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন হাসিনা

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

খাগড়াছড়িতে হামলা, প্রতিবাদে ইবির আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানকে জেলহাজতে প্রেরণ

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন আটক

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

ফ্যাসিবাদী দোসর মিডিয়া লীগে সংস্কার জরুরী

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

যৌথবাহিনীর হাতে সিলেট আটক বিপুল পরিমান ভারতীয় পণ্য

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত- বিমানবন্দরে সংবর্ধনা কালে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা